Play Store-এ মিলল 13 ভয়ঙ্কর Android App এর হদিস, আপনার ফোনে নেই তো এগুলো?

দ্বারা Joyeeta Bhattacharya | আপডেট করা Nov 24 2022
Play Store-এ মিলল 13 ভয়ঙ্কর Android App এর হদিস, আপনার ফোনে নেই তো এগুলো?

Google সম্প্রতি Play Store থেকে এমন 13 ক্ষতিকর অ্যাপ সরাল যা প্রায় 20 মিলিয়নের বেশি বার ডাউনলোড করা হয়েছে। সিকিউরিটি রিসার্চের সময় এই অ্যাপগুলোতে ম্যালিসিয়াস অ্যাকটিভিটি দেখা গিয়েছে। ফলে বুঝতেই পারছেন এই অ্যাপ ফোনে থাকা মানে সেটা কতটা ক্ষতিকর, যেমন দ্রুত ব্যাটারি শেষ করে দিতে পারে, তেমনই প্রয়োজনের থেকে বেশি ডেটা ব্যবহার করতে পারে।

Play Store-এ মিলল 13 ভয়ঙ্কর Android App এর হদিস, আপনার ফোনে নেই তো এগুলো?

McAfee Mobile Research Team এর তরফে গবেষকরা এই 13টি অ্যাপকে চিহ্নিত করেন যার মধ্যে ম্যালিসিয়াস কোড রয়েছে। এই অ্যাপগুলোর তালিকায় আছে Fashlight, QR Readers, Camara, Unit Converters এবং Task Managers।

Play Store-এ মিলল 13 ভয়ঙ্কর Android App এর হদিস, আপনার ফোনে নেই তো এগুলো?

যখনই কেউ এই অ্যাপগুলোকে ডাউনলোড করতেন তখন তার সঙ্গে আরও একটি কোড চুপিসারে ডাউনলোড হয়ে যেত যা আপনার অজান্তেই ফোনের ক্ষতিকর এবং আপনি প্রতারণার শিকার হতেন। Google এর তরফে এই 13টি অ্যাপকে সরিয়ে দেওয়া হয়েছে Play Store থেকে।

Play Store-এ মিলল 13 ভয়ঙ্কর Android App এর হদিস, আপনার ফোনে নেই তো এগুলো?

তবে Google ডিলিট করল মানেই আপনি নিরাপদ এমনটা নয়। হ্যাঁ, আপনি আর এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন না নতুন করে, কিন্তু আপনার ফোনে যদি থেকে থাকে অ্যাথলে আপনাকে কিন্তু সেটাকে আনইনস্টল করতে হবে। দেখুন ক্ষতিকর অ্যাপের তালিকা।

Play Store-এ মিলল 13 ভয়ঙ্কর Android App এর হদিস, আপনার ফোনে নেই তো এগুলো?

হাই স্পিড ক্যামেরা

এই ক্যামেরা ব্যবহারকারীদের দ্রুত গতিতে একাধিক ছবি তুলতে সাহায্য করে। এই অ্যাপের সাহায্যে কোনও খেলা বা বাচ্চাদের স্পষ্ট এবং ভালো ছবি তোলা সম্ভব।

Play Store-এ মিলল 13 ভয়ঙ্কর Android App এর হদিস, আপনার ফোনে নেই তো এগুলো?

Smart Task

এই অ্যাপের সাহায্যে ব্যবহারকারীরা সহজেই তাঁদের কাজকে ম্যানেজ করতে পারেন। এরা একটা কাস্টোমাইজড ড্যাশবোর্ড দিয়ে থাকে ব্যবহারকারীদের যা তাঁদের কাজকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে সাহায্য করে। একই সঙ্গে কাজের সমস্ত ট্র্যাক রাখা যায়।

Play Store-এ মিলল 13 ভয়ঙ্কর Android App এর হদিস, আপনার ফোনে নেই তো এগুলো?

Flashlight+

এটি একটি Flashlight অ্যাপ যা কোনও ব্যক্তিগত তথ্য চায় না। নিরাপদে এটা ব্যবহার করা যায়। 

Play Store-এ মিলল 13 ভয়ঙ্কর Android App এর হদিস, আপনার ফোনে নেই তো এগুলো?

Memo Calender

এটা একটা সিম্পল ক্যালেন্ডার নোট অ্যাপ। এটার সাহায্যে আপনি সহজেই নোট করতে পারবেন বিভিন্ন জিনিশ এবং জরুরি বিষয় মার্ক করতে পারবেন নানান রঙ দিয়ে। পাসওয়ার্ড দিয়ে নোটস সুরক্ষিত রাখতে পারবেন এখানে। 

Play Store-এ মিলল 13 ভয়ঙ্কর Android App এর হদিস, আপনার ফোনে নেই তো এগুলো?

English Korean Diary

এটা একটা পকেট ফ্রেন্ডলি ডিকশনারি অ্যাপ যা আপনি অনলাইন বা অফলাইন দুইভাবেই ব্যবহার করতে পারবেন।

Play Store-এ মিলল 13 ভয়ঙ্কর Android App এর হদিস, আপনার ফোনে নেই তো এগুলো?

