বছর শেষের আগে যেমন বেশ কিহু নতুন অফার নিয়ে এসেছিল টেলিকম কোম্পানি গুলি, ঠিক তেমনি আরও একবার টেলিকমে নতুন অফার নিয়ে হাজ্রি হল প্রায় সব টেলিকম কোম্পানি। বছরের শুরুতেই প্রায় সমস্ত টেলিকম কোম্পানির কাছ থেকে নতুন নতুন অফার পেলেন গ্রাহকরা। কথাও বা নতুন ট্যারিফ প্ল্যানের ঘোষনা আর কোথাউ আবার পুরনো প্ল্যান নতুন ভাবে দেখা গেল। তবে যেভাবে আর যাই হোক আরও একবার টেলিক দুনিয়ায় টেলিকম অপারেটারদের একে অপরের সঙ্গে টিকে থাকার এই লড়াইতে আখেরে লাভ হল গ্রাহকদেরই। কারন ট্যারিফ প্ল্যানের দাম কমার পরে আখেরে এর সুবিধা পাচ্ছে গ্রাহকরাই। তবে আসুন দেখা যাক যে কোন টেলিকম কোম্পানি নতুন বছরে কোন অফার নিয়ে এসছে।
প্রথমেই আসি জিওর কথায়। আসলে বছর শুরু হতেই এই যে সব টেলিকম অপারেটাররা তাদের প্ল্যানের পরিবর্তন করছে তার পেছেনও মূল কারন সেই জিও। আসলে জিও বছর শুরু তেই তার গ্রহাকদের জন্য একটি অফার নিয়ে এসেছে। জিওর এই অফারে 199টাকা দামের প্ল্যানে ইউজার্সরা রোজ 1.2GB 4G ডাটা পাচ্ছে। এই প্ল্যানটি 28দিনের জন্য বৈধ আর এতে মোট 33.6GB 4G ডাটা পাওয়া যাচ্ছে।
আর এছাড়া জিও আরও একটি প্ল্যান নিয়ে এসেছে। আসুন তবে জিওর সেই প্ল্যানটিও দেখে নেওয়া যাক। আসলে কোম্পানি এবার তাদের 199 টাকার প্ল্যানটিকে আরও 50 টাকার মতন সস্তা করে দিয়েছে। এই প্ল্যানটি এখন মাত্র 149 টাকায় পাওয়া যাবে। আর এই প্ল্যানে প্রতিদিন 1GB ডাটা পাওয়া যাবে। আর এর সঙ্গে এই প্ল্যানটিতে আনলিমিটেড কলের সুবিধাও পাওয়া যাবে। এই প্ল্যানটি 28দিনের জন্য বৈধ।
এবার আমরা দেখব ভারতের আরও একটি বড় টেলিকম কোম্পানি ভোডাফোনের কিছু প্ল্যানের কথা। এবার টেলিকম বাজারে ভোডাফোন কিছু নতুন প্ল্যান নিয়ে এসেছে। আর এবার কোম্পানি SMS এর মাধ্যমে ইউজার্সদের কিছু নতুন প্ল্যানের বিষয়ে জানাচ্ছে।
ভোডাফোনের এই প্ল্যানের দাম 509 টাকা। এই প্ল্যানটি 84 দিনের জন্য বৈধ। এই প্ল্যানে কোম্পানি প্রতিদিন 1GB ডাটা দিচ্ছে। আর মানে এই যে এই প্ল্যানে মোট 84GB ডাটা পাওয়া যাবে। আর এর সঙ্গে এই প্ল্যানে আনলিমিটেড কলের সুবিধাও পাওয়া যাচ্ছে।
এর সঙ্গে ভোডাফোন আরও কিছু প্ল্যান নিয়ে এসেছে।দেখা যাক সেই প্ল্যান গুলি কি। ভোডাফোনের এই প্ল্যানটির দাম 348 টাকা। এই প্ল্যানটিতে ইউজার্সরা প্রতিদিন 2GB ডাটা পাচ্ছে। আর এর সঙ্গে এই অফারে আনলিমিটেড কলের সুবিধাও পাওয়া যাচ্ছে। এই প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ।
এই প্ল্যানটির সঙ্গে ভোডাফোন 198 টাকা দামের আরও একটি প্ল্যান নিয়ে এসেছে। ভোডাফোনের 198টাকা দামের প্ল্যানে ইউজার্সরা 28 দিনের বৈধতা পাচ্ছে। আর এই প্ল্যানে প্রতিদিন 1GB 4G /3G ডাটা পাওয়া যাচ্ছে।
আইডিয়া সেলুলার একটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানের দাম 93 টাকা। এই প্ল্যানটি সেইসব ইউজার্সদের জন্য আনা হয়েছে যারা বেশি ফোন কল করেন, কিন্তু তাদের ডাটার দরকার তুলনামূলক ভাবে কম।
আইডিয়া সেলুলারের ওয়েবসাইটে থাকা খবর অনুসারে, 93 টাকার প্ল্যানে ইউজার্সরা আনলিমিটেড লোকাল আর এসটিডি কলের সুবিধা পাচ্ছে আর 1GB 3G ডাটা পাওয়া যাচ্ছে। এই প্ল্যানটি 10 দিনের জন্য বৈধ। তবে এই অফারে কোন SMS এর সুবিধা পাওয়া যাচ্ছেনা।
এই প্ল্যানে রোজ মাত্র 250 মিনিটের কল ফ্রি পাওয়া যাচ্ছে, যা এক সপ্তাহের জন্য 1000 মিনিটের হবে। আর এছাড়া এর পরের কলের জন্য প্রতি সেকেন্ডে 1 পয়সা দিতে হবে।
