Aadhaar-Ration Link: এখনও আধার-রেশন লিংক করাননি? নির্বিঘ্নে পরিষেবা পেতে অনলাইনেই সারুন কাজ, দেখুন পদ্ধতি

দ্বারা Joyeeta Bhattacharya | আপডেট করা Jul 08 2023
Aadhaar-Ration Link: এখনও আধার-রেশন লিংক করাননি? নির্বিঘ্নে পরিষেবা পেতে অনলাইনেই সারুন কাজ, দেখুন পদ্ধতি

30 সেপ্টেম্বরের মধ্যেই সারতে হবে কাজ। Aadhar কার্ডের সঙ্গে এখন Ration কার্ড লিংক না করলেই সমস্যা। ঝামেলা এড়াতে বাড়ি বসেই সারুন এই কাজ। দেখে নিন স্টেপ বাই স্টেপ গাইড। 

Aadhaar-Ration Link: এখনও আধার-রেশন লিংক করাননি? নির্বিঘ্নে পরিষেবা পেতে অনলাইনেই সারুন কাজ, দেখুন পদ্ধতি

কেন্দ্রীয় সরকারের তরফে Aadhaar Card এবং Ration Card লিংক করা বাধ্যতামূলক করে দিয়েছে। আপনি কি অন্তদয় অন্ন যোজনা বা প্রায়োরিটি হাউজহোল্ড স্কিমের সুবিধা পেতে চান, কিংবা পান? সেটা পেতে গেলে এই Aadhaar-Ration লিংকিং আবশ্যক।

Aadhaar-Ration Link: এখনও আধার-রেশন লিংক করাননি? নির্বিঘ্নে পরিষেবা পেতে অনলাইনেই সারুন কাজ, দেখুন পদ্ধতি

Aadhaar-Ration Link শেষদিন-

তবে সম্প্রতি এই Aadhaar-Ration কার্ড লিংকের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী 30 সেপ্টেম্বর 2023 এর মধ্যেই এই কাজ সেরে ফেলতে হবে।

Aadhaar-Ration Link: এখনও আধার-রেশন লিংক করাননি? নির্বিঘ্নে পরিষেবা পেতে অনলাইনেই সারুন কাজ, দেখুন পদ্ধতি

প্রসঙ্গত এই কাজের আগের শেষ সময়সীমা ছিল 31 মার্চ। পরে সেটা বাড়ানো হয় 30 জুন পর্যন্ত। তারপর এখন সেটা বাড়িয়ে আবার 30 সেপ্টেম্বর করা হল।

Aadhaar-Ration Link: এখনও আধার-রেশন লিংক করাননি? নির্বিঘ্নে পরিষেবা পেতে অনলাইনেই সারুন কাজ, দেখুন পদ্ধতি

কীভাবে কাজ করবেন?

Aadhaar এর সঙ্গে Ration কার্ড লিংক করতে চাইলে আপনাকে আপনার নিকটবর্তী রেশন অফিসে যেতে হবে। এই পরিষেবা আপনি সেখানে বিনামূল্যে পেয়ে যাবেন।

Aadhaar-Ration Link: এখনও আধার-রেশন লিংক করাননি? নির্বিঘ্নে পরিষেবা পেতে অনলাইনেই সারুন কাজ, দেখুন পদ্ধতি

সরকারের তরফে এই ব্যবস্থা করা হয়েছে যাতে এক ব্যক্তির নামে একাধিক Aadhaar কার্ড না থাকে। যাঁদের আয় কম, যাঁদের প্রয়োজন একমাত্র যেন তাঁরাই সরকারের থেকে উল্লিখিত যোজনার পরিষেবা পান সেটার জন্যই এই ব্যবস্থা।

Aadhaar-Ration Link: এখনও আধার-রেশন লিংক করাননি? নির্বিঘ্নে পরিষেবা পেতে অনলাইনেই সারুন কাজ, দেখুন পদ্ধতি

