সম্প্রতি কোয়াল্কম তাদের স্ন্যাপড্র্যাগন 855 প্লাসের কথা জানিয়েছে আর এবার এবার বেশ কিছু স্মার্টফোন কোম্পানি তাদের হাই এন্ড প্রসেসারের সঙ্গে ফোন নিয়ে এসেছে। আর বেশ কিছু কোম্পানি নতুন প্রসেসারের সঙ্গে ফোন নিয়ে এসেছে। আর এখানে এখন আমরা আপনাদের সেই সব ফোনের বিষয়ে জানাব যা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 প্লাসের সঙ্গে এসেছে। আসুন তবে আর দেরি না করে সেই সব ফোন গুলি একবার দেখে নেওয়া যাক।
OnePlus 7T Pro
OnePlus 7T Pro ফোনটিতে আছে একটি 6.67 ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে। আর এই ফোনে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনটি সবে মাত্র লঞ্চ হয়েছে। আর এই ফোনে আপনারা পাবেন কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 প্লাস। আর এই ফোনে আছে অ্যাড্রিনো 640 GPU আর ফোনে আপনারা পাবেন 8GB র্যাম আর 256GB র স্টোরেজ।
Asus ROG Phone 2
Asus ROG Phone 2 তাড়াতাড়ি ভারতে আসবে। আর এই ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 প্লাস। আর এই ফোনে আপনারা পাবেন একটি AMOLED ডিসপ্লে। আর এই ফোনে আছে 6000mAh য়ের ব্যাটারি। আর এই ফোনে আপনারা পাবেন 30W ফাস্ট চার্জিং আর ডুয়াল রেয়ার ক্যামেরা।
Black Shark 2 Pro
Black Shark 2 Pro ফোনে আপনারা পাবেন কোয়াল্কম স্ন্যাপড্র্যাগম্ন 855 প্লাস। আর এই ফোনে আছে UFS 3.0র স্টোরেজ।
Vivo iQOO Pro
এই ফোনটির 5G এডিশানে আপনারা ডুয়াল ন্যানো সিম পাবেন। আর এই ফোনের 5G র সঙ্গে 4G ফোনও আছে।
এই ফোনটিতে 4,500mAh য়ের ব্যাটারি আছে। আর এটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 প্লাসের ফোন। আর এই ফোনে আছে একটি 6.41 ইঞ্চির ডিসপ্লে। আর এই ফোনে আপনারা পাবেন অ্যান্ড্রয়েড 9 পাই।
Mi Mix 4
এই শাওমি ফোন ভারতে নেই তবে ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 প্লাস পাবেন। আর এই ফোনে 12GB র্যামের সঙ্গে 1TB UFS 3.0 স্টোরেজ থাকবে। আর এই ফোনে 4500ma য়ের ব্যাটারিটি 30W ফাস্ট চার্জ সাপোর্ট করবে। এতে থাকবে একটি 108MP র ক্যামেরা।
Nubia Red Magic 3s
ZTE সম্প্রতি তাদের Nubia Red Magic 3 ফোনটি লঞ্চ করেছিল যা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 প্লাসের সঙ্গে এসেছিল আর এবার আসবে Nubia Red Magic 3s যা এই একই SoC র সঙ্গে আসবে।
Lenovo Z5 Pro GT
ডুয়াল সিমের এই Lenovo Z5 Pro GT ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর। আর এই ফোনে আপনারা একটি 6.39 ইঞ্চির ফুল HD+ সুপার AMOLED ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আছে কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশান।
ছবি তোলার জন্য এই ফোনে আপআন্রা ব্যাকে দুটি রেয়ার ক্যামেরা পাবেন। আর এই ফোনে আছে 19+24 মেগাপিক্সালের ক্যামেরা। আর ফোনে আছে এ রস্নগে 16MP র মেন ক্যামেরা র সঙ্গে একটি 8MP র ক্যামেরা মানে এই ফোনে রেয়ার আর ফ্রন্টে দুটি করে ক্যামেরা আছে।
Oppo Reno 10X zoom edition
এই Oppo Reno 10X zoom edition ফোনে আপনারা পাবেন 6.6 ইঞ্চির ডিসপ্লে আর এই ফোনে আছে HDR 10+ য়ের সাপোর্ট। আর এই ফোনে আপনারা পাবেন কর্নিং গোরিলা গ্লাস 6 য়ের প্রোটেকশান। ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 প্লাস। আর এইউ ফোনে 6GB/128GB আর 8GB/256GB ভেরিয়েন্ট।
Nubia Red Magic 3
Nubia Red Magic 3 ফোনে আছে 6.65 ইঞ্চির FHD+ HDR AMOLED ডিসপ্লে। আর এই ফোনে আপনারা পাবেন একটি 5,000mAh য়ের ব্যাটারি। আর এই ফোনে লিকুইড কুলিং ফিচার আছে। ফোনে পাবেন কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 প্লাস।
এই ফোনে আপনারা 30W কুইক চার্জ পাবেন। ফোনে আছে এক্রতি 48MP র মেন ক্যামেরা আর ফোনে আপনারা ফ্রন্টে পাবেন একটি 16MP র ক্যামেরা।
Samsung Galaxy S10+
আপনারা এই স্যামসাং ফোনে পাবেন একটি 6.4 ইঞ্চির ডিসপ্লে। এই ফোনে আপনারা ব্যাকে ট্রিপেল রেয়ার ক্যামেরাতে 12+12+16 ক্যামেরা পাবেন। আর এই ফোনে আছে 4,100mAH য়ের ব্যাটারি। আর এই ফোনে আপনারা পাবেন 9W রিভার্স ওয়ারলেস চার্জিনং।