ভারতে Nokia 6, Nokia 5, Nokia 3, Nokia 3310 কবে লঞ্চ হবে? এই বিষয়ে সোমবার 8 মে কিছু জানা গেলেও জানা যেতে পারে। আসলে HMD গ্লোবাল 8’ই মে নিউ দিল্লিতে একটি ইভেন্টের আয়োজন করতে চলেছে। তবে কম্পানির এই ফোন গুলির লঞ্চিং এর বিষয়ে কোন খবর দেওয়া হয়নি। আসা করা হচ্ছে যে এই ইভেন্টে Nokia 6, Nokia 5, Nokia 3, Nokia 3310 ভারতে কবে লঞ্চ করা হবে সেই বিষয়ে খবর পাওয়া যাবে।
Nokia 6 স্মার্টফোনের ফিচারের দিকে দেখলে দেখা যাবে যে এতে 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে 2.5D গোরিলা গ্লাস দেওয়া হয়েছে। এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430 প্রসেসার যুক্ত। এই স্মার্টফোনটিতে 16 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আর 8 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। এই ফোনটিতে মেটাল বডি দেওয়া হয়েছে।
Nokia 5 স্ন্যাপড্র্যাগন 430 প্রসেসার আছে। সেখানে নোকিয়া 5এ 13MP রেয়ার ক্যামেরা ডুয়াল টোন LED ফ্ল্যাশ আর ফেস ডিটেকশন অটোফোকাসের সঙ্গে আছে। এতে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। নোকিয়া 5এ 3000mAh এর ব্যাটারি আছে।নোকিয়া 5 এর দাম €189 (প্রায় Rs. 14,000) ।
Nokia 3 এর ফিচার্সের দিকে দেখলে দেখা যাবে যে এতে 5.2 ইঞ্চির HD ডিসপ্লে, 2GB র্যাম আর 16GB স্টোরেজ দেওয়া হয়েছে। নোকিয়া 3 এ স্ন্যাপড্র্যাগন 425 প্রসেসার আছে। নোকিয়া 3 এ 8MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। নোকিয়া 3 এর ব্যাটারি 2650mAh. নোকিয়া 3 এর দাম €139 (প্রায় Rs. 10,000)।
Nokia 3310 এর ফিচার্সের দিকে দেখলে দেখা যাবে যে এতে 22 দিনের টকটাইম পাওয়া যাবে আর এর সঙ্গে এতে কালার ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি রেড, ব্লু, ইয়েলো আর গ্রে রঙে পাওয়া এতে 2.4 ইঞ্চির কার্ভড ডিসপ্লে দেওয়া হয়েছে। এর ইউআই একদ্ম নতুন। এর সঙ্গে এটি 2G কলিং সাপোর্ট করবে। নোকিয়া দাবি করেছে যে এই ফোনটি এক মাসের স্ট্যান্ড বাই-টাইম দেবে আর এটি 22 ঘন্টার টকটাইমও দেবে। এটিতে FM রেডিও থাকছে এটি 32GB মাইক্রো SD কার্ড সাপোর্ট করে। এই ফোনে 2MP রেয়ার ক্যামেরা LED ফ্ল্যাশের সঙ্গে দেওয়া হয়েছে।