করোনার ভাইরাসের সাথে এখনো চলছে লড়াই, তাই বেশিরভাগ মানুষ এখনো ঘড় বন্দি। অন্য় দিকে Covid-19 এর জন্য় অন্যান্য ব্যবসায় প্রায় বন্ধ বললেই চলে। এই পরিস্থিতিতে স্মার্টফোন ব্যবসায়ও ক্ষতিগ্রস্থ হয়েছে। সমস্ত লঞ্চ ইভেন্টগুলি করোনার কারণে বন্ধ করা হয়।
কিন্তু এখন লকডাউনে একটু ছাড় দেওয়া তে স্মার্টফোন কোম্পানিরা ফোনের বিক্রি আবার শুরু করে। সবাই সবাই কে টেক্কা দিতে আরেকবার উঠে পরে। তাই স্মার্টফোন কোম্পানি ওয়ানপ্লাস, শাওমি, ওপ্পো এবং রিয়েলমি তাদের ফোনের দাম কমিয়ে দিয়েছে।
যদি আপনি এই লকডাউনে নতুন স্মার্টফোন কিনবেন ভাবছেন তাহলে আপনার কাছে রয়েছে দারুন সুযোগ। লকডাউনে এই ১০টি স্মার্টফোন সস্তা হয়ে গেছে।
ফিনল্যান্ড-এর কোম্পানি hmd global স্মপ্রতি ভারতের বাজারে নোকিয়া ৯ পিওরভিউ লঞ্চ করে ছিল। কিন্তু নোকিয়া স্মার্টফোনটির দাম এক ধাক্কায় ১৫,০০০ টাকা কমে যায়ে। দাম কমে এখন এই ফোনটি ৩৪,৯৯০ টাকায় কেনা যাবে। আগে এই ফোনের দাম ছিল ৪৯,৯৯০ টাকা। এই দামে আপনি ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কিনতে পাবেন।
সম্প্রতি ওয়ানপ্লাস তার OnePlus 7T Pro-এর দাম কমায়ে। এই পাওয়ারফুল স্মার্টফোনের দাম এক ধাক্কায় ৬০০০ টাকা কমিয়ে দেয়। এই ফোনটি ২০১৯ সালের ফ্ল্য়াগশিপ ফোন। গত বছর 53,999 টাকা থেকে এই ফোন লঞ্চ হয়েছিল। লঞ্চের পরে এই প্রথম সস্তা হল এই ফোন। এখন এই ফোন ভারতে 47,999 টাকায়ে পাওয়া যাবে।
ভিভো কোম্পানি সম্প্রতি তার নতুন স্মার্টফোন iQOO 3 লঞ্চ করে ছিল। এই ফোনের দাম এক ধাপে ৪০০০ টাকা কমে গেল। এই স্মার্টফোনের ৮জিবি + ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৩৪,৯৯০ টাকা ও ৮ জিবি + ২৫৬ জিবি ভেরিয়েন্টের দাম ৩৭,৯৯০ টাকা রাখা হয়েছে। এছাড়া এই ফোনের আরেকটা ভেরিয়েন্ট ১২ জিবি + ২৫৬ জিবি স্টোরেজের জন্য় ৪৪,৯৯০ টাকা দিতে হবে।
রিয়েলমি তার Realme 5 Pro এর দাম ও কমিয়ে দিয়েছে এর মধ্য়ে। এই স্মার্টফোনটির ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এখন ১৬,৯৯৯ টাকায় কেনা যাবে। ফোনটি লঞ্চ করার সময় এর দাম ছিল ১৭,৯৯৯ টাকা ছিল। অন্য় দিকে ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম এখন কমে ১৩,৯৯৯ টাকা হয়ে গেছে এবং ফোনের ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েন্টে এখন ১৪,৯৯৯ টাকায় ফিল্পকার্ট থেকে কেনা যাবে।
ওপ্পো রেনো (Oppo Reno) সিরিজের এই স্মার্টফোন ২৮,৯৯০ টাকায়ে লঞ্চ করা হয়েছিল কিন্তু এখন এই ফোন ২৩,৪৯০ টাকায়ে কেনা যাবে। এই দামে আপনি পাবেন 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট। এই ফোনে রয়েছে 48 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ।
ভিভো তার এই স্মার্টফোনের দাম ১০০০ টাকা কম করে। দাম কম হওয়ার পর এই স্মার্টফোনটি এখন ১৬,৯৯০ টাকায়ে কেনা যাবে। এই দামে ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে পাবেন। এই ফোনটি অফলাইন মার্কেট থেকে ও কেনা যাবে।
শাওমি এই বাজেট ফোন রেডমি গো মাত্র ৪,৪৯৯ টাকায় কেনা যাবে। এই স্মার্টফোনর দাম আগে ৫,৯৯৯ টাকা ছিল। এই ফোন রয়েছে ১ জিবি র্যাম এবং ৮ জিবি স্টোরেজ।