ওপ্পো F3 প্লাস হল কোম্পানির সবথেকে নতুন স্মার্টফোন, এই ফোনটিতে F3 প্লাসের মতন ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে. আপনি এই ফোনটিতে একটি 16 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামরা পাবেন যা একটি সাধারন সেলফি তুলতে সাহায্য করবে আর এর 8 মেগাপিক্সালের ক্যামেরাটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সঙ্গে গ্রুপ সেলফি তুলতে সাহায্য করবে. ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ ছাড়াও আপনি এতে আরো অনেক ভাল ফিচার্স পাবেন. তবে সেই ফিচার্স গুলির মধ্যে কিছু ফিচার্স একবার দেখে নেওয়া যাক.
মজা দ্বিগুণ করে
ওপ্পো F3 ডুয়াল ফ্রন্ট ক্যামেরা সেটআপ যুক্ত ফোন, একটি 16 মেগাপিক্সালের ও অন্যটি 8 মেগাপিক্সালের ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা. 16 মেগাপিক্সালের ক্যামেরাটি দিয়ে আপনি আপনার একার সেলফি তুলতে পারবেন আর 8 মেগাপিক্সালের ক্যামেরাটি দিয়ে একটি ভাল গ্রুপ সেলফি তোলা যাবে. আসলে এই ডবল ভিউ সেলফি ক্যামেরা দ্বিগুণ স্ট্যান্ডার্ড ভিউ দেবে, সদলবলে ছবি তুলতে গেলে আর কষ্ট করে দাড়াতে হবেনা, এই ক্যামেরার ফলে সহজেই সবাই ভালভাবে দাড়িয়ে গ্রুপ সেলফি তুলতে পারবনে. শাটারের আইকনে ট্যাপ করলেই আপনি সহজেই দুটি ক্যামেরায় যাতায়াত করতে পারবেন. আপনারা এখানে নতুন কুল মোড/ফিল্টার পাবেন, যা আপনাকে আপনার সেলফি তুলতে সহায্য করবে GIF মোডের মতন(GIF দিয়ে কিছু ছবি ক্যাপচার করে শেয়ার করা), ডবল এক্সপ্রেস মোড (দুটি ছবিতে ক্লিক করে কম্বাইন করা) এবং আরো অনেক কিছু.
ডিজাইনের বিষয়ে
এই ওপ্পো F3 একটি স্ট্যান্ডার্ড মেটালিক বডি যুক্ত ফোন যা এই ফোনটিকে প্রিমিয়াম লুক দেয়. এর 2.5D গ্লাস ডিভাইসটিকে স্টাইলিশট আর এলিগ্যান্ট বানিয়েছে. ফোনটির ব্যাকে দুটি পাতলা মেটাল ব্যান্ড আছে যা লাইট ক্যাচ করে এই ডিভাইসটিকে অল্প গ্লিমারকরে. এই ফোনটি শুধু লুকের দিক থেকেই ভাল তা নয়- এই ফোনটির রাউন্ড এডজ এটা নিশ্চিত করে যে ফোনটি ধরার সময় যেন আপনি কোন রকমের অস্বচ্ছন্দ অনুভব না করেন. ওপ্পো F3’র 5.5 ইঞ্চির ছোট ডিসপ্লে এর ব্যবহার আর একে হাতে ধরে রাখতে যাতে অসুবিধা না হয় তাও নিশ্চিত করে.
পাতলা কিন্তু শক্তিশালী ডিসপ্লে
ওপ্পো F3 প্লাসের 6 ইঞ্চির ডিসপ্লের জায়গায় ওপ্পো F3 তে 5.5 ইঞ্চির ডিসপ্লে আছে. এই ডিভাইসের ফুল HD ইন সেল ডিসপ্লের রেজিলিউশন 1920x1080 পিক্সাল. এই টেকনলজির ফলে ফোনটির ডিসপ্লে শুধু রোদে ভালভাবে দেখা যায় তাইনয়, এর ফলে ডিসপ্লেটি বেশ পাতলাও হয়েছে. এই সুন্দর ডিসপ্লের বিষয়ে আরো একটু কথা বলা যাক, এই ডিসপ্লেতে কর্নিং গোরিলা গ্লাস 5 দেওয়া হয়েছে, যাকিনা কর্নিং রেঞ্জের সাম্প্রতিকতম ভার্শন.
শক্তিশালী স্পেস
ওপ্পো F3 ডিভাইসটিতে মিডিয়াটেক অক্টা-কোর MT6750T প্রসেসার আছে, এর সঙ্গে এতে 4GB’র র্যাম দেওয়া হয়েছে. এটি অ্যান্ড্রয়েড মার্শমেলোর কালার OS 3.0 যুক্ত. এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও আছে. এই ফোনটিতে 64GB’র স্টোরেজ আছে এবং এই স্টোরেজ 128GB অব্দি মাইক্রোএসডি কার্ড দিয়ে বাড়ানো যায়. এই ফোনটি 3200mAh ব্যাটারি যুক্ত.
দুটি সিম আর মাইক্রোএসডি কার্ড স্লট
ওপ্পো তাদের এই ফোনটিতে ডুয়াল সিম কার্ড স্লট দিয়েছে এবং একটি আলাদা মাইক্রোএসডি কার্ড স্লট দিয়েছে. তাই আপনি এতে দুটি সিম কার্ড আর এক্সপেন্ডেড স্টোরেজ একসঙ্গে ব্যবহার করতে পারবেন.
সব কিছু দ্বিগুণ করে
আপনি যদি দুটি সিম কার্ড ব্যবহার করেন আর দুটি সিম কার্ড দিয়েই দুটি আলাদা অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপের মতন কোন অ্যাপে ব্যবহার করতে চান, তবে সাধারনত এই অ্যাপ গুলি একই অ্যাপে দুটি অ্যাকাউন্ট ব্যবহার করতে দেয়না. কিন্তু ওপ্পো এর জন্য একটি ব্যবস্থা করেছে, এপনি এই ফোনে অ্যাপের ক্লোন বানাতে পারবেন এবং তা দিয়ে দুটি আলাদা অ্যাকাউন্ট একই সার্ভিস দিয়ে ব্যবহার করতে পারবেন. এবার আপনি একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যক্তিগত ব্যবহারের জন্য আর একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কর্মক্ষেত্রের জন্য ব্যবহার করতে পারবেন.
[স্পন্সর্ড পোস্ট]