বদলে যাচ্ছে সব জিও সিমের নম্বর, এবার জিও নম্বর শুরু হবে ৬ দিয়ে..

দ্বারা Joyeeta Bhattacharya | আপডেট করা Feb 28 2017
বদলে যাচ্ছে সব জিও সিমের নম্বর, এবার জিও নম্বর শুরু হবে ৬ দিয়ে..

আপনি কি জিও ব্যবহার করেন? তাহলে এটা জানা আপনার জন্য অত্যন্ত জরুরি৷ জানেন কী এবার বদলে যেতে পারে আপনার জিও নম্বর৷ পুরনো নম্বরের বদলে পেয়ে যাবেন নতুন নম্বর৷ সূত্রের খবর, এবার জিও নম্বর শুরু হবে ৬ দিয়ে৷ এই মুহূর্তে নির্দিষ্ট কয়েকটি সার্কেলেই এই নম্বর দেওয়া হবে৷

বদলে যাচ্ছে সব জিও সিমের নম্বর, এবার জিও নম্বর শুরু হবে ৬ দিয়ে..

আনলিমিটেড ফ্রি অফারের জেরে সেপ্টেম্বরে বাজারে পা রেখেই বিপুল জনপ্রিয়তা কুড়িয়েছিল রিয়ালেন্স জিও। এই মুহূর্তে জিও-র গ্রাহক সংখ্যা ৮ কোটির কাছাকাছি। চলতি আর্থিক বছরে সেই সংখ্যাটা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

বদলে যাচ্ছে সব জিও সিমের নম্বর, এবার জিও নম্বর শুরু হবে ৬ দিয়ে..

তবে এ বার একটু হলেও বিপত্তিতে পড়তে পারেন জিও গ্রাহকরা। ডিপার্টমেন্ট অব টেলিকমের তরফে ইতিমধ্যেই এমন একটি ইঙ্গিত দেওয়া হয়েছে।

বদলে যাচ্ছে সব জিও সিমের নম্বর, এবার জিও নম্বর শুরু হবে ৬ দিয়ে..

ডিপার্টমেন্ট অব টেলিকমের তরফে জানানো হয়েছে, এবার থেকে বদলে যাবে জিও-র নম্বরগুলি। আগের নম্বর আর থাকবে না। জিও-র নতুন ১০ ডিজিটের সমস্ত নম্বরগুলি শুরু হবে ‘৬’ দিয়ে।

বদলে যাচ্ছে সব জিও সিমের নম্বর, এবার জিও নম্বর শুরু হবে ৬ দিয়ে..

জানা গিয়েছে, প্রথম পর্যায়ে রাজস্থান, তামিলনাড়ু এবং অসমে চালু হবে এই নতুন ‘৬’ সিরিজের নম্বর। রাজস্থানের জন্য এমএসসি কোড নম্বর হবে ৬০০১০-৬০০১৯। অসমের এমএসসি কোড নম্বর হবে ৬০০২০-৬০০২৯ এবং তামিলনাড়ুর এমএসসি কোড নম্বর হবে ৬০০৩০-৬০০৩৯।

বদলে যাচ্ছে সব জিও সিমের নম্বর, এবার জিও নম্বর শুরু হবে ৬ দিয়ে..

এরপর ধীরে ধীরে বাকি রাজ্যগুলিতেও জিও-র নতুন এমএসসি কোড নম্বর চালু হয়ে যাবে। জানা গিয়েছে, মধ্যপ্রদেশ ও গুজরাতের জন্য জিও পেয়েছে ‘৯’ সিরিজের এমএসসি কোড। কলকাতা ও উত্তরপ্রদেশের জন্য জিও পেয়েছে ‘৮’ সিরিজের এমএসসি কোড।

বদলে যাচ্ছে সব জিও সিমের নম্বর, এবার জিও নম্বর শুরু হবে ৬ দিয়ে..

কিছুদিন আগেই এয়ারটেলের জন্য উত্তরপ্রদেশে পশ্চিম অংশে বরাদ্দ হয়েছিল ‘৯’ সিরিজের এমএসসি কোড নম্বর।

বদলে যাচ্ছে সব জিও সিমের নম্বর, এবার জিও নম্বর শুরু হবে ৬ দিয়ে..

যদিও জিও-র এই এমএসসি কোড নম্বরের জন্য গ্রাহকদের চিন্তার কোনও কারণ নেই। কিন্তু জিও-র পুরনো নম্বরগুলির কী হবে তা নিয়ে কোনও কিছু জানানো হয়নি।