রিলায়েন্স জিও টেলিকম বাজারে অফিসিয়াল ভাবে যবে থেকে এসেছে সেই সময় থেকে চারদিকে হৈচৈ পড়ে গেছে। জিও আসার পরে অন্যান্য টেলিকম অপারেটারদের মধ্যেও প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছে। আর তারাও বেশ কিছু ভাল ভাল টেলিকম প্ল্যান নিয়ে এসেছে। প্রথম থেকেই বাজারে এসে জিও নিজদের শক্ত জমির ওপর দার করিয়েছে। তবে অন্যান্য অপারেটাররাও হার মেনে নেয়নি। প্রায়ই কোন না কোন কোম্পানি কোন না কোন নতুন প্ল্যান নিয়ে আসছে যাতে গ্রাহকরা তাদের সঙ্গে যুক্ত থাকেন।
আজকে আমরা এখানে জিওর প্রিপেড প্ল্যানের বিষয়ে কথা বলব যা জিওর প্রাইম মেম্বারদের জন্য পাওয়া যাচ্ছে। এই লিস্টে থাকা প্ল্যানের মধ্যে জিওর কিছু নতুন প্ল্যানের সঙ্গে সেই প্ল্যানও আছে যা পুরনো প্ল্যানে কিছু পরিবর্তন করে নিয়ে আসা হয়েছে।
19 টাকার প্ল্যান
প্রথমেই আমরা জিওর এই 19 টাকা দামের প্ল্যানটিকে দেখব এতে 19টাকার রিচার্জে 0.15GB ডাটা, 20টি SMS আর আনলিমিটেড কল পাওয়া যাচ্ছে আর এই প্ল্যানটি 1 দিনের জন্য বৈধ।
52 টাকার প্ল্যান
জিওর এই 52 টাকার রিচার্জ প্ল্যানে ইউজার্সরা 1.05 GB ডাটা, 70টি SMS আর আনলিমিটেড কল পাচ্ছে, আর এই প্ল্যানটির বৈধতা 7 দিনের।
98 টাকার প্ল্যান
জিওর এই 98 টাকার প্ল্যানে ইউজার্সরা 2GB ডাটা, 300টি SMS আর আনলিমিটেড কলের সুবিধা পাচ্ছে আর এই প্ল্যানটি 28 দিনের বৈধতা যুক্ত।
149 টাকার প্ল্যান
149 টাকার এই প্ল্যানটিতে 42 GB ডাটা, প্রতিদিন 100টি SMS আর আনলিমিটেড কল পাওয়া যাচ্ছে আর এই প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ। এই প্ল্যানে ইউজার্সরা প্রতিদিন 1.5 GB ডাটা ব্যবহার করতে পারবেন।
349 টাকার প্ল্যান
349 টাকার প্ল্যানে 105 GB ডাটা, আনলিমিটেড (প্রতিদিন 100টি) SMS আর আনলিমিটেড কলের সুবিধা পাচ্ছেন আর এই প্ল্যানটি 70 দিনের জন্য বৈধ। এই প্ল্যানে প্রতিদিন 1.5 GB ডাটা ব্যবহার করা যাবে।
399 টাকার প্ল্যান
399টাকার প্ল্যানে 126 GB ডাটা, আনলিমিটেড (প্রতিদিন 100টি) SMS আর আনলিমিটেড কল পাওয়া যাচ্ছে আর এই প্ল্যানটি 84 দিনের জন্য বৈধ। এই প্ল্যানে প্রতিদিন 1.5 GB ডাটা ব্যবহার করা যেতে পারে।
449 টাকার প্ল্যান
449 টাকার রিচার্জে 136 GB ডাটা, , আনলিমিটেড (প্রতিদিন 100টি) SMS আর আনলিমিটেড কল পাওয়া যাচ্ছে আর এই প্ল্যানটি 91 দিনের জন্য বৈধ। এই প্ল্যানে প্রতিদিন 1.5 GB ডাটার ব্যবহার করা যাবে।
198 টাকার প্ল্যান
