ভারতের সেরা 10-15 হাজার টাকা দামের মধ্যে ফোন...

দ্বারা Digit Bangla | আপডেট করা Dec 26 2018
ভারতের সেরা 10-15 হাজার টাকা দামের মধ্যে ফোন...

বছর প্রায় শেষ হতে চলেছে, আর এর মধ্যে ভারতে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে। বিভিন্ন দাম আর স্পেক্সের এই সব ফোনের মধ্যে থেকে আজকে আমরা আপনাদের পছন্দ অনুসারে এমন কিছু স্মার্টফোনের বিষয়ে বলব যেগুলি 10 থেকে 15 হাজার টাকার মধ্যে আসে।

এই ফোন গুলি যে শুধু বাজেট রেঞ্জের তালিকায় আসে তানা, এই ফোন গুলির ক্যামেরা, পার্ফর্মেন্স, ডিজাইন সব কিছুই বেশ ভাল। তবে আসুন আর দেরি না করে আমরা এই সময়ে ভারতের কিছু সেরা 10 থেকে 15 হাজার টাকার মধ্যে স্মার্টফোন গুলিকে দেখেনি।

এখানে আমরা প্রথমে কিছু 10 হাজার টাকা দামের সেরা ফোন দেখার পরে 15 হাজার টাকার কিছু সেরা ফোন দেখব। 

ভারতের সেরা 10-15 হাজার টাকা দামের মধ্যে ফোন...

Relame 1

Relame 1 ফোনটি দেখতে একটি দামি আর প্রিমিয়াম ফোনের মতন, এটি ডায়মন্ড ব্ল্যাক ডিজাইনের সঙ্গে লঞ্চ করা হয়েছিল, আর এছাড়া এই ফোনে শক্তিশালী হেলিও P60 চিপসেট আছে, আর এই ডিভাইসটি AI ক্ষমতা যুক্ত। আর এই ডিভাইসটি একটি ভাল ভ্যালু ফর মানি ফোন।

ভারতের সেরা 10-15 হাজার টাকা দামের মধ্যে ফোন...

Xiaomi Redmi Note 5 Pro

Xiaomi র Redmi Note 5 Pro ফোনটি সাওমির Redmi Note 4 য়ের নেক্সট জেনারেশান মোবাইল ফোন হিসাবে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটিতে একটি 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ডিসপ্লে দেওয়া হেয়ছে। আর এই ডিভাইসটি 10,000 টাকা দামের মধ্যে ফোনের মধ্যে একটি অন্যতন সেরা ফোন।

ভারতের সেরা 10-15 হাজার টাকা দামের মধ্যে ফোন...

Xiaomi Redmi Y2

Xiaomi Redmi Y2 ফোনটি একটি ভাল সেলফি ক্যামেরা স্মার্টফোন। আর এই মোবাইল ফোনটি এই বছরে আপনার বাজেটের মধ্যে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনে একটি 16 মেগাপিক্সলাএর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। আর এই ফোনটি 10,000 টাকা দামের মধ্যে একটি অন্যতম সেরা ফোন।

ভারতের সেরা 10-15 হাজার টাকা দামের মধ্যে ফোন...

Honor 7C

Honor 7C ফোনটি কোয়াল্কম চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এর মানে জে এই ডিভাইসে আপনারা ভাল পার্ফর্মেন্সের সঙ্গে ভাল ব্যাটারি লাইফ পাবেন। আর এই ফোনে ডুয়াল ক্যামেরাতে আপনারা পোট্রেড মোডে ছবি তুলতে পারবেন।

ভারতের সেরা 10-15 হাজার টাকা দামের মধ্যে ফোন...

Honor 9 Lite

Honor 9 Lite ফোনটি গ্লাস স্ট্যান্ডবাই ডিজাইন যুক্ত, আর এর জন্য এই ফোনটি 10,000 টাকা দামের ফোনের মধ্যে একটি সেরা ফোন হিসাবে উঠে এসেছে। আর এছাড়া আপনাদের বলে রাখি জে এতে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হেয়ছে। আর যা আপনাদের ভাল ছবি তুলতে সাহায্য করবে।

ভারতের সেরা 10-15 হাজার টাকা দামের মধ্যে ফোন...

Moto G5 Plus

আমরা যদি Moto G5 Plus ফোনটির বিষয়ে বলি তবে এই ফোনটি সব থেকে ভাল ফোন গুলির মধ্যে একটি। আর এই ফোনটি এখন 10,000 টাকা দামের মধ্যে কেনা যাবে। আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 চিপসেট পাবে আর এটি একে স্পেশাল বানিয়েছে।

ভারতের সেরা 10-15 হাজার টাকা দামের মধ্যে ফোন...

Xiaomi Redmi Y1

Xiaomi Redmi Y2 মোবাইল ফোনটির কথা আমরা বলেছি, আর Xiaomi Redmi Y1 ফোনটির কথা বলাও দরকার। আপনাদের বলে রাখি জে এটি সাওমির লঞ্চ করা প্রথম সেলফি সেন্ট্রিক স্মার্টফোন, আর এটি ভারতের যুবকদের কথা মাথায় রেখে লঞ্চ করা হয়েছিল। আর এই ডিভাইসটি 10,000 টাকা দামের মধ্যে একটি সেরা ফোন।

ভারতের সেরা 10-15 হাজার টাকা দামের মধ্যে ফোন...

