এই 10টি ফিচার্স গুগল পিক্সাল 2 আর পিক্সাল 2 XL কে স্পেশাল বানিয়েছে

দ্বারা Aparajita Maitra | আপডেট করা Oct 11 2017
এই  10টি ফিচার্স গুগল পিক্সাল 2 আর পিক্সাল 2 XL কে স্পেশাল বানিয়েছে

গুগল পিক্সাল 2 আর পিক্সাল 2 XL ফোন দুটি লঞ্চ হয়ে গেছে আর এটি গুগলের সব থেকে বেশি প্রিমিয়াম ফোন। এর মধ্যে এদের মধ্যে কলস লিডিং ফিচার্স দেওয়া হয়েছে। আর এর সঙ্গে এর ডিজাইন একে আরও প্রিমিয়াম করে তুলেছে। এটি খুব তাড়াতাড়ি ভারতে কিনতে পাওয়া যাবে। Google Pixel 2 আর Pixel 2 XL এর জন্য প্রি অর্ডার 26 অক্টোবর থেকে শুরু হবে। Pixel 2 কে 1 নভেম্ব্র থেকে ভারতে 1000’র থেকে বেশি রিটেলে বিক্রির জন্য পাওয়া যাবে। আর সেখানে Pixel 2 XL 15 নভেম্বর থেকে বিক্রি করা হবে। Pixel 2 ফোনটি 64GB ভেরিয়েন্টের দাম 61,000 টাকা হবে আর সেখানে 128GB ভেরিয়েন্টটির দাম 70,000 টাকা হবে। আর অন্যদিকে Pixel 2 XL এর 64GB ভেরিয়েন্টটির দাম 73,000 টাকা হবে আর সেখানে এই ডিভাইসের 128GB ভেরিয়েন্টটির দাম 82,000 টাকা হবে। আমরা এখানে আপনাদের এই দুটি ফোনের 10টি স্পেশাল ফিচার্সের কথা বলব। যা এই ফোন দুটিকে স্পেশাল করেছে। 

এই  10টি ফিচার্স গুগল পিক্সাল 2 আর পিক্সাল 2 XL কে স্পেশাল বানিয়েছে

সম্পূর্ণ ভাবে অ্যান্ড্রয়েড পরিচালিত

সবার আগে আর সব থেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্ত্র এই যে এটি সম্পূর্ণ রূপে একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন, যা অনেকের কাছেই সব থেকে বেশি আকর্ষণের বিষয়। কেন? এই Pixel 2  আর Pixel 2 XL  ফোন দুটি পরবর্তীকালে আসা নতুন অ্যান্ড্রয়েডের আপডেট সবার আগে পাবে। আর এর মধ্যে যে ইউজার্সরা অন্য অ্যান্ড্রয়েড বেসড স্মার্টফোনের ব্যবহার করে তাদের অ্যান্ড্রয়েডের নতুন আপডেটের জন্য অনেক বেশি দিনের অপেক্ষা করতে হবে। শুধু এই নতুন দুটি ফোনের ইউজার্সকে সি দীর্ঘ অপেক্ষায় থাকতে হবেনা। 

এই  10টি ফিচার্স গুগল পিক্সাল 2 আর পিক্সাল 2 XL কে স্পেশাল বানিয়েছে

ফিচার প্রায়োরিটি

এই দুটি ফোন Pixel 2 আর Pixel 2 XL এ প্রায় একই রকমের ফিচার্স দেওয়া হয়েছে। এই ফোন দুটির আকার অনুসারে এদের ফিচার্সের মধ্যে কোন পার্থক্য করা হয়নি। 

এই  10টি ফিচার্স গুগল পিক্সাল 2 আর পিক্সাল 2 XL কে স্পেশাল বানিয়েছে

নতুন ডিজাইন

ছোট Pixel 2 আর তুলনায় Pixel 2 XL একটু নতুন, কিন্তু দুটি ফোনের সিল্ক ইনিবডি অ্যালিমিনিয়াম কন্সট্রাকশান দেওয়া হয়েছে। যার ফলে এবার আপনাকে ফালতু অ্যান্টেনা লাইন দেখতে হবেনা। 

