40 হাজার টাকা দামের দারুন ক্যামেরা যুক্ত কিছু ফোন

দ্বারা Digit Bangla | আপডেট করা May 14 2019
40 হাজার টাকা দামের দারুন ক্যামেরা যুক্ত কিছু ফোন

এই সময়ে বাজারে এত বেশি স্মার্টফোন আছে যে সেই সব স্মার্টফোনের মধ্যে থেকে আপনারা নিজের পছন্দের স্মার্টফোন নিজের মতন করে বেছে নেওয়া যথেষ্ট দুষ্কর হয়ে ওঠে। কারও দরকার ভাল প্রসেসারের স্মার্টফোন তো কারও পছন্দ বড় ডিস্প্লের ফোন। আর এসবের মধ্যে সবারই একটি অন্যতম বড় চাহিদা হয়ে ওঠে ফোনের ক্যামেরা।

আর ভাল ক্যামেরার ফোন কেনার সময়ে যদি আপনার বাজেট একটু বেশি হয় তবে হয়ত আপনার চিন্তাও একটু কমে। আর তাই আজকে আমরা আপনাদের জন্য এখানে এমন কিছু স্মার্টফোন নিয়ে এসেছি। যেগুলির দাম হাজার চল্লিশের আর এর ক্যামেরা দারুন। আসুন তবে এই রেঞ্জের ভাল ক্যামেরা যুক্ত ফোন গুলি একবার দেখা নেওয়া যাক।

40 হাজার টাকা দামের দারুন ক্যামেরা যুক্ত কিছু ফোন

LG G7 THINQ

এই ফোনটিতে আপনারা একটি 6.1 ইঞ্চির QHD+ ডিসপ্লে পাচ্ছেন আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 3120x1440 পিক্সাল। আর এই ফোনে আপনারা 19:5:9 অ্যাস্পেক্ট রেশিওর ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আপনারা Boom Box স্পিকার পাবেন আর এটি আপনাদের ডাবল বেসের সুবিধা দেবে।

আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 প্রসেসার পাবেন আর এই ফোনের দুটি র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্ট আছে। তবে এর হাই এন্ড স্টোরেজ ভেরিয়েন্টটি শুধু দক্ষিণ কোরিয়াতে পাওয়া যায়। ফোনটিতে আপনারা একটি 16মেগাপিক্সালের কম্বো ক্যামেরা পাবেন আর সেলফির জন্য ফোনে একটি 8মেগাপিক্সলাএর ক্যামেরা দেওয়া হয়েছে।

40 হাজার টাকা দামের দারুন ক্যামেরা যুক্ত কিছু ফোন

SAMSUNG GALAXY NOTE8

Galaxy Note 8 ফোনটিতে আপনারা 12মেগাপিক্সলাএর সেন্সার পাবেন যা অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান যুক্ত। আর এই ফোনের ফ্রন্টে আপনারা 8মেগাপিক্সালের ক্যামেরা পাবেন। আর এই ফোনে 3,300mAh য়ের ব্যাটারি আছে।

Samsung Galaxy Note 8 ফোনে আপনারা 64GB ইন্টারনাল স্টোরেজ পাবেন আর এই ফোনের স্টোরেজ 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। ফোনে USB Type C পোর্ট দেওয়া হয়েছে।

40 হাজার টাকা দামের দারুন ক্যামেরা যুক্ত কিছু ফোন

ONEPLUS 6T

OnePlus 6T ফোনে আপনারা 6.41 ইঞ্চির অপ্টিক AMOLED 19:5:9 ডিসপ্লে পাবেন আর এর রেজিলিউশান 2340x1080p। আর এই ফোনের পিক্সাল ডেনসিটি 402PPI। আর এই ফোনে কর্নিং গোরিলা গ্লাস 6 য়ের প্রোটেকশান দেওয়া হয়েছে। আর এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 86 শতাংশ। ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 SoC আছে।

40 হাজার টাকা দামের দারুন ক্যামেরা যুক্ত কিছু ফোন

SAMSUNG GALAXY S8

Samsung Galaxy S8 Plus ফোনটির ফিচার্স দেখলে দেখতে হয় যে এতে 6.2 ইঞ্চির কোয়াড HD ইনফিনিটি ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ডিসপ্লের রেজিলিউশান 2960x1440 পিক্সাল। আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9। আর এই ফোনে Exynos 8895 চিপসেট দেওয়া হয়েছে আর এটি একটি অক্টা কোর প্রসেসার যার ক্লক স্পিড 2.3GHz।

আর এই ফোনে আপনারা 12MP র রেয়ার ক্যামেরা ডুয়াল পিক্সাল টেকনলজির সঙ্গে f/1.7 অ্যাপার্চারে পাবেন আর এই ফোনে ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই স্মার্টফোনটিতে 3500mAh য়ের ব্যাটারি আছে।

