ট্রিপেল ক্যামেরা সেটআপ যুক্ত ভারতের এই সময়ের কিছু লেটেস্ট ফোন

দ্বারা Digit Bangla | আপডেট করা Aug 20 2019
ট্রিপেল ক্যামেরা সেটআপ যুক্ত ভারতের এই সময়ের কিছু লেটেস্ট ফোন

এই সময়ে ট্রিপেল ক্যামেরা ফোনের চাহিদা তুঙ্গে আর এই সময়ে বেশ কিছু কোয়াড ক্যামেরা ফোন আর নোকিয়ার পেন্টা ক্যামেরা ফোনও আছে। তবে এক সময়ে যখন ডুয়াল ক্যামেরার ফোন চাইতে সবাই তেমনি এখন একটি ট্রিপেল রেয়ার ক্যামেরার ফোন কমন ব্যাপার হয়ে গেছে। আর এই সময়ে বেশ কিছু ট্রিপেল রেয়ার ক্যামেরা ফোন বাজারে পাওয়া যায়। আর আজকে আমরা এখানে আপনাদের সেই সব ফোনের বিষয়েই বলব।

আসলে এই সময়ে স্মার্টফোন কোম্পানি গুলি ফোনের ক্যামেরার ওপরে দারুন সব কাজ করছে ফোনের ক্যামেরা সেন্সারও এখন আগের থেকে অনেক ভাল হয়ে উঠেছে। আর এখন আমরা দেখব যে এই সময়ের কিছু দারুন ট্রিপেল রেয়ার ক্যামেরা ফোনের বিষয়ে।

ট্রিপেল ক্যামেরা সেটআপ যুক্ত ভারতের এই সময়ের কিছু লেটেস্ট ফোন

Huawei Y9 Prime 2019

Huawei র এই ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই পাবেন আর এই ফোনে এর সঙ্গে আছে অক্টা কোর হিলিকন কিরিন 710 প্রসেসার আর এই ফোনে এর সঙ্গে 4000mAh য়ের ব্যাটারি আছে। আর ফোনে আছে ট্রিপেল রেয়ার ক্যামেরা আর ফোনের ফ্রন্টে একটি পপ আপ 16MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যায়।

ট্রিপেল ক্যামেরা সেটআপ যুক্ত ভারতের এই সময়ের কিছু লেটেস্ট ফোন

Xiaomi Redmi K20 Pro

রেডমির এই ফোনটিতে আপনারা 6.39 ইঞ্চির AMOLED ডিসপ্লে যুক্ত আর এই ফোনে আপনারা 91.9 স্ক্রিন টু বডি রেশিও পাবেন। আর এই ফোনে আপনারা 7th জেনারেশানের ইন ডিসপ্লে ফিওঙ্গার প্রিন্ট সেন্সার আছে। আর এই ফোনটি তে আপনারা ট্রিপেল রেয়ার ক্যামেরার সঙ্গে আর এই ফোনে আপনারা ফ্রন্টে একটি পপ আপ ক্যামেরা পাবেন।

ট্রিপেল ক্যামেরা সেটআপ যুক্ত ভারতের এই সময়ের কিছু লেটেস্ট ফোন

Xiaomi Redmi K20

এই ফোনে আপনারা স্ন্যাপড্র্যাগন 730 পাবেন আর এর সঙ্গে এই ফোনে আপনারা 4000mAh য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনের ব্যাটারিটি 18W ফাস্ট চার্জ সাপোর্ট করবে। আর এই ফোনে আছে একটি 20MP র পপ আপ সেলফি ক্যামেরা। ফোনে AI মোডও আছে।

