এই সময়ে সব থেকে জনপ্রিয় চ্যাটিং অ্যাপ হচ্ছে Whatsapp আর এটি সারা বিশ্বে গ্রাহক সংখ্যা 2 বিলিয়ানের বেশি। হোয়াটসঅ্যাপ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা শুধু চ্যাটিংই না অনেক দরকারি কাজও করে থাকি যেমন কোন ডকুমেন্ট শেয়ার করা, ছবি আর দারকারি ফাইল পাঠানো ইত্যাদি। আর এবার হোয়াটসঅ্যাপ খুব সহজে অ্যাক্সেস করা যায়। আর আপনারা নিশ্চই এও জানেন যে আপনার কন্ট্যাক্টের সবাই আপনাদের সহজেই এখানে খুঁজে পেতে পারে আর অনেক সময়ে এটি আপনার সমস্যার কারন হতে পারে। আর আজকে আমরা আপনাদের এই রকমের পাঁচটি বিষয়ে জানাব যা থেকে আপনাদের সাবধানে থাকতে হবে।
অচেনা লোকেদের নাম্বার সেভ করবেন না
হোয়াটসঅ্যাপে নিজের কন্ট্যাক্ট লিস্ট মাঝে মাঝে চেক করুন। অনেক সময়ে আমরা আমাদের কাজের জন্য অচেনা লোকদের কন্ট্যাক্ট নাম্বার সেভ করে রাখি। আর আপনাদের যদি মনে হয় যে আপনার এই নাম্বারের দরকার নেই তবে আপনারা তা হোয়াটসঅ্যাপে ব্লক করে রাখতে পারেন আর যে সব যোগাযোগ এর আর দরকার নেই তা ডিলিট করে দেওয়া ভাল। আর এই ভাবে আপনারা ব্যাক্তিগত তথ্য তাদের কাছে যাবে না যাদের সঙ্গে আপনার কোন সম্পর্ক নেই।
সাধারন Profile Photo রাখুন
হোয়াটসঅ্যাপে নিজেদের প্রোফাইল ফটো (DP) সিম্পেল রাখার চেষ্টা করুন। আর সব সময়ে খেয়াল রাখুন যে নিজের প্রোফাইলের ছবি আপনার পরিবারের সদস্য বিষয়ে বেশি খবর দেবেন না, কারন আপনার কন্ট্যাক্ট লিস্টে আছে যারা আপনার প্রোফাইল পিকচার দেখতে পারবেন। আর এর সযঙ্গে হোয়াটসঅ্যাপে তিনটি প্রাইভেসি অপশান (এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট আর নোবডি) আছে আর এর থেকে আপনি আপনার প্রোফাইল ফটো সিলেক্ট করতে পারবেন। আর আপনাদের এও জানিয়ে রাখি যে Whatsapp য়ে কিছু নির্দিষ্ট ব্যাক্তির জন্য প্রোফাইল পিকচার দেখার অপশান নেই।
স্ট্যাটাস শেয়ার করার সময়ে খেয়াল রাখুন
আপনাদের স্ট্যাটস মেসেজ প্রাইভেট হতে পারে আর এটি শুধু বন্ধুদের আর পরিবারের জন্য শেয়ার করার দরকার। অনেক সময়ে স্ট্যাটস পোস্ট করার সময়ে দরকার হয় যে এটি কারা দেখবে বলে আপনি মনে করেন। আর এর সঙ্গে নিজদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিশ্চিত করার জন্য টু স্টেপ অথেন্টিকেশান অ্যাড করুন।
প্রত্যেককে নিজেদের সব হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে দেবেন না
কিছু দিন আগে পর্যন্ত ইউজারা তাদের কোন Whatsapp গ্রুপে অ্যাড করতে পারবেন আর এবার এখন সোশাল মিডিয়া মেসেঞ্জিং প্ল্যাটফর্মের নতুন আপডেটের সঙ্গে গ্রাহকরা তাদের প্রাইভেসি বানাতে পারবেন। আর প্রাইভেসি সেটিংসে গ্রুপ অ্যাড করার জন্য এভ্রিওয়ান, মাই কন্ট্যাক্ট আর মাই কন্ট্যাক্টশ এক্সিস্ট অপশান আছে। আর এর মধ্যে একজন নিজেকে সব গ্রুপে অ্যাড করার সুবিধা দেয় না কারন আপনারা অ্যাক্সেস কোন ফ্রড বা ভুল গ্রুপে থাকলে বিপদ হতে পারে।
হোয়াটসঅ্যাপে কোন অশ্লীল ভিডিও শেয়ার করবেন না
কোন অশ্লীল ভিডিও বা কোন হিডেন ভিডিও হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন না। যদি তা করেন তবে আপনাকে জেলে যেতে হতে পারে। আর এর সঙ্গে কোন বিষয়ে গুজব রটানোর থেকেও বাঁচুন।