আপনি কি জিও ব্যবহার করেন? তাহলে এটা জানা আপনার জন্য অত্যন্ত জরুরি৷ জানেন কী এবার বদলে যেতে পারে আপনার জিও নম্বর৷ পুরনো নম্বরের বদলে পেয়ে যাবেন নতুন নম্বর৷ সূত্রের খবর, এবার জিও নম্বর শুরু হবে ৬ দিয়ে৷ এই মুহূর্তে নির্দিষ্ট কয়েকটি সার্কেলেই এই নম্বর দেওয়া হবে৷
আনলিমিটেড ফ্রি অফারের জেরে সেপ্টেম্বরে বাজারে পা রেখেই বিপুল জনপ্রিয়তা কুড়িয়েছিল রিয়ালেন্স জিও। এই মুহূর্তে জিও-র গ্রাহক সংখ্যা ৮ কোটির কাছাকাছি। চলতি আর্থিক বছরে সেই সংখ্যাটা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
তবে এ বার একটু হলেও বিপত্তিতে পড়তে পারেন জিও গ্রাহকরা। ডিপার্টমেন্ট অব টেলিকমের তরফে ইতিমধ্যেই এমন একটি ইঙ্গিত দেওয়া হয়েছে।
ডিপার্টমেন্ট অব টেলিকমের তরফে জানানো হয়েছে, এবার থেকে বদলে যাবে জিও-র নম্বরগুলি। আগের নম্বর আর থাকবে না। জিও-র নতুন ১০ ডিজিটের সমস্ত নম্বরগুলি শুরু হবে ‘৬’ দিয়ে।
জানা গিয়েছে, প্রথম পর্যায়ে রাজস্থান, তামিলনাড়ু এবং অসমে চালু হবে এই নতুন ‘৬’ সিরিজের নম্বর। রাজস্থানের জন্য এমএসসি কোড নম্বর হবে ৬০০১০-৬০০১৯। অসমের এমএসসি কোড নম্বর হবে ৬০০২০-৬০০২৯ এবং তামিলনাড়ুর এমএসসি কোড নম্বর হবে ৬০০৩০-৬০০৩৯।
এরপর ধীরে ধীরে বাকি রাজ্যগুলিতেও জিও-র নতুন এমএসসি কোড নম্বর চালু হয়ে যাবে। জানা গিয়েছে, মধ্যপ্রদেশ ও গুজরাতের জন্য জিও পেয়েছে ‘৯’ সিরিজের এমএসসি কোড। কলকাতা ও উত্তরপ্রদেশের জন্য জিও পেয়েছে ‘৮’ সিরিজের এমএসসি কোড।
কিছুদিন আগেই এয়ারটেলের জন্য উত্তরপ্রদেশে পশ্চিম অংশে বরাদ্দ হয়েছিল ‘৯’ সিরিজের এমএসসি কোড নম্বর।
যদিও জিও-র এই এমএসসি কোড নম্বরের জন্য গ্রাহকদের চিন্তার কোনও কারণ নেই। কিন্তু জিও-র পুরনো নম্বরগুলির কী হবে তা নিয়ে কোনও কিছু জানানো হয়নি।