Reliance Jio, Airtel এবং Vodafone Idea - তাদের গ্রাহকদের জন্য নিত্য নতুন প্ল্যান আনতেই থাকে। কম দামে দারুন সব অফার দেয় ভারতের এই তিনটি টেলিকম সংস্থাই। একেই পরের মাসে পুজো, বেশি খরচ হবেই, শপিং থেকে গিফট কিংবা খাওয়া দাওয়া খরচ লেগেই থাকবে।
তাই এই সময় যদি খরচ বাঁচানো যায় মন্দ হয় না। কী বলেন? তাই দেখে নিন এই তিনটি টেলিকম সংস্থার 200 টাকার কমে প্রিপেইড প্ল্যানগুলো কী কী যা আপনার পকেটের উপর তেমন চাপ ফেলবে না।
149 টাকার প্ল্যান: গ্রাহকরা এই প্ল্যান রিচার্জ করলে পাবেন 1GB ডেটা সহ রোজ 100 টি করে মেসেজ পাঠানোর সুযোগ এবং আনলিমিটেড ভয়েস কল। এই প্ল্যানের বৈধতা হল 20 দিনের।
Jio 119 টাকার প্ল্যান: এই প্ল্যানটি 119 টাকার। এটি 14 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিং, 300 SMS, 1.5GB দৈনিক ডেটা অফার করে। এটি জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি এবং জিও ক্লাউডে বিনামূল্যে সাবস্ক্রিপশন অফার করে।
179 টাকার প্ল্যান: এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা পাবেন 1GB ডেটা 24 দিনের জন্য, সঙ্গে আনলিমিটেড ভয়েস কল এবং রোজ 100টা করে মেসেজ।
209 টাকার প্ল্যান: গ্রাহকরা এই প্ল্যান রিচার্জ করলে পাবেন 1GB ডেটা সহ রোজ 100 টি করে মেসেজ পাঠানোর সুযোগ এবং আনলিমিটেড ভয়েস কল। এই প্ল্যানের বৈধতা হল 28 দিনের।
155 টাকার প্ল্যান: এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা পাবেন 1 GB ডেটা 24 দিনের জন্য, সঙ্গে আনলিমিটেড ভয়েস কল এবং মোট 300টা মেসেজ পাঠানোর সুযোগ, সঙ্গে পাবেন হেলোটিউন্স ব্যবহার করার সুবিধা। এবং সঙ্গে Wink Music এর ফ্রি সাবস্ক্রিপশন।
179 টাকার প্ল্যান: গ্রাহকরা এই প্ল্যান রিচার্জ করলে পাবেন 2GB ডেটা সহ মোট 300 টি মেসেজ পাঠানোর সুযোগ এবং আনলিমিটেড ভয়েস কল। এই প্ল্যানের বৈধতা হল 24দিনের। সঙ্গে পাবেন Wink Music এর ফ্রি সাবস্ক্রিপশন এবং হেলোটিউন্সের সুবিধা।
209 টাকার প্ল্যান: এই প্ল্যানে গ্রাহকরা পাবেন আনলিমিটেড কলিং সহ রোজ 1 GB করে ডেটা এবং 100 টা করে মেসেজ রোজ। এছাড়াও পাবেন ফ্রি হেলোটিউন্স এর সুবিধা এবং Wink Music এর ফ্রি সাবস্ক্রিপশন। এই প্ল্যানের বৈধতা 21 দিন।
239 টাকার প্ল্যান: এই প্ল্যানে গ্রাহক পাবেন রোজ 1.5 GB ডেটা সহ আনলিমিটেড কলিং, 100 টা করে মেসেজ রোজ এবং সঙ্গে Wink Music এর ফ্রি সাবস্ক্রিপশন এবং হেলোটিউন্সের সুবিধা। 28 দিনের জন্য এই প্ল্যান বৈধ।
179 টাকার প্ল্যান: গ্রাহকরা এই প্ল্যানে পাবেন আনলিমিটেড কলিং সহ মোট 300টি মেসেজ এবং 2 GB ডেটা। এছাড়া গ্রাহকরা পাবেন Vi movies and Tv এর ফ্রি সাবস্ক্রিপশন। এই প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ।
195 টাকার প্ল্যান: এই প্ল্যানের বৈধতা এক মাস যেখানে গ্রাহকরা পাবেন আনলিমিটেড কলিং সহ 300টি মেসেজ এবং 2GB ডেটা। এই প্ল্যানে গ্রাহকরা Vi movies and Tv এর ফ্রি সাবস্ক্রিপশন।
195 টাকার প্ল্যান: 199 টাকার Vi প্রিপেইড প্ল্যান হল 200 টাকার কমে আরেকটি অফার। এতে প্রতিদিন 1GB ডেটা, 100 SMS/দিন এবং 18 দিনের জন্য বিনামূল্যে কলিং সুবিধা অফার করে৷
BSNL গ্রাহকদের 187 টাকার প্ল্যান দিচ্ছে। এই প্ল্যানের বিশেষত্ব হল এতে গ্রাহকরা প্রতিদিন 2GB ডেটা পাবেন। এই প্ল্যানটি 28 দিনের ভ্যালিডিটির সাথে আসে। এর সাথে, ইউজাররা কোম্পানি থেকে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS সুবিধাও পাবেন। বিএসএনএল টিউনসের একটি বান্ডিলও রয়েছে এবং এই সমস্ত বিনামূল্যে সার্ভিসগুলি গ্রাহকদের জন্য 28 দিনের জন্য উপলব্ধ।
BSNL 200 টাকা কম দামে 28 দিনের ভ্যালিডিটির সাথে আরেকটি প্ল্যান অফার করে, যার দাম 185 টাকা। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড লোকাল, STD এবং রোমিং ভয়েস কল সুবিধা পাওয়া যায়। এছাড়াও এই প্ল্যানে প্রতিদিন 1 জিবি হাই-স্পিড ডেটা এবং রোজ 100টি SMS পাওয়া যাচ্ছে। এছাড়াও BSNL এই রিচার্জ প্ল্যানে বিনামূল্যে পার্সনলাইজ রিং ব্যাক টোন (PRBT) অফার করে।
আমাদের পরবর্তী খবর পরতে এখানে ক্লিক করুন
APPLE IPHONE 14 SERIES লঞ্চ হচ্ছে 7 সেপ্টেম্বর, জেনে নিন কী কী ফিচার থাকছে, দামই বা কত