জিও গিগাফাইবার পরিষেবার কিছু সুবিধা

দ্বারা Digit Bangla | আপডেট করা Aug 21 2019
জিও গিগাফাইবার পরিষেবার কিছু সুবিধা

জিও গিগাফাইবার সম্প্রতি তাদের লেটেস্ট পরিষেবা হিসেবে জিওর অ্যানুইয়াল জেনারলে মিটিংয়ে এসেছে। আর এই ব্রডব্যান্ড পরিষেবার অপেক্ষায় সবাই অনেক দিন ধরে ছিল। আর এবার রিলায়েন্স তাদের এই পরিষেবা অফিসিয়ালি নিয়ে এসেছে।

রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড তাদের অ্যানোয়াল জেনারেল মিটিংয়ের সময়ে তাদের এই FTTH পরিষেবা নিয়ে এসেছে। আর এটি 5 সেপ্টেম্বর থেকে শুরু হবে। আর এই পরিষেবা 700 টাকা থেকে 10,000 টাকার মধ্যে আসবে বলে জানা গেছে।

আর শুধু এই নয় এই সময়ে কোম্পানি IoT platform, set-top box, Jio Postpaid Plus plans, Jio Fiber Welcome Offer, Jio First-Day-First-Showয়ের কথাও ঘোষনা করে।

আর আজকে আমরা এখানে জিও ফাইবার পরিষেবাও বাকি পরিষেবার বিষয়ে আর যা যা জানা গেছে সেই সব কিছু এখানে একবার আলোচনা করব।

জিও গিগাফাইবার পরিষেবার কিছু সুবিধা

কবে থেকে জিও গিগাফাইবার পরিষেবা আসবে

জিওগিগাফাইবার পরিষেবা কমার্সিয়ালি 5 সেপ্টেম্বর থেকে শুরু হবে। আর এটি 700 টাকার প্রাথমিক দামে আসবে। আর এতে আপনারা 100Mbps স্পিড পাবেন। আর এর সঙ্গে 10,000 টাকার প্ল্যানে গ্রাহকরা 1 Gbps স্পিড পাবেন।

জিও গিগাফাইবার পরিষেবার কিছু সুবিধা

আন্তর্জাতিক কল সস্তা হবে

জিও গিগা ফাইবার পরিষেবা রিলায়েন্স গ্রাহকদের জন্য আন্তর্জাতিক কল সস্তা করেছে। আর এর জন্য কোম্পানি একটি নতুন প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানে জিও ফাইবার গ্রাহকরা আমেরিকা, কানাডা মাসে 500 টাকার আনলিমিটেড কল করতে পারবেন। আর এই প্ল্যান 1 মাসের জন্য বৈধ হবে।

জিও গিগাফাইবার পরিষেবার কিছু সুবিধা

সেট টপ বক্সে গ্রাকরা গেমিং করতে পারবেন

আপনাদের জানিয়ে রাখি যে রিলায়েন্স জিও সেট টপ বক্সে গ্রাহকদের দারুন গেমিং করার জন্য সারা বিশ্বের সেরা গেমিং কোম্পানির সঙে পার্টনার্শিপ করেছে। আর এর মধ্যে আছে PUBG মোবাইলের মতন জনপ্রিয় গেমও অন্য জনপ্রিয় গেম বানানোর মতন একাধিক কোম্পানি। আর এই ইভেন্টের সময়ে এখানে ফিফার সেটটপ বক্সে Xbox controller য়ের সঙ্গে এডজ computing য়ের ডেমোও দিয়েছে। আর বক্সে 4K UHD রেজিলিউশান সাপোর্ট ভয়েস অ্যাসিস্টেন্স, মাল্টিপ্লেয়ার গেমিং আর স্মার্ট হোম সলিউশান আছে। আর জিও encent Games, , Microsoft, Riot Games, Milestoneআর Gameloft য়ের সঙ্গে পার্টনার্শিপ করেছে।

জিও গিগাফাইবার পরিষেবার কিছু সুবিধা

জিও সাবস্ক্রিপশানে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার সুযোগ

এবার জিও গ্রাহকরা তাদের পছন্দের সিনেমা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে পারবেন। আর তাও নিজের বাড়িতে বসে নিজের টেলিভিশানে। হ্যাঁ এই দারুন প্ল্যানও এসেছে। মানে এবার কোন সিনেমা রিলিজ করার পরে টিকিট কেটে সিনেমা দেখতে যাওয়ার দরকার হবে না। আর এই পরিষেবা OTT গ্রাহকদের জন্য। আর এখানে নেটফ্লিক্স আর অ্যামাজন প্রাইমের সুবিধাও পাবেন। আর জিও ফার্স্ট ডে ফার্স্ট শো 2020 র মধ্যে এসে যাবে।

