এখনও অব্দি জিওর 4G ফোন নিয়ে অনেক রকমের খবর সামনে এসেছে. এর সঙ্গে কিছু ছবিও অনলাইনে লিক হয়েছে আর দাবি করেছে যে, এই ছবি গুলিতে যে ফোন দেখানো হয়েছে টা Jio 4G ফিচার ফোন হবে.
এবার এই ফোনটির বিষয়ে একটি রিপোর্ট সামনে এসেছে. এখনকার পাওয়া খবর অনুসারে মনে করা হচ্ছে যে Jio আপাতত তাদের 4G ফিচার ফোন তৈরির জন্য একটি চিনা কোম্পানির সঙ্গে কথা বলছে.
ফাইনান্সিয়াল একপ্রেস অনুসারে রিলায়েন্স Jio খুব তাড়াতাড়ি ভারতে একটি সস্তা 4G ফিচার ফোন নিয়ে আসতে চায়. এই ফিচার ফোনের দাম Rs.1,500.
আপাতত Jio তাদের এই ফোনের ইঞ্জিনিয়ারিং স্যাম্পেলের অপেক্ষায় আছে. এর পরে কোম্পানি এই ফোনটির টেস্টিং করবে আর আসা করা যায় যে তারপরে কোম্পানি তারপরে এই ফোনটি, ফোন তৈরিকারী কোম্পানিকে অর্ডার করেদেবে. তবে এখনও অব্দি এই বিষয়ে কোম্পানির তরফে কোন রকমের খবর পাওয়া যায়নি.
আপনাদের বলে রাখি যে, Jio তাদের 4G পরিষেবা অফিসিয়ালি গত বছর নিয়ে এসেছিল. তারপর থেকে এখনও অব্দি কোম্পানির সঙ্গে বহু সংখ্যক ইউজার্স যুক্ত হয়েছে.
তবে এখনও অব্দি বহু ভারতীয় ইউজার্সদের কাছে 4G ফোন নেই আর এই জন্যই Jio বাজারে তাদের সস্তা 4G ফিচার ফোন নিয়ে আসতে চায়.