20000 টাকার কমে জনপ্রিয় স্মার্টফোন: Samsung, Xiaomi, Realme স্মার্টফোনের সেরা 10 অপশন দেখে নিন

দ্বারা Digit Bangla | আপডেট করা Aug 27 2022
20000 টাকার কমে জনপ্রিয় স্মার্টফোন: Samsung, Xiaomi, Realme স্মার্টফোনের সেরা 10 অপশন দেখে নিন

20 হাজারের মধ্যে ভারতে অনেক ভাল স্মার্টফোন আছে। অনেক টাকা খরচ করে আর ভাল, দামী, অনেক ফিচারযুক্ত ফোন কেনার প্রয়োজন নেই। অল্প দামের এই ফোনগুলোতে পাবেন সেই সমস্ত কাঙ্ক্ষিত ফিচার। স্বল্প খরচে পেয়ে যাবেন ভাল ফোন। ভাল ব্যাটারি ব্যাকআপ, ফাস্ট চার্জিং ফোন এখন সাধ্যের মধ্যেই।

20000 টাকার কমে জনপ্রিয় স্মার্টফোন: Samsung, Xiaomi, Realme স্মার্টফোনের সেরা 10 অপশন দেখে নিন

20 হাজারের মধ্যে মনের মতো অনেক ফোনই পাওয়া যাবে। কিন্তু সেরা দশটা ফোন কোনগুলো জানেন 20 হাজারের মধ্যে? কিংবা তাদের ফিচারগুলো? তাহলে জেনে নিন। 

20000 টাকার কমে জনপ্রিয় স্মার্টফোন: Samsung, Xiaomi, Realme স্মার্টফোনের সেরা 10 অপশন দেখে নিন

OnePlus Nord CE2 lite 5G

এটা OnePlus মডেলের নতুন ফোন। 28 এপ্রিল 2022এ এই ফোনটি ভারতে লঞ্চ করেছে। ভারতে এই ফোনের দাম 19999 দিয়ে শুরু হচ্ছে। বিভিন্ন রঙের ফোন পাওয়া যাবে, ব্ল্যাক ডাস্ক, ব্লু টাইড, ইত্যাদি। 6.59 ইঞ্চের ডিসপ্লে  2412X1080 pixel সমৃদ্ধ resolution। Single camera setup রয়েছে এই ফোনে, 64+2+2 megapixel এর রিয়ার ক্যামেরা আছে। সঙ্গে আছে digital zoom, autofocus, face detection, ইত্যাদি। ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেলের। 

20000 টাকার কমে জনপ্রিয় স্মার্টফোন: Samsung, Xiaomi, Realme স্মার্টফোনের সেরা 10 অপশন দেখে নিন

Samsung Galaxy M33 5G

Samsung Galaxy M33 5Gও একটি নতুন মোবাইল। 8 এপ্রিল 2022 এ লঞ্চ হয়েছে ভারতে। 17999 টাকা দিয়ে শুরু হচ্ছে এই ফোনের দাম। বিভিন্ন রঙে পাওয়া যাবে এই ফোন, ডিপ ওশেন ব্লু, মিস্টিক গ্রিন, ইত্যাদি। 6.6 ইঞ্চ ডিসপ্লে, সঙ্গে resolution হচ্ছে 1080X2408 pixel। এই ফোনেও সিঙ্গেল ক্যামেরা সেটআপ। 50+5+2+2 megapixel রিয়ার ক্যামেরা আছে। সঙ্গে আছে digital zoom, autofocus, ইত্যাদির সুবিধা। ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেলের। 

20000 টাকার কমে জনপ্রিয় স্মার্টফোন: Samsung, Xiaomi, Realme স্মার্টফোনের সেরা 10 অপশন দেখে নিন

iQOO Z6 5G

IQooz6, 5G ভারতে 16 মার্চ 2022 সালে লঞ্চ করেছে। এটার দাম 13999 টাকা দিয়ে শুরু। 6.58 ইঞ্চির ডিসপ্লে, 1080X2408 পিক্সেলের resolution। এটাও ক্রোম্যাটিক ব্লু, ডায়নামো ব্ল্যাক সহ অন্যান্য রঙে পাওয়া যায় বাজারে। আছে 50+2+2 megapixel রিয়ার ক্যামেরা। আছে ডিজিটাল জুম, ফেস ডিটেকশন এর সুবিধা। ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেলের।

20000 টাকার কমে জনপ্রিয় স্মার্টফোন: Samsung, Xiaomi, Realme স্মার্টফোনের সেরা 10 অপশন দেখে নিন

