এই বছর স্মার্টফোনের বাজারে আমরা অনেক পরিবর্তন দেখেছি। এর আগে ফোনের ব্যাটারি 3000-4000mAh য়ের মধ্যে হত আর এখন 5000mAh য়ের একাধিক ফোন আছে। আর এই সব বড় বা শক্তিশালী ব্যাটারি ফোন ভাল পার্ফর্মেন্সও অফার করে আর এর সঙ্গে এগুলি প্রতিদিনের কাজের জন্যও ভাল। আর সঙ্গে এতে ভিডিও প্লেব্যাক আর গেমিংও করা যায়। আর আজকে এখানে আমরা আপনাদের এই ধরনের কিছু ফোনের বিষয়ে বলব।
Realme 5s
এই ফোনটিতে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 665। আর এই ফোনে আপনারা একটি 6.5 ইঞ্চির মিনি ড্রপ ডিসপ্লে পাবেন আর এই ফোনটি দুটি আলাদা আলাদা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনে আপনারা একটি কোয়াড ক্যামেরা সেটআপ পাবেন আর এই ফোনে সস্তার ফোন হলেও ভাল ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে আপনারা 5000mAh য়ের ব্যাটারি পাবেন।
Vivo U20
এই ফোনে আপনারা ডুয়াল সিম অপশান পাবেন। আর এই ফোনে আছে অ্যান্ড্রয়েড 9 পাই বেসড ফানটাচ OS9, আর এর সঙ্গে এই ফোনে স্ন্যাপড্র্যাগন 675 আছে। আর এই ফোনে আপনারা এর সঙ্গে 6GB পর্যন্ত র্যাম পাবেন।Vivo U20 ফোনে আছে 5000mAh য়ের ব্যাটারি আর যা 18W ফাস্ট চার্জ সাপোর্ট করবে।
Vivo Y19
Vivo Y19 ফোনটিতে আছে 6.53 ইঞ্চির IPS LCD ডিসপ্লে আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনে আপনারা রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর 5000mAh য়ের ব্যাটারি পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। ফোনটিতে আপনারা 5W রিভার্স চার্জ পাবেন। আর এই ফোনে আছে ব্লুটুথ 5.0 র সাপোর্ট।
Samsung Galaxy M30s
এই ফোনে আপনারা পাবেন 6.4 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে আর এই ফোনে আছে এক্সিয়ন্স 9611 প্রসেসার। আর এই ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই বেসড স্যামসাং ওয়ান UI পাবেন। Galaxy M30s ফোনে আছে একটি 6000mAh য়ের বড় ব্যাটারি। আর এটি ডিভাইসের গেম বুস্ট ফিচার যুক্ত যা Ai ব্যাবহার করে আর গেমিং ইউজার্সদের ডিভাইসে গেম বুস্ট করে।
Realme 5
Realme 5 ফোনে আপনারা কর্নিং গোরিলা গ্লাস পাবেন আর এই ফোনে আছে 6.5 ইঞ্চির মিনি ড্রপ ফুল স্ক্রিন ডিসপ্লে। আর এই ফোনে আপনারা ক্রিস্টাল ব্লু আর ক্রিস্টাল পার্পাল কালার ভেরিয়েন্ট পাবেন। আর এই ফোনে আছে একটি 5000mAh য়ের ব্যাটারি। ফোনটিতে আপনারা 12 মেগাপিক্সাল আর 8MP র সঙ্গে দুটি 2মেগাপিক্সালের ক্যামেরা পাবেন। এই কোয়াড রেয়ার ক্যামেরার ফোনের ফ্রন্টে আছে একটি 13MP র ক্যামেরা।
Vivo Z1 Pro
এই ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর ফানটাচ 9 পাবেন। আর এই ফোনে আছে 6.53 ইঞ্চির ফুল HD ডিসপ্লে। আর এই ফোনে আপনারা ক্যামেরার ক্ষেত্রে ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন। আর যা আপনাদের একটি 16MP র ক্যামেরা দেবে। আর সঙ্গে আছে 8MP র ক্যামেরা আর একটি 2MP র ক্যামেরা। আর এই Vivo Z1 Pro ফোনে আপনারা ফ্রন্টে একটি 32MP র ক্যামেরা পাবেন। আর এই ফোনে আছে 5000mAh য়ের ব্যাটারি।
Vivo U10
Vivo U10 ফোনে আছে একটি 6.35 ইঞ্চির HD+IPS ডিসপ্লে আর এই ফোনে এর সঙ্গে আপন্রাআ পাবেন একটি 5000mAh য়ের ব্যাটারি। আর এই ফোনের ব্যাটারি 18W ফাস্ট চার্জ সাপোর্ট করে। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 665AIE আছে। আর এই ফোনে আপনারা আল্ট্রা গেম মোড পাবেন আর এই ফোনে আছে ডার্ক মোডও।
Xiaomi Redmi 8A
এই শাওমি ফোনটিতে আপনারা পাবেন একটি 6.22 ইঞ্চির HD ডিসপ্লে আর ফোনে আছে কর্নিং গোরিলা গ্লাস 5। আর এই ফোনে আপনারা একটি 18W ফাস্ট চার্জ সাপোর্ট যুক্ত 5000mAh য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনে আপনারা পাবেন স্প্ল্যাশ প্রুফের কজন্য P2i য়ের কোটিং।
Samsung Galaxy M30
Samsung Galaxy M30 ফোনে আপনারা একটি 6.4 ইঞ্চির ফুল HD+ Super AMOLED ডিসপ্লের সঙ্গে একটি ইনফিনিটি U নচ পাবেন। আর এই ফোনে আছে অ্যান্ড্রয়েড 8.1। আর এই ফোনে আপনারা এক্সিয়ন্স 7904 পাবেন। ফোনে আছে মাইক্রো এসডি কার্ড সাপোর্ট। আর এই ফোনে আপনারা ট্রিপেল রেয়ায়র ক্যামেরাতে 13+5+5 মেগাপিক্সালের ক্যামেরা পাবেন। আর এই ফোনে আপনারা 15W ফাস্ট চার্জ সাপোর্ট পাবেন।
Oppo A9 2020
আপনারা এই ফোনে একটি 6.5 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর যা একটি ওয়াটার ড্রপ নচ যুক্ত। আর এইফনে আপনারা কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশান পাবেন। আর এই ফোনে আছে অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর ColorOS 6.0.1। আর এই ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 665 আর 5000mAh য়ের ব্যাটারি।
Vivo Y15 2019
এই Vivo Y15 আছে একটি 6.35 ইঞ্চির ডিসপ্লে যা HD+ ডিসপ্লে। আর এই ফোনে আপনারা পাবেন ওয়াটার ড্রপ নচ আর এই ফোনে সেলফি ক্যামেরা আছে। ফোনের ব্যাটারি 5000mAh য়ের। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই নিরব্রহ ফানটাচ OS 9 য়ে কাজ করে।
Vivo Y17
এই ফোনে আপনারা ট্রিপেল ক্যামেরা সেটআপ পাবেন। আর এই ফোনে আছে 13MP র ক্যামেরা পাবেন আর এর সঙ্গে এই ফোনে আছে 8MP র ক্যামেরা আর এই ফোনে আছে একটি 20MP র ফ্রন্ট ক্যামেরা। আর এই ফোনে আপনারা পাবেন একটি 5000mAh য়ের ব্যাটারি আছে। মিডিয়াটেক হেলিও P35 চিপসেট আছে।