Ration কার্ডের সাহায্যে কম দামে ন্যায্য মূল্যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কেনা যায়। তাছাড়া এটা ভারতীয় নাগরিকদের একটি জরুরি পরিচয় পত্র বটে। যাঁদের রেশন কার্ড আছে তাঁরা অনেকেই বিভিন্ন জায়গা থেকে কম দামে রেশন তোলেন কম দামে।

Aadhaar-Ration Link: এখনও আধার-রেশন লিংক করাননি? নির্বিঘ্নে পরিষেবা পেতে অনলাইনেই সারুন কাজ, দেখুন পদ্ধতি

যাঁরা হোয়াইট কার্ড হোল্ডার তাঁদের আগে রেশন কার্ড ডিজিটাইজ করতে হবে। তারপরই তাঁরা এই পরিষেবার সুবিধা পাবেন।

Aadhaar-Ration Link: এখনও আধার-রেশন লিংক করাননি? নির্বিঘ্নে পরিষেবা পেতে অনলাইনেই সারুন কাজ, দেখুন পদ্ধতি

ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই বিভাগের ইন চার্জ নেত্রা মানকামে জানিয়েছেন যাঁদের হোয়াইট কার্ড আছে তাঁদের ডিজিটাইজ করতেই হবে সেই কার্ড। তবে হোয়াইট কার্ড হোল্ডারদের রেশন কার্ডের সঙ্গে Aadhaar লিংক করতেই হবে এমন বাধ্যবাধকতা নেই। কিন্তু করতে চাইলে আগে ডিজিটাইজ করা আবশ্যক।

Aadhaar-Ration Link: এখনও আধার-রেশন লিংক করাননি? নির্বিঘ্নে পরিষেবা পেতে অনলাইনেই সারুন কাজ, দেখুন পদ্ধতি

অফলাইনে Aadhaar-Ration লিংকের পদ্ধতি

Aadhaar Card এর জেরক্স করান নিজের এবং পরিবারের। তারপর সেই জেরক্স কপিগুলো এবং বাড়ির সবার রেশন কার্ড নিয়ে দোকানে যান।

Aadhaar-Ration Link: এখনও আধার-রেশন লিংক করাননি? নির্বিঘ্নে পরিষেবা পেতে অনলাইনেই সারুন কাজ, দেখুন পদ্ধতি

বাড়ির যিনি মাথা তাঁর একটি পাসপোর্ট সাইজ ছবি নিন। এবার এই জিনিসগুলো রেশন দোকানে জমা দিয়ে দিন। 

Aadhaar-Ration Link: এখনও আধার-রেশন লিংক করাননি? নির্বিঘ্নে পরিষেবা পেতে অনলাইনেই সারুন কাজ, দেখুন পদ্ধতি

এবার আপনাকে ফিঙ্গারপ্রিন্ট ডিটেল দিতে বলা হবে আপনার Aadhaar ডেটাবেসের সঙ্গে ম্যাচ করানোর জন্য। এরপর সরকারি কর্মীরাই আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করিয়ে দেবেন। এবং কাজ হয়ে গেলে আপনাকে জানিয়ে দেবেন।

Aadhaar-Ration Link: এখনও আধার-রেশন লিংক করাননি? নির্বিঘ্নে পরিষেবা পেতে অনলাইনেই সারুন কাজ, দেখুন পদ্ধতি

এই কাজের জন্য যা যা লাগবে দেখে নিন: রেশন কার্ডের জেরক্স, বাড়ির সবার আধার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের জেরক্স। সঙ্গে বাড়ির প্রধানের এক কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে। এগুলো সঙ্গে নিয়ে রেশন দোকানে গেলে কাজ হয়ে যাবে।

Aadhaar-Ration Link: এখনও আধার-রেশন লিংক করাননি? নির্বিঘ্নে পরিষেবা পেতে অনলাইনেই সারুন কাজ, দেখুন পদ্ধতি

