2019 সাল স্মার্টফোনের বাজারে এমন একটি বছর যেখানে বেশ কিছু নতুন জিনিস বা নতুন প্রযুক্তি দেখা যাচ্ছে। আর আপনারা যদি নতুন একটি স্মার্টফোন কিনতে চান তবে আপনাদের কাছে একাধিক অপশান আছে। আর আমরা এই তালিকায় আজকে এই সময়ের লেটেস্ট আর আপকামিং স্মার্টফোন গুলিকে রেখেছি। এগুলি ভাল স্পেক্স আর ফিচার্স যুক্ত। এই ফোন গুলি হয় লঞ্চ হয়ে গেছে বা লঞ্চ হতে চলেছে।
Honor View 20 ফোনটিতে 6.39 ইঞ্চির ফুল HD+ ফুল ভিউ ডিসপ্লে আছে যার রেজিলিউশান 1080x2310 পিক্সাল। আর এই ডিভাইসটি একটি প্রায় বেজেল লেস ডিসপ্লে আর এর স্ক্রিন টু বডি রেশিও 91.8%। আর এই ফোনে সেলফি ক্যামেরার জন্য ফ্রন্টে পাঞ্চ হোল দেওয়া হয়েছে। এই ফোনটি সবে ভারতে লঞ্চ হয়েছে আর এটি অ্যামাজন থেকে 37,999 টাকার প্রাথমিক দামে কেনা যাবে।
OnePlus6T ফোনটিতে 6.4 ইঞ্চির ডিসপ্লে আছে আর এর রেজিলিউশান 1080x2340 পিক্সাল। আর এই ডিসপ্লের টপে ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে আর যাতে ফ্রন্ট ক্যামেরা আছে। OnePlus6T ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 প্রসেসার আছে আর এই ফোনে 6GB র্যামের সঙ্গে 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ফোনটির স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। OnePlus6T ফোনটি ভারতে 37,999 টাকায় কেনা যাবে।
Redmi Note 7 Pro ফোনটি গ্লাস ব্যাক, ওয়াটার ড্রপ নচ আর ফ্রন্ট আর রেয়ার প্যানেলে 2.5D গ্লাস যুক্ত। আর এই ফোনটি 6.3 ইঞ্চির LCD ডিসপ্লে যুক্ত যার রেজিলিউশান 2340x1080 পিক্সাল। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9 । আর এই ফোনের ক্যামেরার কথা যদি বলি তবে ফোনটি প্রথম বাজেট ফোন যা 48MP র ক্যামেরার সঙ্গে এসেছে। এই ডিভাইসের ব্যাকে একটি 48MP র ক্যামেরা আছে যা স্যামসাং GM1 ইমেজ সেন্সার যুক্ত। আর এই ফোনে এর সঙ্গে একটি 5MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনটির ফ্রন্টে 7MP+13Mp র ক্যামেরা আছে। আর এই ফোনে AI মোড দেওয়া হয়েছে।
LG তাদের গত বছরের ফ্ল্যাগশিপ ডিভাইস LG V40 Thin Q ভারতে কোন রকমের খবর ছাড়াই নিয়ে এসেছে। এই ফোনটি গত বছর অক্টোবর মাসে লঞ্চ করা হয়েছিল তবে এটি তখন ভারতে লঞ্চ করা হয়নি। আর এবার অ্যামাজন ইন্ডিয়াতে এই ফোনটির সেল ডিটেল সামনে এসেছে।
অ্যামাজন ইন্ডিয়ার মাধ্যমে যদি আপনারা এই ফোনেটি মানে LG V40 ThinQ কিনতে চান তবে আপনারা 20 জানুয়ারি এই ফোনটি কিনতে পারবেন। আর আপনারা অ্যামাজন প্রাইমের মেম্বার হলে একদিন আগেই এই ফোনটি কিনতে পারবেন।
Xiaomi Mi Mix 3 6.3 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লের সঙ্গে এসেছে আর এর রেজিলিউশান 1080x2340 পিক্সাল। আর এই ফোনে 93.4 % স্ক্রিন টু বডি রেশিও আছে। আর এই ফোনটি অক্টা কোর স্ন্যাপড্র্যাগন 845 যুক্ত। আর এই ফোনে আপনারা তিনটি র্যাম অপশান পাবেন। এগুলি হল-6GB,8GB, 10GB । আর এই ফোনে স্টোরেজ আপনারা যথাক্রমে 128GB আর 256Gb র পাবেন আর স্পেশাল 10GB র্যাম ভেরিয়েন্টের স্টোরেজ 256GB।
Moto G7 ফোনটি সামনের মাসের MWC তে আসতে পারে। আর এর পরে এটি ভারতে লঞ্চ করা তে আপ্রে। আমরা যদি এই Moto G7 ফোনটির স্পিড আর মাল্টিটাস্কিংয়ের জন্য কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার আছে। আর এই ফোনে 3GB/32GB, 4GB/64GB অপশান আছে। আর এর সঙ্গে Moto G7 Plus ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 710 প্রসেসার, 4GB/6GB র্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট থাকতে পারে। আর এই ফোনের সঙ্গে আরও তিনটি ফোন লঞ্চ করা হতে পারে।
এই ডিভাইসটির স্পেক্স আর ফিচার্স যদি আমরা দেখি তবে দেখা যাবে যে এই ফোনে 5.7 ইঞ্চির একটি FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে যার রেজিলিউশান 1080x2160 পিক্সাল। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 18:9। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 চিপসেট আছে। আর ফোনটি 6GB র্যাম আর 64GB স্টোরেজ যুক্ত। আর এই ফোনটি প্রথমে MWC 2018 য়ে লঞ্চ করা হয়েছিল।
Samsung Galaxy M20 ফোনটির বিষয়ে ইন্টারনেটে এবার একটি খবর এসেছে। এই স্মার্টফোনটি 28 জানুয়ারি ভারতে লঞ্চ করা হতে পারে। এই ফোনে 6.3 ইঞ্চির একটি LCD ডিসপ্লে থাকতে পারে। আর এই ফোনের রেজিলিউশান 2340x1080 পিক্সাল। আর এই ফোনটি ইনফিনিটী V ডিসপ্লে যুক্ত। আর এই ফোনের অ্যাসপেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনটি রেয়ার ক্যামেরাতে 13MP প্রাইমারি সেন্সার আর 5MP র ডেপথ সেন্সার দেওয়া হয়েছে। galaxy M20 ফোনটিতে এক্সিয়ন্স 7885 SoC থাকতে পারে। আর এই ডিভাইসে 3GB র্যাম আর 32GB/64GB স্টোরেজ থাকতে পারে।
Huawei Y9 ফোনটিতে 6.5 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর রেজিলিউশান 2340x1080p। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনটি ফুল ভিউ ডিসপ্লে যুক্ত আর এটি 3D কার্ভড ডিজাইন যুক্ত। আর এই ফোনে HiSlikon কিরিন 710 SoCআছে। আর এই ফোনটি AI পাওয়ার্ড 7.0 যুক্ত। আর এই ফোনে 4GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ফোনটি GPU টার্বো প্রযুক্তি যুক্ত। এই ফোনটি ভারতে লঞ্চ হয়ে গেছে।