কিছুদিনের মধ্যেই ভারতের বাজারে আসতে চলেছে সবচাইতে সাশ্রয়ী স্মার্টফোন , রিলায়েন্স JioPhone Next। গুগলের সাথে পার্টনারশিপে জিও কোম্পানি এই স্মার্টফোনটি বাজারে আনতে চলেছে।
আমাদের দেশে প্রায় 300 মিলিয়ন মানুষ রয়েছেন, যারা অর্থাভাবের কারণে এখনও অবধি 2G থেকে 4G ফোনে শিফট করতে পারেননি। বিশেষত সেইসব মানুষদের জন্যই নিয়ে আসা হচ্ছে সস্তায় এই জিও ফোন।
XDA Developers সংস্থার এডিটর Mishaal Rahman টুইটারে নতুন এই জিও ফোনটির স্পেসিফিকেশনগুলিকে তুলে ধরেছেন। JioPhone Next বিশ্বের সবথেকে সস্তা স্মার্টফোন হতে পারে, যার দাম প্রায় 3500 টাকা হতে পারে। জিওফোন নেক্সট এর বিক্রি 10 সেপ্টেম্বর থেকে ভারতে শুরু হবে। জেনে নেওয়া যাক নতুন এই জিওফোনে কী কী থাকছেঃ
নতুন এই জিও স্মার্টফোনে থাকছে Android Go অপারেটিং সিস্টেম। এতে থাকছে Android 11 ভার্সন। Android Go অপারেটিং সিস্টেমে সাধারণত সমস্ত বেসিক অ্যান্ড্রয়েড ফিচার উপভোগ করা যায়। এই ভার্সনে গুগলের সমস্ত সার্ভিস, সফটঅয়্যার আপডেট, প্লে-স্টোর থেকে অ্যাপ ডাউনলোডের সমস্ত সুবিধা উপভোগ করা যাবে। এছাড়াও গুগলের সমস্ত প্পুলার অ্যাপের Go ভার্সন অ্যাক্সেস পাওয়া যাবে এই স্মার্টফোনে। এতে থাকবে লো- এন্ড চিপসেট , লিমিটেড র্যাম ও স্টোরেজ ফ্যাসিলিটি , যা দেবে এক্কেবারে রেগুলার অ্যান্ড্রয়েড লুক।
নতুন এই জিও স্মার্টফোনে সুযোগ রয়েছে প্লে-স্টোর থেকে অ্যাপ ডাউনলোডের । তবে কেবলমাত্র সেই সমস্ত অ্যাপই ডাউনলোড করা যাবে, যেগুলি ফোনের হার্ডওয়্যার ফিচারের সঙ্গে কম্প্যাটিবল হবে। এছাড়াও গুগল অ্যাসিস্টেন্ট ফিচার ব্যবহার করে জানা যাবে ক্রিকেট ম্যাচের লাইভ স্কোর, মিউজিকসহ আরও অনেক কিছু।
নতুন এই জিও ফোনটিতে থাকবে Qualcomm-এর লো- চিপসেট । XDA Developers –এর এডিটর রহমানের টুইট অনুযায়ী এই জিও ফোনে থাকতে পারে Qualcomm QM215 প্রসেসর। যাতে থাকবে 64 বিট সিপিইউ এবং ISP সাপোর্ট।
নতুন এই জিও ফোনের Android Go ডিভাইসে থাকতে পারে 2GB RAM। এতে থাকতে পারে 32GB বা 64GB স্টোরেজ ফ্যাসিলিটি। এতে থাকতে পারে মাইক্রো SD কার্ডের অপশনও।
জিও ফোনে রয়েছে 13MP ব্যাক ক্যামেরা। এছাড়াও রয়েছে 8MP সেলফি ক্যামেরা। এছাড়াও রয়েছে HDR মোড লো- লাইট অ্যাঙ্গেলে ফটো তোলার জন্য।
নতুন এই জিও ফোনটির ডিসপ্লে হতে পারে 5.5 ইঞ্চি থেকে 6.6 ইঞ্চির মধ্যে। এতে থাকতে পারে হাই ডেফিনেশন রেজোলিউশন।
জিও ফোনে রয়েছে 13MP ব্যাক ক্যামেরা। এছাড়াও রয়েছে 8MP সেলফি ক্যামেরা। এছাড়াও রয়েছে HDR মোড লো- লাইট অ্যাঙ্গেলে ফটো তোলার জন্য।
নতুন এই জিও ফোনটির ডিসপ্লে হতে পারে 5.5 ইঞ্চি থেকে 6.6 ইঞ্চির মধ্যে। এতে থাকতে পারে হাই ডেফিনেশন রেজোলিউশন।
জিও ফোনে থাকতে পারে 3000mAh থেকে 4000mAh–এর ব্যাটারি লাইফ। যা মোটামুটি চলতে পারে টানা এক দিন। এছাড়াও জিও ফোনে থাকতে পারে ডুয়াল সিমের ব্যাবস্থা।
নতুন এই জিও ফোনে থাকতে পারে 2012 সালের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ডিজাইন। ডিভাইসের পিছনের দিকে থাকতে পারে একটি সিঙ্গেল ক্যামেরা। সামনের অংশে থাকতে পারে এলইডি ফ্ল্যাশলাইট সমেত সেলফি ক্যামেরা। এছাড়াও থাকতে পারে ডুয়াল সিম সাপোর্ট, ওয়াইফাই ও অন্যান্য ফ্যাসিলিটি।
অনুমান করা হচ্ছে নতুন এই জিও ফোনের দাম হতে পারে 3,000 থেকে 3,500 হাজারের মধ্যে।