Samsung Galaxy A2

Samsung Galaxy A2 3ও এই বছর ভারতে লঞ্চ করেছে। দাম শুরু হচ্ছে এটার 19499 দিয়ে। 6.6 ইঞ্চির ডিসপ্লে, 1080X2408 পিক্সেলের resolution সমেত। এই ফোনটাও ব্ল্যাক, লাইট ব্লু, পিচ রঙের পাওয়া যায়। এখানে 50+5+2+2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আছে আর ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেলের। 

20000 টাকার কমে জনপ্রিয় স্মার্টফোন: Samsung, Xiaomi, Realme স্মার্টফোনের সেরা 10 অপশন দেখে নিন

Redmi Note 11 Pro+ 5G

Redmi Note 11 Pro+ 5G, 2022 এর মার্চ মাসের 9 তারিখ ভারতে লঞ্চ করেছে। দাম 19999 দিয়ে শুরু। 6.67 ইঞ্চির ডিসপ্লে, 2400x1080পিক্সেলের resolution আছে। বাজারে এই ফোনটি অনেকগুলো রঙে পাওয়া যায়, যেমন স্টিলথ ব্ল্যাক, ফ্যান্টম হোয়াইট, ইত্যাদি। রিয়ার ক্যামেরা এই ফোনে 108+8+2 megapixel। আর ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেলের।

20000 টাকার কমে জনপ্রিয় স্মার্টফোন: Samsung, Xiaomi, Realme স্মার্টফোনের সেরা 10 অপশন দেখে নিন

Poco X4 pro

Poco X4 pro স্মার্টফোন 21 সালের মার্চে লঞ্চ হয়েছে। এটার দাম 19999 টাকা দিয়ে শুরু। ডিসপ্লে আছে 6.67 ইঞ্চির। 1080X2400 পিক্সেলের resolution আছে এই ফোনে। 64+13+2+2 megapixel রিয়ার ক্যামেরার সুবিধা আছে। সঙ্গে digital zoom, autofocus, এগুলোর সুবিধাও পাওয়া যাবে এই ফোনে। ফ্রন্ট ক্যামেরাতেও একই সুবিধা মিলবে, 20 মেগাপিক্সেলের ক্যামেরা সহ।

20000 টাকার কমে জনপ্রিয় স্মার্টফোন: Samsung, Xiaomi, Realme স্মার্টফোনের সেরা 10 অপশন দেখে নিন

Realme 9 pro 5G

Realme 9 pro 5G এই বছর ফেব্রুয়ারি মাসে বাজারে এসেছে। দাম 18999 টাকা। 6.6 ইঞ্চ ডিসপ্লে সঙ্গে resolution হচ্ছে 2412X1080 pixel। ব্ল্যাক, ব্লু, গ্রিন রঙে পাওয়া যায় ফোনটি। 64+8+2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আছে আর 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

20000 টাকার কমে জনপ্রিয় স্মার্টফোন: Samsung, Xiaomi, Realme স্মার্টফোনের সেরা 10 অপশন দেখে নিন

Realme Narzo 50

Realme Narzo 50 চলতি বছরের 24 ফেব্রুয়ারিতে লঞ্চ করেছে। দাম শুরু হচ্ছে 12999 টাকা দিয়ে। ব্ল্যাক, ব্লু সহ অন্য রঙেও পাওয়া যাবে এই ফোন। 6.6 ইঞ্চ ডিসপ্লে এবং 2412X1080 পিক্সেল resolution আছে। রিয়ার ক্যামেরা 50+2+2 মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেলের। 

20000 টাকার কমে জনপ্রিয় স্মার্টফোন: Samsung, Xiaomi, Realme স্মার্টফোনের সেরা 10 অপশন দেখে নিন

Vivo Y73

Vivo Y73 গত বছর জুনে লঞ্চ হয়েছিল। দাম 19989 দিয়ে শুরু। 6.44 ইঞ্চ ডিসপ্লে, 2400X1080 pixel সমৃদ্ধ resolution রয়েছে এই ফোনে। Vivo Y73 এর রিয়ার ক্যামেরা 64+2+2 মেগাপিক্সেলের এবং ফ্রন্ট 16 মেগাপিক্সেলের। 

20000 টাকার কমে জনপ্রিয় স্মার্টফোন: Samsung, Xiaomi, Realme স্মার্টফোনের সেরা 10 অপশন দেখে নিন

Oppo F19

Oppo F19 ফোনের দামও 20 হাজারের মধ্যে। এটি গত বছর লঞ্চ হয়েছে। 6.43 ইঞ্চ ডিসপ্লে আছে 2400X1080 পিক্সেল resolution এর। রিয়ার ক্যামেরা 64+2+2 megapixel এবং ফ্রন্ট 16 মেগাপিক্সেলের।