ভারতে অবশেষে 28 ফেব্রুয়ারি দীর্ঘদিনের অপেক্ষার পরে Redmi তাদের প্রতীক্ষায় থাকা ফোন Redmi Nore 7 Pro লঞ্চ করেদিয়েছে। এই ফোনটি ভারতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।Redmi Note 7 Pro ফোনের প্রাথমিক দাম শুরু হচ্ছে 13,999 টাকায় কেনা যাবে আর এই ফোনের 6GB র্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 16,999 টাকায় কেনা যাবে। এই ফোনটির সব থেকে বড় বৈশিষ্ট্য এই ফোনের 48MP র রেয়ার ক্যামেরা। এই Redmi Note 7 PRo ফোনে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরার দ্বিতীয় ক্যামেরাতে একটি 5মেগাপিক্সালের ক্যামেরা পাবেন। ফোনের ফ্রন্টে ওয়াটার ড্রপনচে একটি 13Mp র ক্যামেরা দেওয়া হয়েছে। আসুন আমরা এবার এই ফোনের বিষয়ে আরও ডিটেলে দেখেনি।
আমরা যদি এই ফোনের ক্যামেরার বিষয়ে কথা বলি তবে এই ফোনে আপনারা 48MP রেয়ার ক্যামেরা পাচ্ছেন আর এর সঙ্গে একটি 5MP র সেকেন্ডারি ক্যামেরা আছে । আর এই ক্যামেরা Sony IMX586 সেন্সার যুক্ত। আর এই ফোনটিতে হাফ ইঞ্চির স্টেকড CMOS সেন্সার আছে আর এই সঙ্গে এই ফোনে ভাল লো লাইট ছবি তোলা যাবে।
এই ফোনে কোম্পানি নাইট ফটগ্রাফি অপশানের সঙ্গে সঙ্গে AI ফিচারও দিয়েছে। আর এই ফোনের ক্যামেয়ার EIS মানে ইলেক্ট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান যুক্ত।
এই ফোনে 33টি আলাদা আলদা AI সিন ডেটেকশানের অপশান আছে। আর এই ক্যামেরা 30fps স্পিডে 4k ক্যামেরা শুট করতে পারে।
এই Redmi Note 7 Pro ফোনে আপনারা একটি 4000mAh য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনটি 18W য়ের ফাস্ট চারজ সাপোর্ট করে আর বক্সে একটি 10W য়ের ফাস্ট চার্জ দেওয়া হয়েছে।
এই Redmi Note 7 Pro ফোনে আপনারা একটি 13MP র সেলফি ক্যামেরা ফোনের ওয়াটার ড্রপ নচের মধ্যে পাবেন। এটিও একটি AI ক্যামেরা আর এটি ফেস রেকগজেশান করতে পারে।
এই ফোনে আপনারা একটি 6.3 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে পাবেন। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনটি কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান যুক্ত।
Xiaomi Redmi Note 7 Pro এই নতুন রেডমি ফোনে আপনারা কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান পাবেন। মানে এই ফোনটি বেশি ডিউরেবেল হয়েছে এই কর্নিং গোরিলা গ্লাসের জন্য।
এই ফোনটি আসলে এর নিজের পূর্বসূরির ফোন Redmi Note 6 Pro র পরের জেনারেশানের ফোন। সেই ফোনটিও Redmi সিরিজের Note 5 Pro লঞ্চ হওয়ার পরে লঞ্চ হয়েছিল। আর এবার সদ্য লঞ্চ হওয়া এই Redmi Note 7 Pro ফোনটি ভারতে তাদের পূর্বসূরির ফোন Redmi Note 6 Pro কে সরাসরি টক্কর দেবে।
ভারতে এই রেডমি ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। আর এই দুটি ভেরিয়েন্ট হল যথাক্রমে 4GBর্যাম আর 64GB স্টোরেজ আর 6GB র্যাম আর 128GB স্টোরেজ। আর ভারতে এই ফোন দুটি যথাক্রমে 13,999 টাকা আর 16,999 টাকায় লঞ্চ করা হয়েছে।
ভারতে এই Redmi ফোনটির প্রথম সেল 13 মার্চ দুপুর 12টার সময়ে মি ডট কম, মি হোম আর ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। আর আপনারা যদি এই ফোনটি কিনতে চান তবে এই দিন ফোনটি কিনতে পারবেন।
ভারতে এই Redmi Note 7 Pro ফোনটি তিনটি আকর্ষণীয় কালার ভেরিয়েন্টে কিনতে পারবেন। এই ফোনটি আপনারা স্পেস ব্ল্যাক, নেবুলা ব্লু আর নেপচুন ব্লু কালারে কিনতে পারবেন।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।