ভারতের সব থেকে দ্রুততম ইন্টারনেট স্পিড জিওর

দ্বারা Team Digit | আপডেট করা Apr 05 2017
ভারতের সব থেকে দ্রুততম ইন্টারনেট স্পিড জিওর

কিছু দিন আগেই এয়ারটেল এর ইন্টারনেট সংক্রান্ত বিজ্ঞাপন নিয়ে জিওর করা মামলায় হেরে গেছি এয়ারটেল. আর তার অল্প কিছু দিন পরেই ট্রাই সরাসরি জানালো যে এই মুহুর্তে ভারতে জিওর ইন্টারনেট স্পিড সব থেকে ভাল. ট্রাই আর কি বলল? দেখা যাক.

ভারতের সব থেকে দ্রুততম ইন্টারনেট স্পিড জিওর

এয়ারটেল নিজেদের বিজ্ঞাপনে বলেছিল যে তারাই সবথেকে দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা দেয়. Advertising Standards Council of India(ASCI) এই বিজ্ঞাপন কে ‘বিভ্রান্তি মূলক’ বলে জানিয়েছিল. 

ভারতের সব থেকে দ্রুততম ইন্টারনেট স্পিড জিওর

আরো একবার Reliance Jio ভারতের সবথেকে শক্তিশালী 4G স্পিড দেওয়া অপারেটিং হিসাবে সামনে এসেছে. মার্চ মাসে Reliance Jio র 4G ডাউনলোড স্পিড সবথেকে বেশি ছিল. ট্রাই এর ডাটা অনুসারে, ফেব্রুয়ারী তেও Jio 4Gর স্পিড সবথেকে বেশি ছিল.

ভারতের সব থেকে দ্রুততম ইন্টারনেট স্পিড জিওর

ভারতে Jio 4G অ্যাভারেজ ডাউনলোড স্পিড 16.487Mbps. Jioর পরে Idea দ্বিতীয় স্থানে আছে, Idea র অ্যাভারেজ ডাউনলোড স্পিড 12.092Mbps, Airtel এক্ষেত্রে তৃতীয় স্থানে আছে, তাদের অ্যাভারেজ স্পিড 10.439Mbps.

ভারতের সব থেকে দ্রুততম ইন্টারনেট স্পিড জিওর

এই লিস্টে চতুর্থ স্থানে জায়গা হয়েছে Vodafone এর. Vodafone এর অ্যাভারেজ স্পিড 7.933Mbps. এক্ষেত্রে Reliance Communications 2.958Mbps  স্পিড নিয়ে পঞ্চম স্থানে আছে.

ভারতের সব থেকে দ্রুততম ইন্টারনেট স্পিড জিওর

বলে দি যে, সম্প্রতি Reliance Jio নিজেদের Jio Prime Membership অ্যাক্টিভেট করার সময়সীমা বাড়িয়ে দিয়েছে. আগে Jio Prime Membership 31 মার্চ অব্দি অ্যাক্টিভেট কর যাচ্ছিল তবে এখন তা 15 এপ্রিল অব্দি অ্যাক্টিভেট করা যাবে.

ভারতের সব থেকে দ্রুততম ইন্টারনেট স্পিড জিওর

এর সঙ্গে কোম্পানি Jio Summer Surprise Offer ও সামনে এনেছে. যাতে Jio Prime Membership নেওয়া ইউজার্সরা যদি Rs.303 বা তার বেশি দামের কোন রিচার্জ করে তবে তারা 30 জুন অব্দি প্রতিদিন 1GB 4G ডাটা পাবে.