নোকিয়া 3,5,6 আর নোকিয়া 3310 বিষয়ে জানুন এই ছবি গুলির মাধ্যমে

দ্বারা Aparajita Maitra | আপডেট করা May 11 2017
নোকিয়া 3,5,6 আর নোকিয়া 3310 বিষয়ে জানুন এই ছবি গুলির মাধ্যমে

এখন বাজারে বহুদিন পরে আবার নোকিয়ার নাম শোনা যাচ্ছে. এর জন্য ধন্যবাদ প্রাপ্য অবশ্যই HMD গ্লোবালের. তারা আবার নোকিয়া মোবাইল ফিরিয়ে এনেছে. এই ফোনগুলি অ্যান্ড্রয়েড স্মার্টফোন. আসুন তবে এবার এই ফন্গুলির কিছু বিস্তৃত বিবরন আমরা দেখেনি.

নোকিয়া 3,5,6 আর নোকিয়া 3310 বিষয়ে জানুন এই ছবি গুলির মাধ্যমে

প্রথমেই নোকিয়া 5 সম্পর্কে কিছু কথা জানা যাক. এটি হয়ত নোকিয়ার অন্যতম গুরুত্বপূর্ন ডিভাইস. 10 থেকে 15 হাজার টাকার মধ্যে এর দাম হওয়ার সম্ভাবনা আছে.

স্পেকস

ডিসপ্লে: 5.2-ইঞ্চি, 720p
SoC: কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430
র্যাম: 2GB
স্টোরেজ: 16GB
রেয়ার ক্যামেরা: 13MP
ফ্রন্ট ক্যামেরা: 8MP
ব্যাটারি: 3000mAh
OS: অ্যান্ড্রয়েড 7.1.1

নোকিয়া 3,5,6 আর নোকিয়া 3310 বিষয়ে জানুন এই ছবি গুলির মাধ্যমে

ফোনটি মেটাল দিয়ে তৈরি, যা আমাদের লুমিয়া 925 এর কথা মনে করায়. তবে 5.2 ইঞ্চির ডিসপ্লে এই ফোনটিকে একটি আলাদা মাত্র দেয়.

নোকিয়া 3,5,6 আর নোকিয়া 3310 বিষয়ে জানুন এই ছবি গুলির মাধ্যমে

ফোনটির উপরে আর নিচেরদিকের ফ্রেমে অ্যান্টেনা লাইন আছে. আমাদের মনে হয় এই স্মার্টফোনটি অন্যান্য বাজেট স্মার্টফোনের থেকে দেখতে বেশি ভাল.

নোকিয়া 3,5,6 আর নোকিয়া 3310 বিষয়ে জানুন এই ছবি গুলির মাধ্যমে

ফোনটির নিচের দিকে সিঙ্গেল স্পিকার আর মাইক্রো-USB পোর্ট আছে. এই ফোনটি কোয়াল্কমের ফাস্ট চার্জিং সাপোর্ট করে.

নোকিয়া 3,5,6 আর নোকিয়া 3310 বিষয়ে জানুন এই ছবি গুলির মাধ্যমে

এবার নোকিয়ার আরেকটি স্মার্টফোন নোকিয়া 6 কেমন তা দেখে নেওয়া যাক.
স্পেকস
ডিসপ্লে: 5.5-ইঞ্চি, 1080p
SoC: কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430
র্যাম: 4GB
স্টোরেজ: 32GB
রেয়ার ক্যামেরা: 16MP
ফ্রন্ট ক্যামেরা: 8MP
ব্যাটারি: 3000mAh
OS: অ্যান্ড্রয়েড 7.1.1

নোকিয়া 3,5,6 আর নোকিয়া 3310 বিষয়ে জানুন এই ছবি গুলির মাধ্যমে

এই ডিভাইসটিরও ব্যাকে একই রকমের অ্যান্টেনা লাইন আছে. তবে এই ফোনটিতে 16 মেগাপিক্সালের শুটার দেওয়া হয়েছে ফোনের পেছনদিকে.

নোকিয়া 3,5,6 আর নোকিয়া 3310 বিষয়ে জানুন এই ছবি গুলির মাধ্যমে

এই ফোনটির ধারের দিকটি ফ্ল্যাট. এতে 2.5D কার্ভড গ্লাস FHD ডিসপ্লে আছে, যা এই ফোনটির লুককে বেশ আলাদা মাত্রা দেয়.

নোকিয়া 3,5,6 আর নোকিয়া 3310 বিষয়ে জানুন এই ছবি গুলির মাধ্যমে

নোকিয়া 6 আর নোকিয়া 5 এর পরে এবার নোকিয়া 3 ফোনটি কেমন তা দেখে নেওয়া যাক.
স্পেকস

ডিসপ্লে: 5-ইঞ্চি, 720p
SoC: মিডিয়া টেক MT6737
র্যাম: 2GB
স্টোরেজ: 16GB
রেয়ার ক্যামেরা: 8MP
ফ্রন্ট ক্যামেরা: 8MP
ব্যাটারি: 2650mAh
OS: অ্যান্ড্রয়েড 7.0

নোকিয়া 3,5,6 আর নোকিয়া 3310 বিষয়ে জানুন এই ছবি গুলির মাধ্যমে

এই ফোনটির সাইডের দিকে রাউন্ডেড. এই ফোনটির 8 মেগাপিক্সালের ক্যামেরাকে খুব একটা ভাল বলা যায়না.

নোকিয়া 3,5,6 আর নোকিয়া 3310 বিষয়ে জানুন এই ছবি গুলির মাধ্যমে

সব নোকিয়া ডিভাইসই অ্যান্ড্রয়েড নৌগাট দ্বারা চালিত হয়. কোম্পানি জানিয়েছে যে তা সময় মতন আপডেট হতে থাকবে.

নোকিয়া 3,5,6 আর নোকিয়া 3310 বিষয়ে জানুন এই ছবি গুলির মাধ্যমে

সবার শেষে আমরা নোকিয়া 3310 সম্পর্কে কথা বলব. এই ফোনটি কিছু পুরনো স্মৃতি সঙ্গে করে ফিরে আসছে.

নোকিয়া 3,5,6 আর নোকিয়া 3310 বিষয়ে জানুন এই ছবি গুলির মাধ্যমে

এই ডিভাইসটি 2.4 ইঞ্চির TFT ডিসপ্লে যুক্ত. এই ফোনটি থেকে আপনি ফোন করতে পারবেন সঙ্গে মেসেজ করা আর রিসিভি করার অপশনও আছে. এই ফোনটিতে আবার পুরনো স্নেক গেম খেলা যাবে. এই ফোনটিতে 2 মেগাপিক্সালের ব্যাক ক্যামেরাও আছে.

নোকিয়া 3,5,6 আর নোকিয়া 3310 বিষয়ে জানুন এই ছবি গুলির মাধ্যমে

এটি একটি ফিচার ফোন হওয়ায় আপনি এতে ফিজিকাল বটন পাবেন, তবে টা আপনি নোকিয়া 150 তেও পাবেন, যা প্রায় নোকিয়া 3310’র মতনই.

নোকিয়া 3,5,6 আর নোকিয়া 3310 বিষয়ে জানুন এই ছবি গুলির মাধ্যমে

এই ফোনটি মাইক্রো USB সাপোর্ট করে যার ফলে এটি চার্জ করা সহজ.