Nokia 8 স্মার্টফোন 23 মেগাপিক্সাল ক্যামেরার সঙ্গে জুন মাসে লঞ্চ হতে পারে

দ্বারা Team Digit | আপডেট করা May 03 2017
Nokia 8 স্মার্টফোন 23 মেগাপিক্সাল ক্যামেরার সঙ্গে জুন মাসে লঞ্চ হতে পারে

HMD গ্লোবাল আগামী মাসে ভারতে Nokia3, Nokia 5, Nokia 6 আর Nokia 3310 নিয়ে আসতে পারে. এর সঙ্গে এই খবরও পাওয়া গেছে যে, কোম্পানি আরও শক্তিশালী স্মার্টফোন Nokia 8 আর Nokia 9 এর ওপরেও কাজ করছে. এই দুটি স্মার্টফোনের বিষয়ে এর আগেও বেশ কয়েকবার বিভিন্ন রকমের খবর পাওয়া গেছে. এবার একটি টাটকা রিপোর্ট অনুসারে Nokia 8 এর লঞ্চের বিষয়ে খবর পাওয়া গেছে. আসা করা হচ্ছে যে এই স্মার্টফোনটি আগামী মাসের শুক্রবার করে সামনে আনা হবে.

Nokia 8 স্মার্টফোন 23 মেগাপিক্সাল ক্যামেরার সঙ্গে জুন মাসে লঞ্চ হতে পারে

অনুমান করা হচ্ছে যে, এই স্মার্টফোনটি স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার যুক্ত হবে. যা স্যামসং গ্যালাক্সি S8 আর সাওমি Mi6 এ দেখা গেছে. এর আগের রিপোর্ট অনুসারে, এই স্মার্টফোনে অল-মেটাল ডিজাইন থাকবে যাতে 4GB আর 6GB র্যামের অপশন থাকবে.

Nokia 8 স্মার্টফোন 23 মেগাপিক্সাল ক্যামেরার সঙ্গে জুন মাসে লঞ্চ হতে পারে

এর সঙ্গে Nokia 8 এ 23 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা থাকবে. এই খবর PoceketNow এর একটি রিপোর্টে বলা হয়েছে. এর ক্যামেরায় 4K ভিডিও রেকর্ডিংও করা যাবে.

Nokia 8 স্মার্টফোন 23 মেগাপিক্সাল ক্যামেরার সঙ্গে জুন মাসে লঞ্চ হতে পারে

এর সঙ্গে Nokia 8 স্মার্টফোনে 5.7 ইঞ্চির QHD সুপার AMOLED বেজাল যুক্ত ডিসপ্লে থাকবে.

Nokia 8 স্মার্টফোন 23 মেগাপিক্সাল ক্যামেরার সঙ্গে জুন মাসে লঞ্চ হতে পারে

এর সঙ্গে এর সস্তা ভেরিয়েন্টে 5.2 ইঞ্চির QHD AMOLED ডিসপ্লে থাকতে পারে. এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড নৌগাট 7.0 অপারটিং সিস্টেমে কাজ করবে.