ট্রিপেল ক্যামেরা সেটআপ যুক্ত ভারতের এই সময়ের কিছু লেটেস্ট ফোন

Infinix S4 2.0

এই ইনফিনিক্সের এই ফোনে আপনারা 4GB র‍্যামের সঙ্গে 64GB স্টোরেজও আছে আর এই ফোনে আপনারা এর সঙ্গে 3GB র‍্যাম আর 32GB র স্টোরেজ পাবেন। আর এই ফোনে আছে ট্রিপেল রেয়ার ক্যামেরা যা 13+2+8 মেগাপিক্সালের ক্যামেরা অফার করে।

ট্রিপেল ক্যামেরা সেটআপ যুক্ত ভারতের এই সময়ের কিছু লেটেস্ট ফোন

Samsung Galaxy M40

স্যামসাংয়ের এই ফোনে আপনারা একটি ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন আর এর সঙ্গে এই ফোনে আছে 32MP র একটি প্রাইমারি সেন্সার আর এই ফোনের ইন্টারনাল স্টোরেজ 128GB । আর এই ফোনটি মাইক্রো এসডি কার্ডের সাপোর্টও পায়। আর এই ফোনে 3500mAh য়ের ব্যাটারি আছে যা 15W ফাস্ট চার্জ সাপোর্ট করে।

ট্রিপেল ক্যামেরা সেটআপ যুক্ত ভারতের এই সময়ের কিছু লেটেস্ট ফোন

Samsung Galaxy A80

এই স্যামসাং ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 730G চিপসেট পাবেন আর এর সঙ্গে এই ফোনে আছে 8GB র‍্যাম আর 128GB র স্টোরেজ আর এই ফোনে 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। ফোনে আল্ট্রা সনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে।

ট্রিপেল ক্যামেরা সেটআপ যুক্ত ভারতের এই সময়ের কিছু লেটেস্ট ফোন

Vivo V15 Pro

এই ভিভো ফোনে আপনারা সুপার AMOLED FHD+ ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আছে একটি 48MP র ক্যামেরা আর এই ফোনে আপনারা পাবেন 8MP র একটি ক্যামেরা আর ফোনের তৃতীয় ক্যামেরা হবে 5MPর। আর এই ফোনে আছে ডুয়াল LED ফ্ল্যাশ।

ট্রিপেল ক্যামেরা সেটআপ যুক্ত ভারতের এই সময়ের কিছু লেটেস্ট ফোন

Oppo Reno 10X Zoom

এই ওপ্পো রেনো ফোনটিতে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আছে একটি 48MP র সেন্সার আর এই ফোনে এর সঙ্গে আছে 8Mp র আল্ট্রা ওয়াইড অ্যানবগেল সেন্সার আর একটি 13MP র টেলিফটো লেন্স। আর এই ফোনে আপনারা 10X হাইব্রিড জুম পাবেন। আর ফোনে আছে একটি 16MP র শার্ক ফিন সাইজ ক্যামেরা।

ট্রিপেল ক্যামেরা সেটআপ যুক্ত ভারতের এই সময়ের কিছু লেটেস্ট ফোন

OnePlus 7 Pro

OnePlus 7 Pro ফোনে আপনারা একটি A+ রেটিং পাবেন। আর এই ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 আর এই ফোনে আছে 12GB র র‍্যাম আর 256GB র স্টোরেজ। আর এই ফোনে আপনারা ট্রিপেল রেয়া রক্যামেরা পাবেন আর সঙ্গে আছে একটি 48MP র ক্যামেরা।

ট্রিপেল ক্যামেরা সেটআপ যুক্ত ভারতের এই সময়ের কিছু লেটেস্ট ফোন

Vivo Z1 Pro

Vivo Z1 Pro এই ফোনে আপনারা ইন ডিসপ্লে সেলফি ক্যামেরা পাবেন আর ফোনে আছে ট্রিপেল রেয়ার ক্যামেরা। আর এই ফোনে আপনারা একটি 5000mAh য়ের ব্যাটারি আছে। আর এইফ অনে স্ন্যাপড্র্যাগন 712 SOC আছে। আর এই ফোনে আপনারা অ্যাড্রিনো 616 GPU পাবেন।