নতুন ‘বোথি মোডে’ এবার সেলফি আর রেয়ার ক্যামেয় ছবি তোলা হবে আরও মজার এই নতুন নোকিয়া ফোনের জন্য

দ্বারা Aparajita Maitra | আপডেট করা Oct 04 2017
নতুন ‘বোথি মোডে’ এবার সেলফি আর রেয়ার ক্যামেয় ছবি তোলা হবে আরও মজার এই নতুন নোকিয়া ফোনের জন্য

বহু দিনের অপেখার পরে অবশেষে HMD Global অফিসিয়ালি Nokia 8 ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই স্মার্টফোনের দাম Rs 36,999। HMD Global এর Nokia 8 স্মার্টফোনটি 14 অক্টোবর থেকে Amazon India আর অফালাইন রিটেল চ্যানেলে কিনতে পাওয়া যাবে। এই স্মার্টফোনটি মিড-রেঞ্জ সেগমেন্টের OnePlus 5 আর Honor 8 কে প্রতিযোগিতায় ফেলবে। এই নতুন ফ্ল্যাগশিপ ডিভাইসে “বোথি মোড” ফিচার দেওয়া হয়েছে যার মাধ্যমে ইউজার্সরা এক সময় এক সঙ্গে ফ্রন্ট আর ব্যাক দুটি ক্যামেরাই ব্যবহার করতে পারবে। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিতে 50টি ভারতীয় শহরের জন্য ক্যাসেঞ্জার পরিষেবা দেওয়া হয়েছে। 

নতুন ‘বোথি মোডে’ এবার সেলফি আর রেয়ার ক্যামেয় ছবি তোলা হবে আরও মজার এই নতুন নোকিয়া ফোনের জন্য

Nokia 8 গত মাসে লন্ডনে অনুষ্ঠিত একটি ইভেন্টে লঞ্চ করা হয়েছিল আর এই স্মার্টফোনটির মাধ্যমে Nokia আর Carl Zeiss এর চুক্তি আরও একবার দেখা গেছে। 

নতুন ‘বোথি মোডে’ এবার সেলফি আর রেয়ার ক্যামেয় ছবি তোলা হবে আরও মজার এই নতুন নোকিয়া ফোনের জন্য

এই ফোনটিতে 13MP’র তিনটি ক্যামেরা আছে। এর ব্যাকে 13MP’র ডুয়াল ক্যামেরা সেটআপ আছে আর ফ্রন্টে 13MP’র সিঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে। 

নতুন ‘বোথি মোডে’ এবার সেলফি আর রেয়ার ক্যামেয় ছবি তোলা হবে আরও মজার এই নতুন নোকিয়া ফোনের জন্য

রেয়ার ক্যামেরার সেটআপে একটি কালার সেন্সার আর একটি মনোক্রোম সেন্সার দেওয়া হয়েছে। এর মেন ক্যামেরাটি f/2.0 অ্যাপার্চার, অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশানা আর ডুয়াল  LED ফ্ল্যাশ যুক্ত।

নতুন ‘বোথি মোডে’ এবার সেলফি আর রেয়ার ক্যামেয় ছবি তোলা হবে আরও মজার এই নতুন নোকিয়া ফোনের জন্য

এই ফোনের 13MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা ফেস ডিটেকশান অটোফোকাস আর f/2.0 অ্যাপার্চার যুক্ত আর এটি 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। 

নতুন ‘বোথি মোডে’ এবার সেলফি আর রেয়ার ক্যামেয় ছবি তোলা হবে আরও মজার এই নতুন নোকিয়া ফোনের জন্য

এই স্মার্টফোনটি নতুন বোথি মোড অফার করে যা দিয়ে ইউজার্সরা একই সময় দুটি ফ্রন্ট আর রেয়ার ক্যামেরা ব্যবহার করতে পারবে।

নতুন ‘বোথি মোডে’ এবার সেলফি আর রেয়ার ক্যামেয় ছবি তোলা হবে আরও মজার এই নতুন নোকিয়া ফোনের জন্য

Nokia 8 স্মার্টফোনটিতে 5.3 ইঞ্চির কার্ভড HD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 মোবাইল চিপস্টেকের মাধ্যমে কাজ করে।

নতুন ‘বোথি মোডে’ এবার সেলফি আর রেয়ার ক্যামেয় ছবি তোলা হবে আরও মজার এই নতুন নোকিয়া ফোনের জন্য

এই স্মার্টফোনটি 4GB র‍্যামা আর 64GB এক্সপেন্ডেবেল স্টোরেজের সঙ্গে পাওয়া যাচ্ছে আর কোম্পানি আগামী মাসর মধ্যে এর 6GB র‍্যাম ভেরিয়েন্টও লঞ্চ করতে পারে। 

নতুন ‘বোথি মোডে’ এবার সেলফি আর রেয়ার ক্যামেয় ছবি তোলা হবে আরও মজার এই নতুন নোকিয়া ফোনের জন্য

Nokia 8 অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাটে চলে আর খুব তাড়াতাড়ি এটি অ্যান্ড্রয়েড 8.0 ওরিওর আপডেট পাবে। 

নতুন ‘বোথি মোডে’ এবার সেলফি আর রেয়ার ক্যামেয় ছবি তোলা হবে আরও মজার এই নতুন নোকিয়া ফোনের জন্য

এই স্মার্টফোনটি IP54 সার্টিফায়েড আর এই নতুন ডিভাইসটি OZO অডিও এনহেসমেন্ট যুক্ত। এই স্মার্টফোনটি টেম্পার্ড ব্লু, পোলিশ ব্লু, সিলভার আর পোলিশ কপার কালার অপশানে পাওয়া যাবে। 

নতুন ‘বোথি মোডে’ এবার সেলফি আর রেয়ার ক্যামেয় ছবি তোলা হবে আরও মজার এই নতুন নোকিয়া ফোনের জন্য

Nokia 8 ফোনটিতে 3080mAh এর ব্যাটারি আছে, আশা করা হচ্ছে যে এটি নিজের স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্সের সঙ্গে ভাল ব্যাটারি লাইফ দেবে।

নতুন ‘বোথি মোডে’ এবার সেলফি আর রেয়ার ক্যামেয় ছবি তোলা হবে আরও মজার এই নতুন নোকিয়া ফোনের জন্য

HMD Global ঘোষনা করেছে যে Nokia 8 স্মার্টফোনটি 50টি ভারতীয় শহরে ক্যাসেঞ্জার পরিষেবা অফার করবে। 

নতুন ‘বোথি মোডে’ এবার সেলফি আর রেয়ার ক্যামেয় ছবি তোলা হবে আরও মজার এই নতুন নোকিয়া ফোনের জন্য

HMD Global পরের মাসে Nokia 8 কে 6GB র‍্যাম এর সঙ্গে লঞ্চ করবে। এর আগে কোম্পানি Nokia 3, Nokia 5 আর Nokia 6 স্মার্টফোন গুলি লঞ্চ করেছিল।