মোবাইল অপারেটার আইডিয়া তাদের ইউজার্সদের জন্য একটি নতুন অফার নিয়ে এল। আসলে আইডিয়া এত দিন 2G, 3G ও 4G ডাটার জন্য আলাদা আলাদা দাম নিত। কিন্তু আইডিয়া এবার 2G, 3G ও 4G ডাটার জন্য একই দাম নেবে।
অর্থাৎ এখন যদি কোন আইডিয়া ইউজার্স 1GB 2G, 3G ও 4G ডাটা নেয় তবে তাকে এর জন্য একই মূল্য দিতে হবে।
আইডিয়ার এই সিদ্ধান্তে টেলিকম বাজারের হৈচৈ এর অংশ মানা যেতে পারে।
আসলে রিলায়েন্স জিও ২০১৬ র সেপ্টেম্বর থেকে ভারতীয় বাজারে নিজেদের 4G পরিষেবা নিয়ে আসে।
জিও প্রথম ওয়েলকাম অফারে 31 ডিসেম্বর 2016 পর্যন্ত ইউজার্স প্রত্যেকদিন আনলিমিটেড 4G ডাটার সঙ্গে ফ্রি কলিং ও আরও অন্যান্য সুবিধা ফ্রিতে দিয়েছিল।
পরে জিও তাদের Happy New Year Offer দেয় যাতে দশ দিন 1GB 4G ডাটা পাওয়া যাচ্ছে।
এর সঙ্গে ফ্রি কলিঙের সুবিধাও দেওয়া হয়। Happy New Year Offer 31 মার্চ 2017 পর্যন্ত বৈধ।
সম্প্রতি রিলায়েন্স জিও তাদের প্রাইম মেম্বারশিপ এর কথা ঘোষনা করে, যার জন্য ইউজার্সদের এক বছর ৯৯ টাকা দিতে হবে, এবং তারপর ৩০৩ টাকা প্রত্যেক মাসে দিতে হবে যাতে তারা Happy New Year Offer এর অন্তর্গত সমস্ত সুবিধা পাবে।