তবে কেবল অফলাইনে নয়, অনলাইনেও আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিংক করা সম্ভব। অর্থাৎ লাইনে গিয়ে দাঁড়িয়ে এই কাজ করার বদলে আপনি বাড়ি বসেও এটি সেরে ফেলতে পারবেন।

Aadhaar-Ration Link: এখনও আধার-রেশন লিংক করাননি? নির্বিঘ্নে পরিষেবা পেতে অনলাইনেই সারুন কাজ, দেখুন পদ্ধতি

অনলাইনে রেশন-আধার লিংক করার পদ্ধতি

এই কাজের জন্য আপনাকে PDS বা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম ওয়েবসাইটে যেতে হবে। আপনি যে রাজ্যের বাসিন্দা সেখানকার PDS ওয়েবসাইটে যান।

Aadhaar-Ration Link: এখনও আধার-রেশন লিংক করাননি? নির্বিঘ্নে পরিষেবা পেতে অনলাইনেই সারুন কাজ, দেখুন পদ্ধতি

এবার এই ওয়েবসাইটে গিয়ে সবার আগে লগইন করুন। এবার দেখুন একাধিক অপশনের মধ্যে একটি অপশন আছে Aadhaar Card এর সঙ্গে Ration Card লিংক করার। সেটাকে বেছে নিন।

Aadhaar-Ration Link: এখনও আধার-রেশন লিংক করাননি? নির্বিঘ্নে পরিষেবা পেতে অনলাইনেই সারুন কাজ, দেখুন পদ্ধতি

এবার একে একে আপনার রেশন কার্ডের সব তথ্য এখানে দিয়ে দিন। সঙ্গে দিয়ে দিন Aadhaar Card এর তথ্য।

Aadhaar-Ration Link: এখনও আধার-রেশন লিংক করাননি? নির্বিঘ্নে পরিষেবা পেতে অনলাইনেই সারুন কাজ, দেখুন পদ্ধতি

স্ক্রিনে যা যা জানতে চাইছে সেগুলো সব দিয়ে দেওয়ার পর আপনার Aadhaar Card যে ফোন নম্বরের সঙ্গে লিংক করা সেই নম্বরটি দিন। সমস্ত তথ্য ভরে একবার চেক করে নিন যে সঠিক তথ্য দিয়েছেন কিনা।

Aadhaar-Ration Link: এখনও আধার-রেশন লিংক করাননি? নির্বিঘ্নে পরিষেবা পেতে অনলাইনেই সারুন কাজ, দেখুন পদ্ধতি

সব তথ্য দেওয়া হয় গেলে সাবমিট করুন। এবার আপনার মোবাইলে একটি OTP আসবে।

Aadhaar-Ration Link: এখনও আধার-রেশন লিংক করাননি? নির্বিঘ্নে পরিষেবা পেতে অনলাইনেই সারুন কাজ, দেখুন পদ্ধতি

ভেরিফিকেশনের জন্য ফোনে আসা OTP দিয়ে দিন। OTP জমা দিলেই আপনার ফোনে একটি মেসেজ পেয়ে যাবেন যে আপনার অনুরোধ পেয়েছে ওরা। Aadhaar Card এর সঙ্গে Ration Card লিংক করার জন্য অনুরোধ করেছেন সেটার অ্যাকনলেমেন্ট মেসেজ পাবেন।

Aadhaar-Ration Link: এখনও আধার-রেশন লিংক করাননি? নির্বিঘ্নে পরিষেবা পেতে অনলাইনেই সারুন কাজ, দেখুন পদ্ধতি

তাই অন্তোঃদয় অন্ন যোজনার পরিষেবা নির্বিঘ্নে পেতে চাইলে এই কাজ অতি অবশ্যই 30 সেপ্টেম্বরের মধ্যে সেরে ফেলুন। আপনার সুবিধা অনুযায়ী অনলাইন বা অফলাইন কোনও একটি মাধ্যম বেছে নিতে পারেন।