শুরু হল "জিও প্রাইম" এর মেম্বারশিপ গ্রহণ। আগামী ১লা এপ্রিল'১৭ থেকে 'চার্জেবল' হয়ে যাচ্ছে জিও। তাই ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত ফ্রি অফার পেতে চাইলে আপনাকে এই ট্যারিফটি নিতে হবে। এককালীন ৯৯ টাকার বিনিময়ে মিলবে "জিও প্রাইম"-এর মেম্বারশিপ। মেম্বারশিপ গ্রহণ শুরু হচ্ছে আজ অর্থাত্ ১লা মার্চ'১৭ থেকে চলবে ৩১শে মার্চ'১৭ পর্যন্ত। কিন্তু ঠিক কী কী সুবিধা মিলবে এই মেম্বারশিপের বদলে? আসুন দেখে নেওয়া যাক,
রিল্যায়েন্স জিওর সম্পূ্র্ণ বিনামূল্যে ডেটা ও কল পরিষেবা দেওয়ার দিন শেষ হতে চলেছে৷ এপ্রিল মাসের ১ তারিখ থেকেই জিওর নতুন ‘প্রাইম’ পরিষেবার জন্য মাসে ৩০৩ টাকা খরচ হবে গ্রাহকদের৷
যদিও সেটা অন্যান্য টেলিকম সংস্থার থেকে অনেকাংশেই কম৷ কিন্তু বছরভর সম্পূ্র্ণ বিনামূল্যে ৪জি ডেটা এবং কল ফ্রি পাওয়ার পর এখন এই ৩০৩ টাকার মাশুল গুনতে অনেক জিও গ্রাহকরাই ভাবতে বসেছেন৷
জিও সিম ব্যবহারকারীদের ‘প্রাইম’-এ আপগ্রেড হতে হাতে সময় রয়েছে এক মাস৷ ‘আনলিমিটেড’ ডেটা ও কলের পরিষেবা পেতে চলতি মার্চ মাসের ৩১ তারিখের মধ্যেই ৯৯ টাকা দিয়ে প্রাইম মেম্বারশিপ নিতে হবে গ্রাহকদের৷
জিও প্রাইম অফারে আনলিমিটেড ভয়েস কল , আনলিমিটেড এসএমএস এবং জিও অ্যাপসগুলির ব্যবহার করা যাবে আগের মতোই৷ এর সময়সীমা মাসে ২৮ দিনের৷
গ্রাহকরা ৪জি স্পিডের ডেটা পাবেন মাসে ২৮ জিবি পর্যন্ত৷ এই ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড ৪জি থেকে কমে যাবে৷ মাসে ২৮ জিবি অর্থাৎ প্রতিদিন ১ জিবি পর্যন্তই ৪জি ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা৷
যা এখন ব্যবহার করছেন গ্রাহকরা৷ অর্থাৎ দিনে ১ জিবি পর্যন্তই ৪জি ডেটা পাবেন গ্রাহকরা ৩০৩ টাকার প্রাইম প্ল্যানেও৷ তবে এখানেই শেষ নয় ৷ গ্রাহকরা যদি মনে করেন প্রতিদিন ১ জিবি ৪জি ডেটা তাদের জন্য যথেষ্ট নয়, তাহলে তারা ৪৯৯ টাকার জিও প্রাইম প্ল্যান ব্যবহার করতে পারেন৷
যেখানে প্রতিদিন ২জিবি পর্যন্ত ৪জি স্পিড পাবেন গ্রাহকরা৷ থাকছে ৯৯৯ টাকার জিও প্রাইম প্ল্যানও৷ যেখানে দু’মাসে ৬০ জিবি ৪জি ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা৷
এছাড়া নতুন জিও প্রাইম প্ল্যানগুলি হল ১৯৯৯ টাকা, ৪৯৯৯ টাকা এবং ৯৯৯৯ টাকা৷ যা ভ্যালিড থাকবে যথাক্রমে ৯০ দিন, ১৮০ দিন এবং ৩৬০ দিন৷
এই প্ল্যানগুলিতে স্বভাবতই ৪জি ডেটাও পাওয়া যাবে অনেক৷ ১২৫ জিবি, ৩৫০ জিবি এবং ৭৫০ জিবি পর্যন্ত ৪জি ডেটা৷
তাই আর দেরি না করে মাত্র ৯৯ টাকা দিয়ে মার্চ মাসে নিজেদের জিও সিম আপগ্রেড করুন প্রাইম প্ল্যানে৷ ডেটা প্ল্যানগুলি জেনে নিন৷