জিও গিগাফাইবার পরিষেবার কিছু সুবিধা

জিও গিগা ফাইবের গ্রাহকদের জন্য জিও পোস্ট পেড প্লাস

এবার রিলায়েন্স জিও তাদের জিও ফাইবার পরিষেবার  একটি প্রিমিয়াম ভার্সান এনেছে। আর এটি জিও পোস্টপেড প্লাস নামে এসেছে। আর এই পরিষেবা আন্তর্জাতিক রোমিং, ফেলিং প্ল্যান, প্রায়ওরিটি সিম সেটআপ হোম পরিষেবা আর ফোণ আপগ্রেড যুক্ত। আর এই জিও পোস্ট পেড প্লাস পরিষেবা 5 সেপ্টেম্বর থেকে শুরু হবে।

জিও গিগাফাইবার পরিষেবার কিছু সুবিধা

রিলায়েন্স জিও টিভি পরিষেবা

রিলায়েন্স চেয়ারম্যান  আর কোম্পানির  ডিরেক্টার মুকেশ আম্বানি জানিয়েছেন যে জিও গিগাফাইবার ইন্টারনেট থিংস প্ল্যাটফর্মে 1 জানুয়ারি 2020 থেকে শুরু হবে। আর কোম্পানি এও জানিয়েছে যে রিলায়েন্স জিও IoT পরিষেবার মাধ্যমে এক বিলিয়ান ডিভাইস আগামী দু বছরের মধ্যে কানেক্ট করবে।

জিও গিগাফাইবার পরিষেবার কিছু সুবিধা

HD টিভি আর 4K সেট টপ বক্স

জিও ফাইবার পরিষেবা আপনারা জিও ফাইবার ওয়েলকাম অফারে পাবেন। আর এই পরিষেবাতে আপনারা এক বছরের জন্য পাবেন। আর গ্রাহকরা যদি লো এন্ড প্ল্যান নেয় তবে HDTV 4K সেট টপ বক্স ফ্রি হবে। আর এখানে আপনারা হাই এন্ড অ্যানুয়াল প্ল্যান চান তবে আপনারা 4K টিভি আর 4K সেট টপ বক্স ফ্রি পাবেন।

জিও গিগাফাইবার পরিষেবার কিছু সুবিধা

অ্যান্ড্রয়েড টিভি বা ফায়ার টিভি স্টিকের মতন আপনার টিভি কাজ করবে

রিলায়েন্স অ্যানুয়াল জেনারেল মিটিংয়ের সময়ে জিও সেট টপ বক্স আনা হয়েছে। আর এটি টিভির সঙ্গে ব্যাবহার করা যাবে। আর এটি অ্যান্ড্রয়েড টিভি বা ফায়ার টিভি স্টিকে কাজ করবে। আর এর সঙ্গে গ্রাহকরা এটি আলাদা অ্যাল অ্যাপ আর গেম পাবেন। আর এর স্নে আপনারা এতে একটি ইনবিল্ড গ্রাফিক্স চিপসেট পাবেন।

জিও গিগাফাইবার পরিষেবার কিছু সুবিধা

নতুন স্টার্টআপের জন্য ইন্টারনেট আর ক্লাউড পরিষেবা ফ্রি পাওয়া যাবে

জিও জানিয়েছে যে মাইক্রো সফটের সঙ্গে জিও ডিজিটাল প্ল্যাটফর্ম আর সলিউশান আসবে। আর এই পার্টনার্শিপের মাধ্যমে সারা দেশে বড় ভাবে ডাটা স্ট্যাট্রার আসবে। আর জিও ডিজিটাল প্ল্যাটফর্ম আর সলিউশানও 1 জানুয়ারি 2020 থেকে আসবে। আর আপনাদের এও জানিয়ে রাখি যে ইন্টারনেট টিভি আর কানেক্টিভিটির জন্য স্টার্টআপ ফ্রি হবে। আর এর সঙ্গে এটি অর্গানাইজেশান এতে আগ্রহী থাকলে এদের ওয়েবসাইটে দেখতে পারবেন।

জিও গিগাফাইবার পরিষেবার কিছু সুবিধা

সেটটপ বক্সের সঙ্গে টিভিতে ভিডিও কলিং করা যাবে

জিও গিগাফাইবার গ্রাহকরা এবার তাদের সেটটপ বক্সের মাধ্যমে টিভিতে ভিডিও কলিং আর কনফারেন্স করতে পারবেন। আর ভিডিও কলিংয়ের জন্য সর্বাধিক 4 জন এক্সঙ্গে কনফারেন্সে থাকতে পারে। আর গ্রাহকরা এটি টিভির মাধ্যমে ভিডিও কলও করতে পারবেন।