Infinix Smart2 স্মার্টফোনটি আদতে ঠিক কতটা স্মার্ট তা আসুন দেখে নেওয়া যাক

দ্বারা Digit Bangla | আপডেট করা Sep 25 2018
Infinix Smart2 স্মার্টফোনটি আদতে ঠিক কতটা স্মার্ট তা আসুন দেখে নেওয়া যাক

Infinix ভারতে কিছুদিন আগেই তাদের নতুন স্মার্টফোন নিয়ে এসেছিল এর নাম ছিল Infinix Smart 2 , আর এটি Xiaomi র সঙে প্রতিযোগিতায় তাদের বাজেট স্মার্টফোন Xiaomi Redmi 5A র সঙ্গে প্রতিযোগিতা করার জন্য লঞ্চ করা হয়েছিল। আর এর দামও এই মডেল গুলির মতনই। আর এর মানে এই যে এই ডিভাইসে আপনারা Xiaomi Redmi 5A স্মার্টফোনের মতন 2GB+16GB আর 3GB+32GB মডেল পাবেন। আর এছাড়া এর দামের বিশেয় আমরা যদি কথা বলি তবে এদের দাম  যথাক্রমে Xiaomi Redmi 5A র মতনই মানে 5,999 টাকা আর 6,999 টাকা। আর এই ফোনটি ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে। আসুন দেখা যাক এই স্মার্টফোনটি আদতে কেমন। 

Infinix Smart2 স্মার্টফোনটি আদতে ঠিক কতটা স্মার্ট তা আসুন দেখে নেওয়া যাক

স্পেসিফিকেশান

 আসুন প্রথমে এই স্মার্টফোনটির স্পেসিফিকেশান গুলি দেখে নেওয়া যাক।

এই ডিভাইসে 5.99 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে আছে আর এটি 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ফুল ভিউ ভিডিও ডিসপ্লে যুক্ত আর স্ক্রিন টু বডি রেশিও 83% আর এর রেজিলিউশান 720x1440পিক্সাল। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও নির্ভর XOS 3.3তে কাজ করে আর এটি মিডিয়াটেক 6739 কোয়াড কোর 64 বিট প্রসেসার আর GPU-IMG পাওয়ার VR GE8100 যুক্ত।

Infinix Smart2 স্মার্টফোনটি আদতে ঠিক কতটা স্মার্ট তা আসুন দেখে নেওয়া যাক

স্টোরেজ ভেরিয়েন্ট আর দাম

এই ডিভাইসটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর একটি ভেরিয়েন্ট 2GB র‍্যাম আর 16GB স্টোরেজ যুক্ত আর এর অন্য ভেরিয়েন্টটি 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ যুক্ত। এর এদের দাম যথাক্রমে 5,999টাকা আর 6,999টাকা। এই ডিভাইসে ডুয়াল ন্যানো সিম আর একটি মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে আর এর মাধ্যমে স্টোরেজকে 128GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। আর এছাড়া এই ডিভাইসে 3040mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

Infinix Smart2 স্মার্টফোনটি আদতে ঠিক কতটা স্মার্ট তা আসুন দেখে নেওয়া যাক

ভলিউম রকার আর পাওয়ার বটন

আপনারা ফোনের ভলিউম রকারা আর পাওয়ার বটন দেখতে পারবেন, এগুলি ফোনের ডান দিকে দেওয়া হয়েছে। আর এর মাধ্যমে আপনারা এটি অপারেট করতে পারবেন আর এতে কোন সমস্যা হবেনা।

Infinix Smart2 স্মার্টফোনটি আদতে ঠিক কতটা স্মার্ট তা আসুন দেখে নেওয়া যাক

কানেক্টিভিটি

কানেক্টিভিটির বিষয়ে যদি কথা বলি তবে এই ফোনে ডুয়াল VoLTE (4G+4G), ব্লুটুহ 4.1, ডুয়াল 4G VolTE, 3.5mm অডিও জ্যাক, FM 2G ব্যান্ডস সাপোর্ট করে। এই ডিভাইসে ফেস আইডি (0.3 সেকেন্ড) সাপোর্ট করে। Smart2 স্ট্যান্ডস্টোন ব্ল্যাক, সেরেন গোল্ড, সিটি ব্লু আর ভড্রিক্স রেড কালারে এসেছে।

Infinix Smart2 স্মার্টফোনটি আদতে ঠিক কতটা স্মার্ট তা আসুন দেখে নেওয়া যাক

এই ফোনের বটমে আপনারা মাইক্রো USB পোর্ট ছাড়া 3.5mm জ্যাক পাবেন।

Infinix Smart2 স্মার্টফোনটি আদতে ঠিক কতটা স্মার্ট তা আসুন দেখে নেওয়া যাক

ক্যামেরা

এই ফোনে ক্যামেরা ডিপার্টমেন্টে রেয়ারে 13 মেগাপিক্সালের ক্যামেরা দেওয়া হয়েছে আর এটি (f2.0) PDFA,Dual LED ফ্ল্যাশের সঙ্গে দেওয়া হয়েছে আর এর রেয়ার ক্যামেরা HDR, বিউটি নাইট আর প্যানোরমা মোড দেওয়া হয়েছে। আর এছাড়া এই ডিভাইসের ফ্রন্টে 8 মেগাপিক্সালের ক্যামেরা দেওয়া হয়েছে যার অ্যাপার্চার f2.0  আর এটি ডুয়াল LED ফ্ল্যাশ, বোখে সেলফি, বিউটি আর ওয়াইড সেলফির মতন মোড আছে।

Infinix Smart2 স্মার্টফোনটি আদতে ঠিক কতটা স্মার্ট তা আসুন দেখে নেওয়া যাক

এখানে ফোনের ফ্রন্টে ডুয়াল LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে।

Infinix Smart2 স্মার্টফোনটি আদতে ঠিক কতটা স্মার্ট তা আসুন দেখে নেওয়া যাক

সেল ডিটেলস

আমারা আপনাদের আগেই বলেছি যে এই ডিভাইসটি ফ্লিপকার্টে কেনা যাবে। আর এই ডিভাইসটি 10 আগস্ট মাঝ রাত থেকে কিনতে পাওয়া যাচ্ছে।

Infinix Smart2 স্মার্টফোনটি আদতে ঠিক কতটা স্মার্ট তা আসুন দেখে নেওয়া যাক

এখানে আপনারা দেখতে পারবেন যে ফোনে রিমুভেবেল ব্যাক দেওয়া হয়েছে যা সরিয়ে আপনারা ফোনের ব্যাটারি দেখতে পারবেন, তবে আপনারা এই ব্যাটারি ফোন থেকে সরাতে পারবেন না, এই ব্যাটারিটি ফোনে স্ক্রুর মাধ্যমে যুক্ত করা হয়েছে। 

Infinix Smart2 স্মার্টফোনটি আদতে ঠিক কতটা স্মার্ট তা আসুন দেখে নেওয়া যাক

এখানে আপনারা ফোনের সিম স্লট ছাড়া এর মাইক্রো এসডি কার্ডের স্লটও দেখতে পারবেন।