যত দিন যাচ্ছে স্মার্ট ফোনের ডিজাইনে পরিবর্তন হচ্ছে, ফোনের ফ্রন্টের স্ক্রিন আরও বড় আর বেজেল লেস করার প্রবনতা বাড়ছে। এই জন্য কখনো ফোনে আসছে নচ আবার কখনও বা ডিউ ড্রপ নচের ফোন। আবার ডিজাইন আরও বেশি উন্নত ও ফ্রন্ট বা ডিসপ্লের বেজেল কমানোর জন্য আসছে নতুন মেকানিজামের ক্যামেরা ফোন।
আর এই নতুন মেকানিজামের পপ আপ সেলফি ক্যামেরা ফোন এখন ধিরে ধিরে জনপ্রিয়তা তো পাচ্ছেনি আর সঙ্গে বাড়ছে এই ধরনের ফোনের সংখ্যাও। আর আজকে আমরা এখানে এমন কিছু ফোনের বিষয়ে বলব যা ভারতে এই সময়ে পপ আপ সেলফি বা পপ আপ ফ্রন্ট ক্যামেরার সঙ্গে পাওয়া যায়।
Vivo র এই ফোনে আপনারা রেয়ার ক্যামেরাতে একটি 48MP র ক্যামেরার সঙ্গে 8MP র আল্ট্রা ওয়াইড লেন্স পাবেন আর সঙ্গে আছে 5MP র ডেপথ সেন্সার। আর এসবের মধ্যে এই ফোনে আছে একটি 32MP র পপ আপ সেলফি ক্যামেরা ফোন। আর এই ফোনে একটি 3700mAh য়ের ব্যাটারি আছে।
Vivo র এই ফোনটিতে আপনারা ফ্রন্টে একটি 32MP র পপ আপ ক্যামেরা পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আছে ট্রিপেল রেয়ার ক্যামেরা যা 12MP, 8MP আর 5MP র/ আর এই ফোনে ফান্টাচ OS 9 দেওয়া হয়েছে। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর আর এই ফোনে আপনারা একটি 4000mAh য়ের ব্যাটারি পাবেন।
এই ওপ্পো ফোনের ফ্রন্টে 16MP র ক্যামেরা পাবেন। আর এর সঙ্গে এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরাতে আছে 48MP+5MP র ক্যামেরা। আর এই ফোনে এর সঙ্গে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই বেসড কাস্টম OS কালার OS 6 দেওয়া হয়েছে।
আর এই ফোনে আপনারা 6.5 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এর সঙ্গে এই ফোনে আছে 4000mAh য়ের ব্যাটারি।
এই ফোনে আপনারা রেয়ার ক্যামেরাতে 48MP র ক্যামেরা পাবেন। আর এই ফোনটি একি আল্ট্রা নাইট মোডের সঙ্গে এসেছে। আর এই ফনটি তাই কম আলোতেও ভাল করে ছবি তুলতে পারে।
আমরা যদি ক্যামেরার বিষয়টি দেখি তবে OnePlus 7 Pro ফোনে আপনারা ফ্রন্টে একটি পপ আপক্যামেরা পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আছে 4000mAh য়ের ব্যাটারি। আর এই ফোনে আপনারা ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন। আর এই ফোনের ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা দেওয়া হয়েছে।
এই ফোনে পপ আপ ক্যামেরার বদলে এমন ক্যামেরা দেওয়া হয়েছে যা দকারের সময়ে রেয়ার আবার দরকার হলে ফ্রন্ট ক্যামেরার কাজ করে। এই ফোনে আপনারা একটি 48MP র ক্যামেরার সঙ্গে একটি 13MP র ক্যামেরা পাবেন।
এই ফোনটি আপনারা ট্রিপেল রেয়ার ক্যামেরার সঙ্গে পাবেন। আর এই ফোনে একটি 48MP র ক্যামেরা পাবেন আর এর সঙ্গে 8MP র একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর তৃতীয় সেন্সারটি 13MP র টেলিফটো লেস্ন। আর কম্পানি এই ফোনটি 10X হাইব্রিড জুম প্রযুক্তির সঙ্গে এনেছে। আর এই ফোনের ফ্রন্টে আপনারা একটি 16MP র শার্ক ফিন রাইজিং ক্যামেরা পাবেন।
এই ফোনটি স্লাইডার যুক্ত আর এই ফোনে আপনারা বেশ কিছু সেনার পাবেন। এতে ডুয়াল ফ্রন্ট ক্যামেরা, ইনফারেড সেন্সার ইনফ্রারেড আর প্রক্সিমেটি সেনার আছে। আর এই ফোনে একটি 16MP আর 8MP র কামেরা ফ্রন্টে দেওয়া হয়েছে। আর এই ফোনটিতে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরাতে 24+16MP র ক্যামেরা পাবেন।
ভিভোর এই ফোনটিতে পপ আপ ক্যামেরা আছে। আর এই ফোনে ট্রিপেল ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা একটি 12MP একটি 2MP আর একটি 3D Tof ক্যামেরা পাবেন। আর এই ফোনে আপনারা 3500mAh ব্যাটারি পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আছে 10v/2.25A ফাস্ট চার্জিং।