ভারতীয় মোবাইল ফোনের বাজারে এখন অনেক ধরনের স্মার্টফোন আছে। আর এই স্মার্টফোন গুলির র্যামও এখন বেশ ভাল দেওয়া হয়। আর এখন বাজারে অনেক এমন স্মার্টফোন আছে যার র্যাম 8GB বা 6GB। তবে এর মধ্যে অনেক ফোনের দামই অনেক সময় বেশ বেশি। আর আপনার বাজেট যদি হয় ১০ হাজার টাকা আর আপনি একটি ভাল র্যাম যুক্ত ফোন খুঁজছেন আর ভাবছেন যে এই দামে কত র্যামের কোন ফোন পাবেন। তবে আমাদের এই স্মার্টফোনের তালিকা আপনাদের হয়ত কাজে আসতে পারে। এখানে এমন কিছু ফোন থাকল যার র্যাম 4GB আর যেগুলির দাম ১০ হাজার টাকার মধ্যে।
ZTE Nubia M2 Lite
এই স্মার্টফোনে আপনি 4GB র্যাম আছে। এটি 1.5GHz অক্টা কোর প্রসেসার যুক্ত এটি একটি 4G VoLTE ফোন।এর 5.5-ইঞ্চির ডিসপ্লে 1280 x 720 পিক্সাল রেজিলিউশান যুক্ত।. ZTE Nubia M2 Lite 3000 mAh ব্যাটারি যুক্ত। এই ফোনের রেয়ার ক্যামেরা 13MP আর ফ্রন্ট ক্যামেরা 16MP ।এই ফোনটি অ্যান্ড্রয়েড V7.0 কাজ করে. ZTE Nubia M2 Lite্র স্টোরেজকে 128GB পর্্যন্ত বাড়ানো যায়.
Micromax Canvas 6 Pro
মাইক্রোম্যাক্সের এইফোনের স্টোরেজ 16GB যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 64GB পর্্যন্ত বাড়ানো যায়.. Micromax Canvas 6 Pro
4GB যুক্ত আর এতে 2GHz অক্টাকোর প্রসেসার আছে. এটি 5.5-ইঞ্চির ডিসপ্লে আছে যার রেজিলিউশান 1080 x 1920 পিক্সাল. এটি 3000 mAh এর ব্যাটারি যুক্ত।. Micromax Canvas 6যুক্ত। এতে 13MP রেয়ার আর 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে. Micromax Canvas 6 Pro এর দাম Rs. 8,990 ।
Asus Zenfone 2 ZE551ML
Asus Zenfone 2 ZE551ML ফোনে আপনি 4GB র্যাম মাত্র Rs. 9,000 আর এর স্টোরেজ 32GB. Asus Zenfone 2 ZE551ML 2.3 GHz কোয়াড কোর প্রসেসার যুক্ত। Asus Zenfone 2 ZE551ML 5.5-ইঞ্চির 1080 x 1920 পিক্সাল যুক্ত। এটি অ্যান্ড্রয়েড v5.0 যুক্ত।. এই স্মার্টফোনে 13MP রেয়ার ক্যামেরা ও Asus Zenfone 2 ZE551ML 5MP ফ্রন্ট ক্যামেরা যুক্ত।
Micromax Yu Yunicorn
Micromax Yu Yunicorn ফোনে আপনি 4GB র্যামের সঙ্গে 32GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 128GB পর্্যন্ত বাড়ানো যায়. এটি ডুয়াল সিম আর 4G VoLTE ফিচার যুক্ত. Micromax Yu Yunicorn ফোনে 1.8GHz র অক্টাকোর প্রসেসার আছে এটি 4000 mAh ব্যাটারি যুক্ত। Micromax Yu Yunicorn ফোনের রেয়ার ক্যামেরা 13MP আর ফ্রন্ট ক্যামেরা 5MP. এটি অ্যান্ড্রয়েড v.5.1.1 তে কাজ করে।
Coolpad Note 5
এই ফোনটিতে আপনি 4GB র্যামের সাথে32GB র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।. এই ফোনটি ডুয়াল সিম 4G VoLTE আর ওয়াইফাই ফিচার্স যুক্ত এতে 1.5 GHz অক্টা কোর প্রসেসার আছে। প্রসেসার যুক্ত। Coolpad Note 5 এ 5.5-ইঞ্চির ডিসপ্লে আছে. এই ডিসপ্লের রেজিলিউশান 1080 x 1920 পিক্সাল. এর ব্যাটারি 4010 mAh. এই ফোনটি অ্যান্ড্রয়েড v6.0 । এর রেয়ার আর ফ্রন্ট ক্যামেরা13 MP আর 8 MP.
