এই মুহুর্তে ভারতীয় টেলিকম বাজারে প্রতিদিনই সব অপারেটাররা কোন না কোন নতুন প্ল্যান নিয়ে আসছে. এবার টেলিকম কোম্পানি Idea বাজারে একটি নতুন প্ল্যান নিয়ে এসছে.
Idea’র এই নতুন প্ল্যানে প্রতিদিন 1.5GB ডাটা পাওয়া যাচ্ছে. Idea’র এই প্ল্যানের দাম Rs.497.
Idea’র এই প্ল্যানের ভ্যালিডিটি 70 দিনের করা হয়েছে. এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা পাওয়া যাচ্ছে.
এই প্ল্যানে কোম্পানির হোম নেটওয়ার্কে আনলিমিটেড কলও করা যাবে. এর সঙ্গে অন্য নেটওয়ার্কে 3000 মিনিটের ফ্রি কল করা যাবে.
আপনাদের বলেদি যে সম্প্রতি Airtelও এই ধরনের প্ল্যান নিয়ে এসছিল. Airtel Rs.499 এ প্রতিদিন 1.25GB 4G ডাটা আর আনলিমিটেড কলের সুবিধা দিচ্ছে. তবে এই প্ল্যানটির ভ্যালিডিটি 56 দিনের.
এটা মনে রাখা দরকার যে Jio, ভারতীয় বাজারে নিজেদের 4G পরিষেবা অফিসিয়ালি 2016’র সেপটেম্বর থেকে নিয়ে এসেছে. তারপর থেকে প্রায় 6 মাস অব্দি কোম্পানি তাদের ডাটা পরিষেবা ফ্রিতে দিয়েছিল.
তবে ট্রাইয়ের নির্দেশের পরে কোম্পানি ফ্রি পরিষেবা বন্ধ করে দিয়েছে. কিন্তু এখনও কোম্পানি নিজেদের ইউজার্সদের অনেক সস্তাতে ডাটা দিচ্ছে. তবে এবার অন্যান্য টেলিকম কোম্পানিও বাজারে নিজেদের সস্তা প্ল্যান নিয়ে এসছে.