এবার আমরা বিএসএনএলের কথাও বলব, হ্যাঁ বিসএনএলও একটি নতুন অফার নিয়ে এসেছে। তবে এই অফারটি সবার জন্য নয়। বিশেষ কিছু গ্রাহকদের জন্যই এই অফারটি পাওয়া যাচ্ছে। তবে আসুন দেখা যাক বিএসএনএলের নতুন অফারে কি দেওয়া হচ্ছে।
দূরসঞ্চার কোম্পানি BSNL তাদের স্মার্টফোন উপভোক্তাদের জন্য তাদের GSM মোবাইল পরিষেবাতে একটি প্রোমোশনাল অফার নিয়ে আসছে, এই অফারটি 5 জানুয়ারি থেকে পাওয়া যাচ্ছে। এই প্রোমোশনাল অফারে BSNL এর নতুন GSM ইয়জার্সরা 2GB ফ্রি ডাটা পাওয়া যাবে।
BSNL তাদের এই অফারের বিষয়ে বলেছে যে এটি শুধু BSNL এর নতুন GSM ডাটা ইউজার্সরা 3G স্মার্টফোনে পাবে। ইউজার্সরা এটি 30 দিনের জন্য বৈধ পাবে আর এতে 2GB ডাটা ফ্রি পাওয়া যাবে। ভ্যালিডিটি শেষ হলে গ্রাহকদের টেলিকম অপারেটারের সঙ্গে মোবাইল ইন্টারনেটের সুবিধা ওঠানোর জন্য প্যাক কিনতে হবে।
BSNL এর এই নতুন প্রোমোশনাল অফারটি সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্ল্যানের ওপর আধারিত। গত মাসে একটি ভারতীয় ফিচার ফোন তৈরির কোম্পানি Detel মোবাইল আর BSNL একসঙ্গে অফার আনার জন্য চুক্তি করেছিল। আর এবার তারা 499 টাকা দামের BSNL কানেকশানের সঙ্গে Detel D1 মোবাইলের সুবিধা নিতে পারবে। 499 টাকার এই অফারটি 23 ডিসেম্বর থেকে ভারতে পাওয়া যাচ্ছে।
আমরা এর আগেও বলেছি যে, Detel D1 ফিচারফোনটি বিএসএনএল কানেকশানের সঙ্গে 499টাকা দামে পাওয়া যাচ্ছে। এই প্রিপেড প্যাকটি গ্রহাকরা 103 টাকার টক টাইম দেয়। বিএসএনএল নেটওয়ার্কে 15 পয়সা প্রতিমিনিট আর অন্য নেটওয়ার্কে 40 পয়সা প্রতিমিনিটের কল রেট। এই প্যাকটিতে 28 দিনের জন্য ব্যক্তিগত রিং টোন বাছার সুবিধাও দিচ্ছে।
এবার আমরা এয়ারসেলের একটি প্ল্যান দেখব। তবে এই প্ল্যানটি এয়ারসেলের একটি বিশেষ সার্কেলের গ্রাহকদের জন্য পাওয়া যাচ্ছে। এয়ারসেল তাদের তামিলনাড়ুর গ্রাহকদের জন্য 2,018 টাকার নতুন ট্যারিফ প্ল্যান নিয়ে এসেছে।
এই প্ল্যানে ইউজার্সরা 365 দিন মানে একবছরের জন্য আনলিমিটেড লোকাল আর এসটিডি কলিং এর সঙ্গে প্রতিদিন 1GB 3G/2G ডাটা আর প্রতিদিন 100টি এসএমএস পাবে।
এই নতুন প্ল্যান্টি প্রথমবার টেলিকম টকের মাধ্যমে দেখা গেছে, যাতে বলা হয়েছে যে এয়ারসেল 154টাকার আরও একটি প্ল্যানও লঞ্চ করেছে, যাতে 28 দিনের জন্য 2GB ডাটার সঙ্গে প্রতিদিন 100টি এসএমএস আর আনলিমিটেড কলিং এর সুবিধা পাবে।
দুটি প্ল্যানেই আনলিমিটেড কলিং লিমিট প্রতিদিনের জন্য 250 মিনিট আর প্রতি সপ্তাহে 1,000 মিনিট। দুটি প্ল্যানে রোমিং এর সময় আউটগোয়িং আর ইনকামিং কলের সুবিধা পাওয়া যাচ্ছে। তবে রিপোর্ট বলা হয়েছে যে রোমিং এ আউটগোয়িং ভয়েস কল শুধু এয়ারসেল নেটওয়ার্কেই পাওয়া যাবে।
তবে যদি আপনি প্রতিদিন 1GB বা 2GB ডাটা ব্যাবহার করেন তবে আমরা এখান আপনাদের জিওর সেরকম একটি প্ল্যানের বিষয়ে বলছি।আসলে জিও তাদের 799 টাকার প্ল্যানে প্রতিদিন 5GB 4G ডাটা দিচ্ছে। জিওর প্ল্যানের ভ্যালিডিটি শুধু 28 দিনের। এই প্ল্যানে ইউজার্সরা মোট 140GB ডাটা পাওয়া যাচ্ছে।এর সঙ্গে জিওর 799 টাকার প্ল্যানে আনলিমিটেড লোকাল আর STD কলের সুবিধা পাওয়া যাচ্ছে। এতে রোজ 100টি SMS’র সুবিধা পাওয়া যাচ্ছে। আর এর সঙ্গে জিও অ্যাপের অ্যাক্সেসও পাওয়া যাচ্ছে।