Micromax Yu Yureka Black
আপনি এই ফোনেও 4GB র্যামের সাথে 32GB ইন্টারনাল স্টোরেজ পাবেন. Micromax Yu Yureka Black ও ডুয়াল সিম আর 4G VoLTEসাপোর্ট করে। 1.4GHz অক্টা কোর প্রসেসার আছে। Micromax Yu Yureka Black ফোনটির ব্যাটারি কেমন তাও এবার দেখা যাক, এতে 3000 mAh এর ব্যাটারি আছে। এটি 5-ইঞ্চির ডিসপ্লে যুক্ত যার রেজিলিউশান 1080 x 1920 পিক্সাল. Micromax Yu Yureka Black
ফোনে13MP রেয়ার আর 8MP ফ্রন্ট ক্যামেরা আছে।. এটি অ্যান্ড্রয়েড মার্শমেলোতে কাজ করে।
Hyve Pryme
এই ফোনটির কথা বেশিরভাগ মানুষ জানেনা। তবে কিছু দিন আগে ভারতে এই ফোনটি লঞ্চ হয়েছে। 4GB র্যাম যুক্ত. Hyve Pryme 3500 mAh এর ব্যাটারি আছে। Hyve Pryme স্মার্টফোনে 13MP রেয়ার আর 8MP ফ্রন্ট ক্যামেরা আছে. এর ডিসপ্লে 5.7-ইঞ্চির যার রেজিলিউশান 1080 x 1920 পিক্সাল।
Smartron srt.phone
দামঃ Rs.11,999
এই স্মার্টফোনটিতে 4GB র্যাম আছে। আর এর সঙ্গে এটি 1.8GHz অক্টা কোর প্রসেসার যুক্ত। এতে 64GB’র ইন্টারনাল স্টোরেজও দেওয়া হয়েছে। এটি ডুয়াল সিম স্মার্টফোন। এর ব্যাটারি 3000mAhএর।
Lenovo K6 Powe
দামঃ Rs. 9,999
এই ফোনটিতে 4GB র্যামের সঙ্গে 32GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এতে 1.4GHz অক্টা কোর প্রসেসার আছে। এর ব্যাটারি 4000mAh এর। এটি 13MP রেয়ার আর 5MP ফ্রন্ট ক্যামেরা যুক্ত ফোন।
Lenovo Vibe K5 Note
দামঃ Rs. 9,999
এই ফোনটিতে 4GB’র র্যাম পাবেন। এটি 1.8GHz অক্টা কোর প্রসেসার যুক্ত। এর ব্যাটারি 3500mAh এর। এটি অ্যান্ড্রয়েড মার্শমেলোতে কাজ করে। এটি ডুয়াল সিমের স্মার্টফোন।
ZTE Blade A2 Plus
দামঃ Rs. 7,999
এই স্মার্টফোনটিতে 4GB র্যামের সঙ্গে 1.5GHz অক্টা কোর প্রসেসার দেওয়া হয়েছে। এতে 5000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 13MP’র রেয়ার আর 8MP’র ফ্রন্ট ক্যামেরা যুক্ত ফোন। এটি 4G VoLTE সাপোর্ট করে।
Asus Zenfone 2 ZE551ML (4GB RAM+64GB)
দামঃ Rs. 9,999
কোম্পানি এই ফোনটিতে 4GB র্যামের সঙ্গে 2.3GHz কোয়াড কোর প্রসেসার যুক্ত। এটি 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত। এই ফোনটি অ্যান্ড্রয়েড 5.0 ভার্শানে কাজ করে।
Redmi 4
দামঃ Rs.. 9,999
এই স্মার্টফোনটিতে 4GB র্যাম আর 64GB স্টোরেজ যুক্ত। এর আর ব্যাটারি 4100mAh এর। এই ফোনে 13MP’র রেয়ার আর 5MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Lenovo k8 Note
দামঃ Rs.. 11,999
এই স্মার্টফোনটি 4GB র্যাম আর 64GB স্টোরেজ অপশানের আরও একটি ফোন। এর ব্যাটারি 4000mAh এর। এতে 5.5 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 13MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে 13MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।
Xiaomi Mi max 2
দামঃ Rs. 14,999
এই স্মার্টফোনটি 4GB র্যাম আর 64GB স্টোরেজ যুক্ত ফোন। এর ব্যাতারি লাইফ ভাল এতে 5300mAh এর ব্যাটারি আছে। এর ডিসপ্লে 6.44 ইঞ্চির। এতে 12MP’র রেয়ার আর 5MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Xiaomi Redmi note 4
দামঃ Rs. 11900
সাওমির এই ফোনটি 4GB র্যান আর 64GB স্টোরেজ যুক্ত ফোন। এর ব্যাটারি 4100mAh এর। এতে 13MP’র রেয়ার আর 5MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে এর ডিসপ্লে 5.5 ইঞ্চির।
MOTO G5 PLUS
দামঃ Rs. 12999
মোটোরোলার এই ফোনটিতে 4GB র্যান আর 64GB স্টোরেজের ফোন আছে। এতে 3000mAh এর ব্যাটারি আছে। এতে 5.2 ইঞ্চির ডিসপ্লে আছে আর এর রেয়ার ক্যামেরা 12MP ও ফ্রন্ট ক্যামেরা 5MP’র। এতে অ্যান্ড্রয়েড 7.0 আছে।
আপনার যদি আরও একটু বেশি র্যামের ফোন পছন্দ হয় তবে তেমন কিছু ফোনও আমরা আপনাদের জন্য নিয়ে এসছি।
Huawei Honor 8
দাম: Rs.14,999
হনারের এই ফোনটি 8 4GB র্যাম আর 32GB স্টোরেজ যুক্ত। এর ব্যাটারি 3000mAh এর। এতে 5.2 ইঞ্চির ডিসপ্লে আছে আর এর রেয়ার ক্যামেরা 12MP’র আর ফ্রন্ট ক্যামেরা 8MP’র। এটি অ্যান্ড্রয়েড 6.0.1 এ চলে।
Redmi note 5
দাম: Rs.13,999
এই স্মার্টফোনটি 4GBর্যাম আর 64GB স্টোরেজ যুক্ত এর ব্যাটারি 4000mAh এর। এতে 5.5 ইঞ্চির ডিসপ্লে আর 16MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে আর এর ফ্রন্টে 5MP’র ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 7.1 এ চলে।