40 হাজার টাকা দামের দারুন ক্যামেরা যুক্ত কিছু ফোন

VIVO NEX

VIVO NEX Dual ডিসপ্লে এডিশান 6.39 ইঞ্চির সুপার AMOLED বেজেল লেস ডিসপ্লে যুক্ত আর এর অ্যাস্পেক্ট রেশিও 19;5:9 আর এই ফোনের রেজিলিউশান 1080x2340 পিক্সাল। আর এই ফোনে আপনারা রেয়ার ডিসপ্লে পাবেন 5.49 ইঞ্চির আর যা 1920x1080 পিক্সালের FHD রেজিলিউশান অফার করে। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 আছে। আর এই ফোনটি 10GB র‍্যাম আর 128GB স্টোরজের ফোন।

এই ভিভোফোনে আপনারা ফ্রন্ট ক্যামেরা পাবেন না। তবে এই ফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যা 12MP, 2MP আর 3D TOF( টাইম অফ ফ্লাই) ক্যামেরা যুক্ত।

40 হাজার টাকা দামের দারুন ক্যামেরা যুক্ত কিছু ফোন

MOTO Z

এই মোটোফোনটিতে টার্বোপাওয়ার্ড ব্যাটারি মোড, একটি ওয়ারলেস চার্জিং মোড, লেদার ফ্লিপ কেস, ইত্যাদি দেওয়া হয়েছে । আর এই ফোনটি শুধু ব্ল্যাক কালারেই পাওয়া যায়। আর এই ফোনের আপনারা 5.5 ইঞ্চির OLED ডিসপ্লে পাবেন আর যা শাটারপ্রুফ ডিসপ্লে। আর এই ফোনের 4GB/6GB আর 64GB/128GB স্টোরেজ ভেরিয়েন্টে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 আছে। আর এই ফোনে আপন্রা 5MP সেলফি ক্যামেরার সঙ্গে 12MP ডুয়াল রেয়রা ক্যামেরা পাবেন।

40 হাজার টাকা দামের দারুন ক্যামেরা যুক্ত কিছু ফোন

ASUS ZENFONE 3 DELUX

ছবি তোলার জন্য এই ফোনে একটি 23মেগাপিক্সলাএর সোনি সেন্সার দেওয়া হয়েছে আর এই ফোনটি 4K ভিডিও সাপোর্ট করে। আর এই ফোনে আপনারা একটি 8মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা পাবেন। আর এই ফোনে আপনারা 3000mAh য়ের ব্যাটারি পাবেন।

40 হাজার টাকা দামের দারুন ক্যামেরা যুক্ত কিছু ফোন

IPHONE 7

অ্যাপেল আইফোন 7 য়ে আপনারা 4.7 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এই ফোনের ডিসপ্লের রেজিলিউশান 1334x750 পিক্সাল। আর এই ফোনটিতে কোয়াড কোর A10 প্রসেসার দেওয়া হয়েছে। আর এই ফোনটি ওয়াটার আর ডাস্ট রেজিস্টেন্স যুক্ত।

iPhone 7 য়ে আপনারা 12 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা পাবেন আর এই ফোনে আপনারা ফ্রন্টে একটি 7 মেগাপিক্সালের ক্যামেরা পাবেন। আর এই ফোনটিতে 3.5mm অডিও জ্যাক নেই।

40 হাজার টাকা দামের দারুন ক্যামেরা যুক্ত কিছু ফোন

SONY XPERIA 10 PLUS

আমরা যদি ক্যামেরা ইত্যাদির বিষয়ে বলি তবে এই ফোনে আপনারা একটি 10MP র প্রাইমারি ক্যামের আর একটি 8মেগাপিক্সলাএর টেলিফটো লেন্স পাবেন, আর এই ফোনে 4K ভিডিও রেকর্ড করা যাবে। আর এছাড়া এই ফোনে আপনারা একটি 8মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা পাবেন।

আর এছাড়া আমরা যদি ফোনের প্রসেসারের বিষয়ে বলি তবে ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 প্রসেসার পাবেন আর এছাড়া এই ফোনে আপনারা 4GB র‍্যামের সঙ্গে 64GB স্টোরেজ পাবেন আর এই স্টোরেজ 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।

40 হাজার টাকা দামের দারুন ক্যামেরা যুক্ত কিছু ফোন

HONOR VIEW 20

এই ডিভাইসে ডুয়াল বা ট্রিপেল ক্যামেরা বদলে 48MP র সিঙ্গেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে আর যা Sony IMX586 সেন্সার যুক্ত। আর এই ফোনে আপনারা ISP আর ডুয়াল NPU য়ের সাহায্যে AI য়ের ব্যাবহার করতে পারবেন। আর এই ডিভাইসের প্রধান ক্যামেরা CMOS সেন্সারের সঙ্গে 0.8um পিক্সাল ইন 4 in 1 লাইট য়ের ব্যাবহার করতে পারবেন।