এয়ারটেলের কিছু নতুন প্রিপেড প্ল্যান

দ্বারা Aparajita Maitra | আপডেট করা Jan 27 2020
এয়ারটেলের কিছু নতুন প্রিপেড প্ল্যান

আমরা সবাই জানি যে 2019 সালে সমস্ত টেলিককম কোম্পানি তাদের ট্যারিফ প্ল্যানের দাম বারায়া। আর এসবের পরে বেশ কিছু কনফিউশানও দেখা গেছে অনেক জায়গায়। 
আর আজকে এখানে আমরা এয়ারটেলের কিছু নতুন আর সংশোধিত প্রিপেড প্ল্যানের বিষয়ে বলব।
 

এয়ারটেলের কিছু নতুন প্রিপেড প্ল্যান

এয়ারটেল গ্রাহকরা 558 টাকার প্ল্যানের সঙ্গে প্রতিদিন 3GB ডাটা পাবেন আর এর সঙ্গে 82 দিনের প্ল্যান আছে। আর প্রতিদিন 558 টাকার প্রিপেড প্ল্যানে প্রতিদিন 3GB ডাটা দিচ্ছে আর এর সঙ্গে এটি 3Gb ডেলি ডাটার তালিকায় অ্যাড হয়েছে। 

এয়ারটেলের কিছু নতুন প্রিপেড প্ল্যান

আর কোম্পানি বলেছে যে প্যাকের বৈধতা 26 দিনের পর্যন্ত করা হয়েছে আর এবার এটি মাত্র 56 দিনের বৈধতায় এসেছে। আর এর সঙ্গে এও ঠিক যে কোম্পানি একটি ভাল ডাটা প্ল্যান গ্রাহকদের জন্য এনে দিয়েছে।

এয়ারটেলের কিছু নতুন প্রিপেড প্ল্যান

এই প্রিপেড প্ল্যানে ভারতী এয়ারটেল সব সময়ে প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকতে চায়। এই মাসের প্রথমে ট্যারিফ চেঞ্জ হওয়ার পরে এয়ারটেল তাদের পোর্টফোলিওতে 4 লাখ টাকার জীবন বিমা কাভার, অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশান, বেশি ডাটা এসবের সঙ্গে কিছু প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে। 

এয়ারটেলের কিছু নতুন প্রিপেড প্ল্যান

তবে মনে হয় তাড়াহুড়োতে প্ল্যান আনা হয়েছে কারন অপশান এখন আগের থেকে অনেক কম। আর ভোডাফোন আইডিয়া আর ভারতী এয়ারটেল দুজনেই গ্রাহকদের জন্য বেশি প্রিপেড রিচার্জ প্ল্যান আনতে চাইছে।

এয়ারটেলের কিছু নতুন প্রিপেড প্ল্যান

558 টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান একটি দারুন প্ল্যান। আর আপনারা এটি সুবিধার ভিত্তিতে এবার ভারতের সব নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিনের 3GB ডাটা আর 56 দিনের জন্য প্রতিদিনের 100টি SMS দিচ্ছে। আর এর আগে এই প্ল্যানের বৈধতা ছিল 82 দিনের আর এখন সেই বৈধতা কমে 56 দিনের হয়েছে।

এয়ারটেলের কিছু নতুন প্রিপেড প্ল্যান

558 টাকার প্রিপেড পল্যানে উইঙ্ক মিউজিক সাবস্ক্রাইবার এয়ারটেল এক্সট্রিপ অ্যাপ প্রিমিয়াম আর শো অ্যাকাডেমিক্টে ফ্রিতে চার সপ্তাহের কোর্স আর শেষ হিসাবে FasTag ইয়ে 100 টাকার ক্যাশব্যাক আছে। আর এর আগে দেশে সব থেকে বেশি 22 টি দূরসঞ্চার সার্কেলে এয়ারটেল প্রিপেড গ্রাহকদের জন্য আগে থেকেই উপস্থিত আছে।

এয়ারটেলের কিছু নতুন প্রিপেড প্ল্যান

এয়ারটেল এর সঙ্গে কিছু ফাস্ট রিচার্জ প্ল্যান এনেছে আর এবার আমরা সেই প্ল্যান গুলিও একবার এখানে দেখে নেব।
এয়ারটেল ফাস্ট রিচার্জ প্ল্যান এসেছে যা 197 টাকা থেকে শুরু হচ্ছে আর 647 টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে।
 

এয়ারটেলের কিছু নতুন প্রিপেড প্ল্যান

এয়ারটেলের এই রিচার্জ প্ল্যান যদি দেখি তবে দেখা যাবে যে 197 টাকার এই প্ল্যানে আপনারা ডাটার থেকে বেশি কলের সুবিধা পয়াবেন। এতে আপনারা 2GB ডাটা পাবেন আর স্নেগ আছে আনলিমিটেড কল প্রতিদিনের 100টি SMS । আর এই প্ল্যানের বৈধতা 28 দিনের। আর এই ট্যারিফের দাম আগে ছিল 179 টাকা।

এয়ারটেলের কিছু নতুন প্রিপেড প্ল্যান

আর এর আগে 297 টাকার একটি রিচার্জ আছে  আর তা গ্রাহকদের প্রতিদিন 1.5Gb ডাটা প্রতিদিন 100টি SMS দিচ্ছে। আর এর সঙ্গে এই প্ল্যানটিও 28 দিনের জন্য বৈধ। আর এর দাম আগে ছিল 249 টাকা। এর এর সঙ্গে ইউঙ্ক মিউজিকের সাবস্ক্রিপশানের সুবিধাও আছে।

এয়ারটেলের কিছু নতুন প্রিপেড প্ল্যান

আর এর সঙ্গে আপনাদের 497 টাকার রিচার্জের বিষয়ে বলি যা আপনাদের আনলিমিটেড কল, STD লোকা আর রোমিং সব দেবে আর সঙ্গে দেবে প্রতিদিনের 1.5Gb ডাটা আর প্রতিদিনের 100টি SMS প্ল্যানের বৈধতা 56 দিনের।

এয়ারটেলের কিছু নতুন প্রিপেড প্ল্যান

এই তালিকার শেষ প্ল্যান 647 টাকার যা আগে বলা 497 টাকা প্ল্যানের মতন আর এর বৈধতার সময় বেশি অবশ্য। এই প্ল্যানে আনলিমিটেড কলিং, 100 টি SMS প্রতিদিনের সঙ্গে 1.5GB ডাটা আছে আর এটি 84 দিনের বৈধতা যুক্ত প্ল্যান।