এই সময়ে টেলিকম অপারেটারদের ডাটা প্ল্যানের বিষয়ে যদি বলা হয় তবে বলতে হয় যে এই সময়ে টেলিকম প্ল্যান গুলি বিভিন্ন ডাটা প্ল্যান আনার চেষ্টা করছে। আর এখানে তাদের কাছে 50 টাকার কম দামের বেশ কিছু প্ল্যান আছে। আর আজকে আমরা এখানে আপনাদের এয়ারটেল, ভোডাফোন, আর রিলায়েন্স জিওর কিছু দারুন প্ল্যানের বিষয়ে বলব যা 50 টাকার মধ্যে পাওয়া যায়। আরও প্ল্যান বিষয়ে জানতে এখানে ক্লিক করুন
এয়ারটেলের 19 টাকার প্ল্যান
এয়ারটেলের 19 টাকার রিচার্জ প্ল্যানে আপনারা শর্ট টার্ম প্ল্যান হিসাবে পাবেন। এই 19 টাকার প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা আছে। আর এর সঙ্গে আপনারা যে কোন নেটওয়ার্কে ফ্রি কল করতে পারবেন। আর এই প্ল্যানে 200MB র ডাটা আছে আর প্ল্যানটি 2 দিনের জন্য বৈধ।
ভোডাফোনের 19 টাকার প্ল্যান
ভোডাফোনের 19 টাকার এই প্ল্যানটিও 2 দিনের জন্য বৈধ। আর এই প্ল্যানেও আপনারা পাবেন আনলিমিটেড কল আর সঙ্গে আছে যে কোন নম্বরে ফ্রি কলের সুবিধা। আর এই প্ল্যানে গ্রাহকরা 150MB ডাটা অয়াবেন। আর সঙ্গে আছে 100 টি SMS য়ের সুবিধাও।
টেলিকম প্ল্যান নিয়ে আরও জানতে এখানে ক্লিক করুন।
ভোডাফোনের 39 টাকার প্ল্যান
ভোডাফোনের 39 টাকার এইপ্ল্যানে আপনারা পাবেন 39 দিনের বৈধতা আর সঙ্গে 39 টাকায় 100MB র ডেটা। আর সঙ্গে আছে ফুল টক টাইম। আর এর সঙ্গে আপনারা এখন এই প্ল্যানটি কিছু বাছাই করা নেটওয়ার্কেই পাবেন এই বিষয়টিও আপনাদের খেয়াল রাখতে হবে। এই প্ল্যানে রেট কাটারের সুবিধাও আছে এখানে আপনারা ভয়েস কলে 2.5 পয়সা প্রতি সেকেন্ড হিসাবে পাবেন।
রিয়ালায়েন্স জিওর 75 টাকার প্ল্যান
রিলায়েন্স জিও তাদের জিও অল ইন ওয়ান প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানে 75 টাকার প্রাথমিক দামে পাওয়া যাচ্ছে আর আপনারা এই প্ল্যানে 3GB ডাটা আর প্রতিদিন 100MB র হিসাবে পাবেন।আ র এর সঙ্গে এই প্ল্যানে আনলিমিটেড জিও টু জিও আর 50 টি SMS য়ের সুবিধা আছে। আর সঙ্গে আছে 500 মিনিটের নন জিও কল।
রিলায়েন্স জিওর 199 টাকার প্ল্যান
এই প্ল্যানে আপনারা আনলিমিটেড জিও টু জিও কল পাবেন আর সঙ্গে আছে অন্য অপারেটার কলের জন্য 1000 মিনিটের আর প্রতিদিনের 1.5GB ডাটা। আর এই প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ।
এখানে ক্লিক করে মোবাইল রিচার্জ নিয়ে আরও জানুন।
ভোডাফোনের 199 টাকার প্ল্যান
199 টাকার ভোডাফোন রিচার্জ প্ল্যন এবার 1GB ডাটা প্রতিদিনের হিসাবে 100 টি SMS দিচ্ছে আর সঙ্গে আছে ভয়েস কলিংয়ের স্নবগে 21 দিনের ভ্যালিডিটি।
রিলায়েন্স জিওর 249 টাকার প্ল্যান
রিলায়েন্স জিওর যে প্ল্যানটির কথা আমরা এখন আপনাদের বলছি তা 249 টাকার প্ল্যান আর যা আপনাদের আনলিমিটেড কল, প্রতিদিন 2GB ডাটা আর জিওর অন্য অপারেটারদের কলের জন্য 2000 মিনিটের লিমিট দিচ্ছে আর এই প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ।
মোবাইল রিচার্জ বিষয়ে আরও জানতে এখানে ক্লিক করুন।
ভোডাফোনের 269 টাকার প্ল্যান
এই লিস্টে 269 টাকার প্ল্যানে আপনারা নতুন পাবেন যা আপন্দাএর প্রিপেড গ্রাহকদের বাজেটে লং টার্মের প্ল্যান দিচ্ছে। আর এটি 269 টাকার প্ল্যানের সঙ্গে আনলিমিটেড ভয়েস কল, 6000 টি SMS দিচ্ছে আর সঙ্গে আছে মোট 4G ডাটা দিচ্ছে আর এটি 56 দিনের জন্য বৈধ।
এয়ারটেলের 349 টাকার প্ল্যান
ভারতী এয়ারটেল 300 টাকায় 400 টাক্র প্ল্যানের প্রথম প্ল্যান এই 349 টাকার প্ল্যান। আর এটির সঙ্গে গ্রাহকরা 129 টাকার অ্যামাজন প্রাইম মেম্বারশিপ পাবেন। আর কোন FUP লিমিটের সঙ্গে আনলিমিটেড ভয়েস কল আর এয়ারটেলের 349 টাকার প্ল্যানে প্রতিদিন 2GB ডাটা 100 টি SMS আছে।
এয়ারটেলের 379 টাকার প্ল্যান
এয়ারটেলের এই 379 টাকার প্ল্যানে আপনারা 84 দিনের বৈধতা পাচ্ছেন। আর এয়ারটেলের এই প্ল্যানে আপনারা আনলিমিটেড ভয়েস কল, 6GB ডাটা আর 900 SMS পাবেন। আর এ রসগ্নে এতে আপনারা Wynk Music, Airtel Xstream App Premium আর FAStag য়ের সুবিধাও পাবেন।
রিচার্জ বিষয়ে আরও জানতে এখানে ক্লিক করুন.