বিগত বেশ কিছু সময় ধরে স্মার্টফোনের ক্যামেরাতে প্রভুত উন্নতি দেখা গেছে। এই প্রিমিয়াম সেগমেন্টের ফোনে সব সময়ে দারুন কিছু নিয়ে এসেছে। আর মিড রেঞ্জ সেগমেন্টে কোয়াড ক্যামেরা আর ট্রিপেল ক্যামেরা আছে আর এসবের মধ্যে থেকে দারুন কিছু ফোনই আছে আর এখানে আমরা দেখব যে এই ধরনের 20,000 টাকা দামের মধ্যে দারুন ফোন কোন গুলি।
Realme X2
এই দামের মধ্যে সেরা ক্যামেরা ফোনের কথা বললে প্রথমেই নাম আসবে Realme X2 র আর এই ফোনে আছে একটি 64MP র স্যামসাং সেন্সারের প্রাইমারি ক্যামেরা আর এর সঙ্গে এই ফোনে আপনারা পাবেন 16MP র বিন্ড ফটো। আর এর সঙ্গে এই ফোনে আছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর ডেপথ সেনার যা ম্যাক্রো লেন্স অফার করে।
Realme 5 Pro
এর পরে আরও একটি রিয়েলমি ফোনের নাম আসে আর তা হল Relame 5 Pro যা একটি কোয়াড ক্যামেরার ফোন। আর এই ফোনের মেন 48MP র ক্যামেরাতে আছে Sony IMX586 48MP সেন্সার। আর এই ফোনে এর ন্সগে আছে ওয়াইড ক্যামেয়া আর ম্যাক্রো ক্যামেরা। আর সঙ্গে আছে একটি ডেপথ ক্যামেরা সেন্সার।
Redmi Note 8 Pro
এই তালিকার তৃতীয় নাম একটি রেডমির ফোন। Redmi Note 8 pro ফোনটিতে আপনারা পাবেন একটি 64MP র ক্যামেরা যা স্যামসাংয়ের লেন্স যুক্ত। আর এই ফোনে এর সঙ্গে আছে ম্যাক্রো আর ডেপথ সেন্সার। আর এই ফোনে আপনারা পাবেন ছবিতে দারুন সব ডিটেল শট। আর এই ফোনে আছে নাইট মোড আর এই ফোনে আপনারা মাল্টি ফ্রেম নয়েজ রিডাকশান ইম্রপুভ লো লাইট ফটোগ্রাফি পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আছে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
Redmi K20
এই ফোনটি এই তালিকায় চতুর্থ স্থানে আছে আর এটি একটি মিড রেঞ্জের ফোন আর এই ফোনে আছে 48MP র ট্রিপেল ক্ল্যামেরা। ফোনের ব্যাকে আপনারা পাবেন মেন 48MP র ক্যামেরা আর এর সঙ্গে এই ফোনে আছে পাঞ্চি ফটো তোলার অপশান আর এই ফোনে আপনারা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাবেন আর এই ফনে আছে সোয়াইপিং আর ওয়াইড আর জুমড ভিউ ডিটেলস।
Realme XT
আর আমরা এখন এই ফোনের তালিকার মাঝামাঝি আছি। আর এই ফোনটিতে আপনারা 64MP র ক্যামেরা পাবেন। আর এই ফোনে আছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর এই ফোনে আছে ম্যাক্রো লেন্স আর ডেপথ সেন্সার। এই Realme XT ফোনটিতে আপনারা পাবেন সেরা ক্যামেরা। আপনারা যদি 20 হাজার টাকার মধ্যে একটি ভাল ক্যামেরা ফোন খোঁজেন তবে আপনারা দারুন এই ফোনটি নিজের করতে পারবেন।
Vivo Z1X
Vivo Z1X ফোনটিতে আপন্রাআ PUBG মোবাইল গেমও যেমন খেলতে পারবেন তেমনি আপনারা পাবেন ভাল ক্যামেরা। আর এই ফোনে আছে 48MP র মেন ক্যামেরা আর এর সঙ্গে আছে ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা আর ডেপথ সেন্সার।
Samsung Galaxy M30S
এই ফোনটিতে আপনারা পাবেন 6000mAh য়ের ব্যাটারি আর সঙ্গে আছে ট্রিপেল ক্যামেরা সেটআপ। আর এই ফোনে আছে মেন 48MP র ক্যামেরা আর স্নঘে এই ফোনে আপনারা পাবেন অটোমেটিক নাইট মোড আর সঙ্গে আছে পিক্সাল বিংগিং আর এই ফোনে আপন্রা পাবেন ভাল লো লাইটের ছবি। আর এর সঙ্গে এই ফোনে আছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর ডেপথ সেন্সার।
Realme 5S
এই রিয়েলমি ফোনটি ফ্লেক্সিবেল শুটিং যুক্ত আর এর সঙ্গে এই ফোনে আছে 48MPর দারুন ক্যামেরা আর ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সঙ্গে আছে ম্যাক্রো লেন্স আর ডেপথ সেন্সারও। আর এই ফোনে আপনারা পাবেন ডেডিকেটেড নাইট মোড আর সঙ্গে লো লাইট শট আর ম্যাক্রো লেন্সের শটও ভাল করে নিতে পারবেন।
Vivo Z1 Pro
এই Vivo Z1 Pro ফোনটি ট্রিপেল ক্যামেরা সেটআপ আছে আর এটি 16MP র প্রাইমারি ক্যামেরার সঙ্গে 8MPর ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিচ্ছে যা 2MP র ডেপথ ক্যামেরা যুক্ত।
Redmi Note 8
এই ফোনটি রেডমির একটি জনপ্রিয় ফোন এই ফোনে আছে 48Mp r মেন ক্যামেরা আর সঙ্গে এই ফোনে আছে 8Mp র আর একটি 2Mp র ক্যামেরা। আর এই ফোনটি আপনারা দশহাজার টাকার মধ্যে পেয়ে যাবেন।