টেলিকম সার্ভিস প্রোভাইডার রিলায়েন্স জিও এবার পাঞ্জাবে সরকারি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউট (ITI), পলিটেকনিক আর ইঞ্জিনিয়ারিং কলেজে ফ্রি ওয়াই ফাই সার্ভি দেবে। পাঞ্জাবের টেকনলজির শিক্ষা মন্ত্রী চরঞ্জিত সিং এই খবরটি দিয়েছেন।
আপনাদের বলেদি যে জিও তাদের জিও ফাইবার প্রিভিও অফার 6টি শহরে লঞ্চ করতে চলেছে। কোম্পানি সম্প্রতি জানিয়েছে যে, তারা এবার একটি ফাইবার FTTH 1Gbps এর টেস্টিং করছে আর খুব তাড়াতাড়ি এই পরিষেবা শুরু করতে চলেছে।
এই ফাইবার FTTH এর বিষয়ে একটি খবর জানা গেছে, এর মাধ্যমে এই পরিষেবার ট্যারিফ প্ল্যান সামনে এসেছে, আর পাওয়া খবর অনুসারে এই ট্যারিফ প্ল্যান Rs. 500 থেকে শুরু হবে।
PhoneRadar এর একটি রিপর্ট অনুসারে রিলায়েন্স জিও তাদের এই FTTH পরিষেবা মুম্বাই আর দিল্লিতে শুরুর করবে। এতে ইউজার্সরা 100Mbps এর স্পিড পাবে। এই পরিষেবা ‘Jio ফাইবার ব্রডব্যান্ড’ নামে পরিচিত হবে।
এই রিপোর্টে এও বলা হয়েছে যে এই পরিষেবাটি পাব্লিক টেস্টিং এর জন্য শুরু হয়ে গেছে আর এই ‘ওয়েল্কাম অফার’কে 90 দিনের জন্য ব্যবহার করা যাবে। এর পরে এই প্ল্যানটি Rs. 500 থেকে শুরু হবে।