লঞ্চ হওয়া আর হতে চলা 5G স্মার্টফোন

দ্বারা Aparajita Maitra | আপডেট করা Feb 26 2020
লঞ্চ হওয়া আর হতে চলা 5G স্মার্টফোন

এই সময়ে মানুষের স্মার্টফোন ও তার প্রযুক্তির কাছে যে সব চাহিদা আছে এর মধ্যে অন্যতম হল অনলাইন গেমিং, ভিডিও, মিউজিক ও এই সব আর এর সঙ্গে দরকার আ ও ডাটা কমিউনিকেশান। আর এর জন্য মোবাইল আর মোবাইল ডাটা প্রোভাইডার সবাই নিজেদের এগিয়ে নিয়ে যেতে চাইছে। আর এই সময়ে এসবের জন্য ভারতে একাধিক ব্র্যান্ড 5G আনতে চায় আর নাহলে নিয়ে এসেছে। আর আজকে এখানে আমরা ভারতের এই সব এসে যাওয়া আর আসতে চলা 5G ফোনের বিষয়ে বলব। 

লঞ্চ হওয়া আর হতে চলা 5G স্মার্টফোন

Vivo iQoo 3 5G

ভারতে এই ফোনটি 25 ফেব্রুয়ারি লঞ্চ হয়েছে। আর এই ফোনে আছে 6.44 ইঞ্চির ডিসপ্লে। ফোনটি কোয়াড রেয়ার ক্যামেরার ফোন। আর এই ফোনের মেন ক্যামেরা 48 Mpর। এই ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 865। আর এই ফোনটি 4440mAh য়ের ব্যাটারির সঙ্গে এসেছে যা 55W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

লঞ্চ হওয়া আর হতে চলা 5G স্মার্টফোন

Realme X50 pro 5G

এটি iQoo র একদিক আগে ভারতে লঞ্চ হয়ে ভারতের প্রথম 5G ফোন হয়েছে। এই Relame X50 Pro 5G ফোনটিতে আপন্রা পাবেন পাঞ্চ হোল ডিসপ্লে। আর এই ফোনে আছে কোয়াড ক্যামেরা সেটআপ যা মেন 64Mp র ক্যামেরা অফার করে। আর এই ফোনে আপনারা পাবেন সর্বাধিক 12GB র র‍্যাম। ফোনে আছে স্ন্যাপড্র্যাগন 865 SoC।

লঞ্চ হওয়া আর হতে চলা 5G স্মার্টফোন

Redmi K30 5G

Redmi K30 5G ফোনটি মার্চ মাসে লঞ্চ হবে আর এই ফোনে 4500mAh ইয়ের ব্যাটারি আর 6.67 ইঞ্চির স্ক্রিন থাকবে। ফোনটি অ্যান্ড্রয়েড 10 আর স্ন্যাপড্র্যাগন 765 য়ের সঙ্গে আসবে।

লঞ্চ হওয়া আর হতে চলা 5G স্মার্টফোন

Xiaomi Mi Mix Alpha

শাওমির এই ফোনে আপনারা পাবেন একটি 7.92 ইঞ্চির স্ক্রিন। আর এই ফোনে থাকবে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855+ প্রসেয়ার। আর এই ফোনতি সম্ভবত অ্যান্ড্রয়েড 9 য়ের সঙ্গে আসবে।

লঞ্চ হওয়া আর হতে চলা 5G স্মার্টফোন

Samsung Galaxy S20 Ultra

Samsung Galaxy S20 Ultra ফোনটি 2020 র মার্চ মাসে লঞ্চ হবে বলা হচ্ছে। আর এই ফোনে অ্যান্ডয়েড 10 থাকবে। ফোনটিতে আপবারা 128GB র ইন্টারনাল স্টোরেজ পেতে পারেন। এই ফোনে আপনারা 12GB র র‍্যাম পাবেন বলেও জানা গেছে। ফোনে থাকবে 5000mAh য়ের ব্যাটারি আর এই ফোনে 6.7 ইঞ্চির স্ক্রিন থাকবে বলে জানা গেছে।

লঞ্চ হওয়া আর হতে চলা 5G স্মার্টফোন

Huawei Mate 30 Pro 5G

এই ফোনটি 31 জানুয়ারি লঞ্চ হয়েছে। ফোনে আছে একটি 4500mAh য়ের ব্যাতারি আর 6.53 ইঞ্চির স্ক্রিন। আর এই ফোনে পাবেন অক্টা কোর হিলিকন কিরিন 990 প্রসেসার।

লঞ্চ হওয়া আর হতে চলা 5G স্মার্টফোন

Huawei Mate X

এই ফোনটি এই মাসেই লঞ্চ হবে আর এই ফোনে আপনারা 4500mAh য়ের ব্যাটারি পাবেন আর ফোনে অ্যান্ড্রয়েড 9 অপারেটিং সিস্টেম থাকবে। আর এই ফোনে পাবেন .6 GHz Octa HiSilicon Kirin 98 প্রসেসার।

লঞ্চ হওয়া আর হতে চলা 5G স্মার্টফোন

Vivo NEX 3 5G 

এই ফোনটি 2020 সালের 31 জানুয়ারি লঞ্চ হয়েছে আর এই ফোনে আছে 4500mAh য়ের ব্যাটারি যা 6.89 ইঞ্চির স্ক্রিন সাপোর্ট করে। আর এই ফোনে আপবনারা অ্যান্ড্রয়েড 9 অপারেটিং সিস্টেম পাবেন আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855+ (7 nm) প্রসেসার আছে।

লঞ্চ হওয়া আর হতে চলা 5G স্মার্টফোন

Samsung Galaxy S10 5G

Samsung Galaxy S10 5G ফোনটি 28 জানুয়ারি লঞ্চ হয়েছে আর এই ফোনে আছে একটি 4500mAh য়ের ব্যাটারি। ফোনে এর সঙ্গে আছে 6.7 ইঞ্চির স্ক্রিন। আর এই ফোনে আপনারা পাবেন অ্যান্ড্রয়েড 9। আর ফোনে আছে অক্টা কোর  Exynos 9820 Octa (8 nm) প্রসেসার।

লঞ্চ হওয়া আর হতে চলা 5G স্মার্টফোন

Oppo Reno 5G

Oppo Reno 5G 31 জানুয়ারি লঞ্চ হয়েছে আর এই ফোনে আছে NA ব্যাটারি আর এটি 6.6 ইঞ্চির স্ক্রিন যুক্ত। আর এই ফোনে আছে অ্যান্ড্রয়েড 9 আর ফোনে আপনারা পাবেন কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 প্রসেসার।