Google Pixel 6 এই বছরের শেষের দিকে লঞ্চ করা যেতে পারে। Pixel 6 এর সাথে, কোম্পানি Pixel 6 Pro-ও আনতে পারে সংস্থা। এই দুটি স্মার্টফোনই গুগলের ইন হাউস Tensor প্রসেসরের সঙ্গে দেওয়া হবে। স্যামসাংয়ের সহযোগিতায় গুগল এই প্রসেসর তৈরি করেছে। কোম্পানি সম্প্রতি নিশ্চিত করেছে যে তাদের আসন্ন স্মার্টফোনগুলি টেন্সর প্রসেসরের সাথে আসবে। এছাড়াও, Google Pixel 6 Series-এ Android 12 অপারেটিং সিস্টেম থাকবে। ক্যামেরা ফিচার, ডিজাইন, সফটঅয়্যার, AI ফিচার সবমিলিয়ে গুগল পিক্সেল হয়ে উঠতে পারে এখনকার ব্র্যান্ডগুলির যোগ্য কম্পিটিটর। আসুন জেনে নেওয়া যাক আপকমিং Google Pixel 6 Series-এর বিশেষ কিছু ফিচার যা এখনও পর্যন্ত সামনে এসেছে।
এই সিরিজের দুইটি ফোন কেই খানিকটা একইরকম দেখতে। ফ্রন্ট স্ক্রিন এ রয়েছে মিডিলে পাঞ্চ হোল ডিসপ্লে। পিছনে রয়েছে আয়তক্ষেত্রাকার protruding ক্যামেরা বার। Pixel 6 ও Pixel 6 PRO –র মধ্যে কেবল একটা পার্থক্য এটাই রয়েছে যে PRO ভার্সন এ Camera bar-র ওপরে বেশি জায়গা রয়েছে। Pixel 6 ভার্সনটির রয়েছে গ্লসি আলুমিনিয়াম ফিনিশ এবং Pixel 6 PRO ভার্সনটির রয়েছে ম্যাট ফিনিশ।
Google Pixel 6 PRO তে রয়েছে 6.7 inch QHD + ডিসপ্লে এবং এর রিফ্রেশ রেট 120Hz। গুগল Pixel 6 এ রয়েছে 6.4 inch FHD + ডিসপ্লে এবং রিফ্রেশ রেট 90 Hz। Pixel 6 PRO –র স্ক্রিনের নীচের অংশটি কিছুটা কার্ভ করা, অন্যদিকে Pixel 6 –এর নীচের অংশটি এক্কেবারে ফ্লাট।
গুগল Pixel 6 ফোনের প্রসেসরগুলি হল Tensor SoC চিপসেট এর। যা গুগল বিশেষ করে এই সিরিজের মোবাইল গুলির জন্য বানিয়েছে। নতুন এই চিপ সেট গুলি সম্পর্কে গুগল এখনও বিস্তারিতভাবে তেমন কিছু জানায়নি। তবে যা বলা হয়েছে, তাতে জানা গিয়েছে যে এটি speech recognition. Voice recognition, translation এর ক্ষেত্রে ভাল কাজে দেবে। দুইটি ফোনেই থাকবে 5G সার্ভিস।
Google Pixel 6 PRO-এর ক্যামেরা স্পেসিফিকেশন এ দেখা যাচ্ছে যে এতে রয়েছে একটি telephoto lens এবং একটি 4x optical zoom lens। যদিও গুগল Pixel 6 মডেলে telephoto সেন্সর থাকবে না।
Pixel 6 ও Pixel 6 PRO ফোন অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে Android 12। এর ইন্টারফেসের নাম ‘Material You’. থাকবে ব্লেন্ড কালারের অপশন যা প্রতিটি ডিভাইস কে ইউনিক করে তুলবে।
গুগল Pixel 6 ফোনে থাকবে Titan M2 সিকিউরিটি চিপ। দুটি মডেলেই থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। অন্যান্য ফোনের তুলনায় সবচাইতে বেশি হার্ডওয়্যারের সুরক্ষা দেবে এই এডিশনটি।
গুগল Pixel 6 ফোন টি আসবে পিঙ্ক, ব্ল্যাক ও গ্রে কালার ভেরিয়েন্টে। যদিও গুগল এর পক্ষ থেকে অফিসিয়ালি এই বিষয়ে কিছু ঘোষণা করা হয়নি।
গুগল Pixel 4 ও Pixel 5 সিরিজকে ভারতে লঞ্চ করা হয়নি। তাই নতুন এই সিরিজ আদৌ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে কিনা, তা নিয়ে কোন নিশ্চয়তা নেই। ভারতের বাজারে গুগল লঞ্চ করেছে তার A সিরিজের ফোনগুলি।
গুগল Pixel 6 সিরিজের দুইটি মডেলের দাম হতে পারে আমেরিকায় প্রায় 1000 ডলারের কাছাকাছি। তবে ভারতে এই সিরিজ লঞ্চ হলে এর দাম হবে 1 লাখ টাকার ওপরে।
গুগল Pixel 6 সিরিজের স্মার্টফোন গুলি আমেরিকার বাজারে পাওয়া যেতে পারে অক্টোবর এর শেষের দিক থেকে। যদিও অনুমান এই সিরিজটি অফিসিয়ালি লঞ্চ করবে অক্টোবরের শুরুতে।