Oppo তাদের Realme সাব ব্র্যান্ডের তাদের নিজেদের নতুন একটি স্মার্টফোন ভারতে লঞ্চ করে দিয়েছে। এই ডিভাইসটির নাম রাখা হয়েছে Realme 1। আর এই স্মার্টফোনটিকে অনেক হাইলাইটের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এর মধ্যে একটি হল এর ডিজাইন। তবে হাজার ১৫ টাকা দামের মধ্যে যে সব ফোন লঞ্চ হয় সেগুলি ডিজাইনের বিষয়ে অত বলা হয় না। কিন্তু এই বাজেটের স্মার্টফোনের মধ্যে এই ফোনটির ডিজাইন বেশ ভাল আর আসুন এবার এই ফোনটিকে একটু ডিটেলসে দেখা নেওয়া যাক। দেখা যাক এর স্পেক্স আর ফিচার্স। আর এই দামের স্মার্টফোনের মধ্যে সব মিলিয়ে এটি কেমন। আসুন তবে রিয়েলমির যাত্রা শুরু করি আমরা...
আমরা যদি এই ডিভাইসটির ফিচার্সের বিষয়ে কথা বলি তবে এই ফোনটি আপনারা ডায়মন্ড ব্ল্যাক ফিনিশিংয়ের সঙ্গে পাবেন, আর এছাড়া এই ফোনটির ব্যাক সাইড বেশ রিফ্লেক্টিভ আর এই ফোনটিতে 12লেয়ারের ন্যানো মিডিয়াটেক মোটোরিয়ালের সঙ্গে লঞ্চ করা হয়েছে।
এই নতুন স্মার্টফোনটিতে আপনারা একটি 6ইঞ্চির FHD+ ডিসপ্লে পাবেন। আর এছাড়া এতে মিডিয়াটেক হেলিও P60 চিপসেট দেওয়া হয়েছে। আর এই ফোনটিতে ডুয়াল 4G সাপোর্টের সঙ্গে লঞ্চ করা হয়েছে।
এই ফোনটিতে একটি 3GB র্যাম আর 32GB’র স্টোরেজ দেওয়া হয়েছে আর এছাড়া এই ফোনের অন্য ভেরিয়েন্ট আছে যার মদন্যে একটি 4GB র্যাম আর 64GB স্টোরেজ যুক্ত। আর এছাড়া 6GB র্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টেরও আরও একটি ফোন লঞ্চ করা হয়েছে।
এই ফোনটিতে আপনারা একটি মাইক্রোএসডি কার্ডের সাপোর্ট পাবেন আর এর স্টোরেজকে এই কার্ডের মাধ্যমে 128GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। কোম্পানির কথা অনুসারে এই স্মার্টফোনটি Xiaomi Redmi Note 5 Pro স্মার্টফোন আর Asus Zenfone Max Pro M1স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতা করবে।
আর ওপ্পোর এই নতুন ফোনটিতে আপনারা একটি 3410mAhয়ের ব্যাটারি পাবেন। আর এটি AI ব্যাটারি মেজারমেন্ট যুক্ত।
এই ফোনটিকে অ্যান্ড্রয়েড ওরিও নির্ভর কালার OS 5.0 র সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই ডিভাইসটিতে কোম্পানি 13মেগাপিক্সালের রেয়ার আর 8মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরার সঙ্গে লঞ্চ করেছে।
তবে এই ডিভাইসটির একটি বড় বৈশিষ্ট্য এই যে এই ডিভাইসে আপনারা কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন না। বরং তার বদলে এই স্মার্টফোনে একটি ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে।
আর আমরা যদি এই নতুন স্মার্টফোনটির দামের বিষয়টি দেখি তবে দেখা যাবে যে এর দুটি ভেরিয়েন্ট অ্যামাজন ইন্ডিয়াতে কেনা যাবে। ফোনটির 3GB র্যাম ভেরিয়েন্টটি 8,990টাকায় কেনা যাবে।
আর এই ফোনটির 6GB র্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 13,990টাকা রাখা হয়েছে। আর এই ফোনের 4GB র্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টটি 10,990টাকায় কেনা যাবে।