BusanBus

এই অ্যাপের সাহায্যে Busan এর সমস্ত রুটের বাসের তথ্য মেলে।

Play Store-এ মিলল 13 ভয়ঙ্কর Android App এর হদিস, আপনার ফোনে নেই তো এগুলো?

Quick Notes

এই অ্যাপের সাহায্যে খুব সহজেই এবং জলদি নোট নেওয়া যায়। সহজে ব্যবহার করা যায় অ্যাপটিকে। 

Play Store-এ মিলল 13 ভয়ঙ্কর Android App এর হদিস, আপনার ফোনে নেই তো এগুলো?

Smart Currency Converter

এই অ্যাপের সাহায্যে সহজেই এক কারেন্সি থেকে অন্য কারেন্সিতে অর্থের দাম নির্ধারণ করা যায়।

Play Store-এ মিলল 13 ভয়ঙ্কর Android App এর হদিস, আপনার ফোনে নেই তো এগুলো?

Joycode

এই অ্যাপে QR কোড স্ক্যানার, বার কোড রিডার, ইত্যাদি পাওয়া যায়।

Play Store-এ মিলল 13 ভয়ঙ্কর Android App এর হদিস, আপনার ফোনে নেই তো এগুলো?

EzDica

এটা একটি টাইমস্ট্যাম্প ক্যামেরা যেখানে দিন এবং সময় দিয়ে ছবি তোলা যায়।

Play Store-এ মিলল 13 ভয়ঙ্কর Android App এর হদিস, আপনার ফোনে নেই তো এগুলো?

Instagram Profile Downloader

এই অ্যাপটির সাহায্যে ব্যবহারকারীরা সহজেই ইনস্টাগ্রামের ছবি ডাউনলোড বা সেভ করতে পারেন, একই সঙ্গে ভিডিও, পোস্ট, ইত্যাদি।

Play Store-এ মিলল 13 ভয়ঙ্কর Android App এর হদিস, আপনার ফোনে নেই তো এগুলো?

Ez Notes

এটি একটি নোট অর্গানাইজার যেখানে সহজেই হ্যান্ডস ফ্রি নোটস ক্যাপচার করা যায়। এখানে একাধিক অন্যান্য ফিচারও মেলে।

Play Store-এ মিলল 13 ভয়ঙ্কর Android App এর হদিস, আপনার ফোনে নেই তো এগুলো?

Image Vault- Hide Image

এই অ্যাপের সাহায্যে আপনি আপনার ফোনের ছবি ইত্যাদি লুকিয়ে রাখতে পারবেন। এই অ্যাপে পাসওয়ার্ডের সুরক্ষা পেয়ে যাবেন। 

Play Store-এ মিলল 13 ভয়ঙ্কর Android App এর হদিস, আপনার ফোনে নেই তো এগুলো?

সম্প্রতি MalwareBytes এর তরফে এমন অ্যাপের একটি তালিকা প্রকাশ করেছিল, যার মধ্যে রয়েছে ভাইরাস। এটি একটি ব্যাঙ্কিং ট্রোজান অ্যাপ যা যেকোনো ইউজারের পার্সনাল ডেটা চুরি করতে পারে।

Play Store-এ মিলল 13 ভয়ঙ্কর Android App এর হদিস, আপনার ফোনে নেই তো এগুলো?

আপনি যদি নিরাপদ অনলাইন ব্যাঙ্কিং উপভোগ করতে চান, তবে আপনার ফোন থেকে এক্ষুনি এই অ্যাপস সরিয়ে দেওয়া উচিত। এই অ্যাপগুলি গুগল প্লে স্টোরে ইনফেক্টেড অ্যাপের লিস্টে রয়েছে। আসুন জেনে নেওয়া এই অ্যাপগুলি সম্পর্কে...

Play Store-এ মিলল 13 ভয়ঙ্কর Android App এর হদিস, আপনার ফোনে নেই তো এগুলো?

ব্লগ পোস্টে চারটি ভাইরাস Apps লিস্ট করা হয়েছে। যেগুলোতে ট্রোজান পাওয়া গিয়েছে।

  • Bluetooth Auto Connect
  • Bluetooth App Sender
  • Driver: Bluetooth, USB, Wi-Fi
  • Mobile Transfer: smart switch

Play Store-এ মিলল 13 ভয়ঙ্কর Android App এর হদিস, আপনার ফোনে নেই তো এগুলো?

এই চারটি ম্যালওয়্যার আপনার স্মার্টফোনের অ্যাক্সেস ফিশিং ওয়েবসাইট এবং অ্যাপ কে দেয়। এই অ্যাপগুলি এখন পর্যন্ত 10 লক্ষের বেশি ডাউনলোড করা হয়েছে। এছাড়া পুরনো ভার্সনের পাশাপাশি এই অ্যাপ নতুন ভার্সনেও ভাইরাস পাওয়া গিয়েছে।