Xiaomi Redmi 5A

Xiaomi Redmi 5A ফোনটিকে  এই সময়ে সব থেকে বেশি অ্যাফোর্ডেবেল মোবাইল ফোন বলা যায়। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 425 চিপসেট আছে। আর এর র‍্যাম 2GB। এই ফোনটির পার্ফর্মেন্স ভাল। আর এটি এই দামের একটি ভাল ফোন।

ভারতের সেরা 10-15 হাজার টাকা দামের মধ্যে ফোন...

এবার আমরা কিছু সেরা 15 হাজার টাকার মধ্যে ফোনের বিষয়ে ডিটেলসে দেখব।

Honor 8X

Honor 8X মোবাইল ফোনটিতে একটি 6.5 ইঞ্চির FHD+TFT IPS নচ ডিসপ্লে আছে, আর এটি 1080x2340 পিক্সালের রেজিলিউশান যুক্ত। আর এই ফোনে অক্টা-কোর হিলিকন কিরিন 710 প্রসেসার আছে, আর এটি কোম্পানির GPU টার্বো টেকের সঙ্গে দেওয়া হয়েছে। আর এছাড়া এতে আপনারা দুটি স্টোরেজ আর র‍্যামের অপশান পাবেন।

এই ডিভাইসে 4GB/64Gb আর 6GB র‍্যাম অপশান আছে। আর এটি আপনারা 128GB স্টোরেজ ভেরিয়েন্টেও পেয়ে যাবে। আর এই ফোনে 3,750mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড 8.1 ওরিও যুক্ত।

ভারতের সেরা 10-15 হাজার টাকা দামের মধ্যে ফোন...

Asus Zenfone Max Pro M1

Asus Zenfone Max Pro M1 ফোনটিতে আপনারা 5.99 ইঞ্চির FHD+ 2180x1080 পিক্সাল রেজিলিউশানের সঙ্গে পাবেন। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 প্রসেসার দেওয়া হয়েছে।

এই ফোনে আপনারা ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন আর এর একটি 13MP (6GB ভেরিয়েন্টে 16MP) আর একটি 5মেগাপিক্সালের ডুয়াল সেন্সার দেওয়া হয়েছে আর এই ফোনে একটি 8মেগাপিক্সালের (6Gb ভেরিয়েন্টে 16 মেগাপিক্সালের) ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে 5,000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

ভারতের সেরা 10-15 হাজার টাকা দামের মধ্যে ফোন...

Realme 2 Pro

Relame 2 Pro ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 SoC যুক্ত আর এইও ফোনে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও আছে। ফোনটিতে একটি 3,500mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই 6.3 ইঞ্চির FHD+IPS LCD স্ক্রিন যুক্ত ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:9। আর এই ফোনে ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে।

এই ফোনটিতে 16MP+2MP র ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনটির ফ্রন্টে 16MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

ভারতের সেরা 10-15 হাজার টাকা দামের মধ্যে ফোন...

Nokia 5.1

Nokia 5.1 ফোনটির ডিজাইন Nokia 6.1 Plus ফোনটির মতন, এই ডিভাইসে নচ ডিসপ্লে আর গ্লাস ডিজাইন আর রেয়ার মাইন্ডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। আর এই ফোনে 5.86 ইঞ্চির HD+ (720x1520) ডিসপ্লে পাবেন আর এই ফোনে 2.5D কার্ভড গ্লাস দেওয়া হয়েছে আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:9। আর এই স্মার্টফোনটি অক্টা-কোর 2.0GHz হেলিও P60 চিপসেট, 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ যুক্ত।

Nokia 5.1 Plus ফোনটির ব্যাকে 13MP+5MP র ক্যামেরা আছে আর এই ফোনটির ফ্রন্টে 8MP র AI ক্যামেরা আছে। আর এই ফোনে একটি 3,060mAh য়ের ব্যাটারি আছে ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 ওরিও নির্ভর।

ভারতের সেরা 10-15 হাজার টাকা দামের মধ্যে ফোন...

Nokia 6.1

Nokia 6.1 Plus ফোনটি এজ টু এজ ডিসপ্লে যুক্ত। আর এই ফোনে 5.8 ইঞ্চির FHD+ (2280x1080p) ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:9। ফোনটির ফ্রন্ট আর ব্যাকে গোরিলা গ্লাস 3 দেওয়া হয়েছে আর এটি গ্লাসি মিডনাইট ব্লু, গ্লসি ব্ল্যাক আর গ্লসি হোয়াইট কালারে পাওয়া যায়।

এই ফোনটিতে অক্টা কোর স্ন্যাপড্র্যাগন 636 চিপসেট, 4GB র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ফোনটির স্টোরেজ মাইক্রো এসডি কার্ড দিয়ে 400GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। এই ফোনটি অ্যান্ড্রয়েড ওয়ান ডিভাইস আর এর মানে এটি খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড পাইয়ের আপডেট পাবে।