198 টাকার রিচার্জে 56 GB ডাটা, আনলিমিটেড (প্রতিদিন 100টি) SMS আর আনলিমিটেড কল পাওয়া যাচ্ছে আর এই প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ। এই প্ল্যানে প্রতিদিন 2 GB ডাটা ব্যবহার করা যাবে।
398 টাকার প্ল্যান
398 টাকার প্ল্যানে 140 GB ডাটা, আনলিমিটেড (প্রতিদিন 100টি) SMS আর আনলিমিটেড কল পাওয়া যাচ্ছে আর এই প্ল্যানটি 70 দিনের জন্য বৈধ। এই প্ল্যানে প্রতিদিন 2 GB ডাটা ব্যবহার করা যেতে পারে।
448 টাকার প্ল্যান
448 টাকার রিচার্জ প্ল্যানে 168 GB ডাটা, আনলিমিটেড (প্রতিদিন 100টি) SMS আর আনলিমিটেড কল পাওয়া যাচ্ছে আর এই প্ল্যানটি 84 দিনের জন্য বৈধ। এই প্ল্যানে প্রতিদিন 2 GB ডাটা ব্যবহার করা যেতে পারে।
498 টাকার প্ল্যান
498 টাকার এই প্ল্যানে 182 GB ডাটা, আনলিমিটেড (প্রতিদিন 100টি) SMS আর আনলিমিটেড কল পাওয়া যাচ্ছে আর এই প্ল্যানটি 91 দিনের জন্য বৈধ আর এই প্ল্যানে প্রতিদিন 2 GB ডাটা ব্যবহার করা যাবে।
299 টাকার প্ল্যান
299 টাকার রিচার্জে 84 GB ডাটা, আনলিমিটেড (প্রতিদিন 100টি) SMS আর আনলিমিটেড কল পাওয়া যাচ্ছে। এই প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ। এই প্ল্যানে প্রতিদিন 3 GB ডাটা ব্যবহার করা যেতে পারে।
509 টাকার প্ল্যান
509 টাকার প্ল্যানে 112 GB ডাটা, আনলিমিটেড (প্রতিদিন 100টি) SMS আর আনলিমিটেড কল পাওয়া যাচ্ছে। এই প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ। এই প্ল্যানে প্রতিদিন 4 GB ডাটা ব্যবহার করা যেতে পারে।
799 টাকার প্ল্যান
799টাকার প্ল্যানে 140 GB ডাটা, আনলিমিটেড (প্রতিদিন 100টি) SMS আর আনলিমিটেড কল পাওয়া যাচ্ছে। এই প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ। এই প্ল্যানে প্রতিদিন 5 GB ডাটা ব্যবহার করা যেতে পারে।
999 টাকার প্ল্যান
999 টাকার প্ল্যানটিতে 60GB ডাটা, আনলিমিটেড (প্রতিদিন 100টি) SMS আর আনলিমিটেড কল পাওয়া যাচ্ছে। এই প্ল্যানটি 90 দিনের জন্য বৈধ।
1999 টাকার প্ল্যান
1999 টাকার প্ল্যানে 125 GB ডাটা, আনলিমিটেড (প্রতিদিন 100টি) SMS আর আনলিমিটেড কল পাওয়া যাচ্ছে। এই প্ল্যানটি 180 দিনের জন্য বৈধ।
4999 টাকার প্ল্যান
4999 টাকার প্ল্যানে 350GB ডাটা, আনলিমিটেড (প্রতিদিন 100টি) SMS আর আনলিমিটেড কল পাওয়া যাচ্ছে। এই প্ল্যানটি 360 দিনের জন্য বৈধ।
9999 টাকার প্ল্যান
9999 টাকার প্ল্যানে 750GB ডাটা, আনলিমিটেড (প্রতিদিন 100টি) SMS আর আনলিমিটেড কল পাওয়া যাচ্ছে। এই প্ল্যানটি 360 দিনের জন্য বৈধ।