এই  10টি ফিচার্স গুগল পিক্সাল 2 আর পিক্সাল 2 XL কে স্পেশাল বানিয়েছে

অলওয়েজ অন ডিসপ্লে

অন্যান্য ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মতনই Pixel 2 আর Pixel 2 XL ও অলওয়েজ অন ডিসপ্লে ফিচার যুক্ত। যা সময় নোটিফিকেশান আর দরকারি খবর দেখায়। 

এই  10টি ফিচার্স গুগল পিক্সাল 2 আর পিক্সাল 2 XL কে স্পেশাল বানিয়েছে

নাও প্লেইং

যদি কখনো ইউজার্সদের কাছে কোন গান প্লে ন্য তবে এই ফোন দুটি তা চিনে নিয়ে তা স্ক্রিনে আর্টিস্ট আর ট্র্যাকের খবর আপনাকে শো করে দেয়, যার ফলে ইউজার্স সহজেই সেই গানকে গুগল মিউজিক বা ইউটিউবে প্লে করতে পারে। 

এই  10টি ফিচার্স গুগল পিক্সাল 2 আর পিক্সাল 2 XL কে স্পেশাল বানিয়েছে

অ্যাক্টিভ এজ

শুধু Pixel 2 বা Pixel 2 XL কে স্কুইজ করুন আর গুগল অ্যাসিস্টেন্স লঞ্চ করবে। এই ফিচারটি আপনার অন্য কাজেও লাগবে। যেমন সেলফি নেওউয়ার জন্য স্কুইজ করা। 

 

এই  10টি ফিচার্স গুগল পিক্সাল 2 আর পিক্সাল 2 XL কে স্পেশাল বানিয়েছে

গুগল লেন্স

ক্যামেরার কোন টেক্সচার, নম্বর বা ল্যান্ডমার্কে পয়েন্টেড করার পরে গুগল লেন্স সেই অনুসারে অ্যাক্ট করবে। উদাহরণ স্বরূপ বলা যায়, যে আপনি যদি Pixel 2 এর ক্যামেরা কোন ফিল্ম পোস্টারর ওপর পয়েন্ট করেন তবে গুগল লেন্স সেই ফিল্মের বিষয়ে আপনাকে খবর দেবে। 

এই  10টি ফিচার্স গুগল পিক্সাল 2 আর পিক্সাল 2 XL কে স্পেশাল বানিয়েছে

ক্যামেরা

গত বছর কোম্পানি অরিজিলান Pixel আর Pixel XL লঞ্চ করেছিল, যা বিশ্বের সেরা ক্যামেরা বলে মনে করা হয় আর এবার Google, Pixel 2 আর Pixel 2 XL ফোন দুটিতে আরও ভাল ক্যামেরা দিয়েছে। 

এই  10টি ফিচার্স গুগল পিক্সাল 2 আর পিক্সাল 2 XL কে স্পেশাল বানিয়েছে

ফ্রি গুগল হোম মিনি

Pixel 2 বা Pixel 2 XL কেনার পরে আপনি লিমিটেড সময়ের জন্য $50 এর ফ্রি গুগল হোম মিনি স্পিকার পাবেন। 

এই  10টি ফিচার্স গুগল পিক্সাল 2 আর পিক্সাল 2 XL কে স্পেশাল বানিয়েছে

গুগল অ্যাসিস্টেন্স

গুগল অ্যাসিস্টেন্স একটি ভার্চুয়াল অ্যাসিস্টেন্স আর এটি আইফোনের Siri’র মতনই কাজ করে। এর মাধ্যমে আপনি আপনার কিছু কাজ খুব সহজেই করতে পারবেন।