রিলায়েন্স জিও জুন পর্যন্ত দিতে পারে তাদের ফ্রি সেবা : রিপোর্ট

দ্বারা Team Digit | আপডেট করা Jan 24 2017
রিলায়েন্স জিও জুন পর্যন্ত দিতে পারে তাদের ফ্রি সেবা : রিপোর্ট

রিলায়েন্স জিও তার ফ্রি সেবার সময় বাড়িয়ে 30 জুন পর্যন্ত করতে পারে. সূত্রের খবর, মুকেশ অম্বানির সংস্থা ৩০ জুন পর্যন্ত প্রায় বিনামূল্যেই ফোর-জি ডেটা দেবে গ্রাহকদের৷ তবে ৩১ মার্চ পর্যন্ত সম্পূর্ণ ফ্রি-তে মিললেও, তারপর থেকে প্রতি মাসে সার্ভিস ট্যাক্স-সহ অন্যান্য ট্যাক্সের জন্য মাত্র ১০০ টাকা করে দিতে হতে পারে৷

রিলায়েন্স জিও জুন পর্যন্ত দিতে পারে তাদের ফ্রি সেবা : রিপোর্ট

৬ মাসের সফল পরীক্ষামূলক পরিষেবা প্রদানের পর আগামী ৩১ মার্চ ফ্রি 4G ডেটার মেয়াদ ফুরোচ্ছে রিলায়েন্স জিও-র৷ এই পর্যন্ত তো সকলেরই জানা৷ কিন্তু এই ভেবে মন খারাপ করবেন না৷ জিও গ্রাহকদের জন্য সুখবর! কারণ, ৩১ মার্চের পর আরও তিন মাস আপনি ‘ফ্রি’ হাই স্পিড 4G ডেটা পাবেন জিও-র কাছ থেকে, দিতে হবে শুধু কিছুটা সার্ভিস ট্যাক্স৷

রিলায়েন্স জিও জুন পর্যন্ত দিতে পারে তাদের ফ্রি সেবা : রিপোর্ট

এমনটাই দাবি সংস্থার ভিতরের একটি সূত্রের৷ যদিও ভয়েস কল সারাজীবনই ফ্রি থাকছে জিও-তে৷ নাম প্রকাশে অনিচ্ছুক জিও ইনফোকমের এক কর্তা জানিয়েছেন, হানিমুন পিরিয়ড শেষ৷ এবার লাভের মুখে দেখা শুরু করতে চায় জিও৷

রিলায়েন্স জিও জুন পর্যন্ত দিতে পারে তাদের ফ্রি সেবা : রিপোর্ট

জিও-র ফ্রি ভয়েস কল ও ফোর-জি ডেটা প্রায় ৭২ মিলিয়ন গ্রাহককে এই সংস্থার সঙ্গে জুড়ে দিয়েছে৷ গত বছরের সেপ্টেম্বর থেকে চালু হয়েছিল জিও-র বাণিজ্যিক পরিষেবা৷

রিলায়েন্স জিও জুন পর্যন্ত দিতে পারে তাদের ফ্রি সেবা : রিপোর্ট

তবে জিও কর্তারা একটি কথা স্বীকার করে নিচ্ছেন, যে জিও-তে এখনও কল ড্রপ হচ্ছে৷ সেক্ষেত্রে, ৩১ মার্চের পর ফ্রি ডেটার মেয়াদ ফুরোলে প্রায় অর্ধেক গ্রাহকই জিও কানেকশন ছেড়ে দিতে পারেন৷ তার উপর জিও প্রায় কারও প্রাথমিক নম্বর নয়৷

রিলায়েন্স জিও জুন পর্যন্ত দিতে পারে তাদের ফ্রি সেবা : রিপোর্ট

অনেকেই দুটি নম্বর ব্যবহার করেন, যার মধ্যে সেকেন্ডারি নম্বরটি জিও-র৷ মার্চ মাসের পর ডেটার জন্য ১০০ টাকাও নিলে এক ধাক্কায় গ্রাহক সংখ্যা কমে যাবে কি না, দেখে নিতে চায় সংস্থাটি৷

রিলায়েন্স জিও জুন পর্যন্ত দিতে পারে তাদের ফ্রি সেবা : রিপোর্ট

তবে এই মুহূর্তে এয়ারটেল, ভোডাফোনও ডেটা প্যাকের দাম কমাতে শুরু করে দিয়েছে৷ সেক্ষেত্রে ৩১ মার্চের পর ডেটার জন্য কত টাকা নিলে প্রতিযোগিদের তুলনায় এগিয়ে থাকা যাবে, সে বিষয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন জিও ইনফোকমের শীর্ষ কর্তারা৷