এবার ফেসবুক আর এয়রটেলের যৌথ উদ্যোগে ভারতে শুরু হচ্ছে ওয়াই-ফাই পরিষেবা...

দ্বারা Team Digit | আপডেট করা May 06 2017
এবার ফেসবুক আর এয়রটেলের যৌথ উদ্যোগে ভারতে শুরু হচ্ছে ওয়াই-ফাই পরিষেবা...

এবার  আর শুধু সোশাল মিডিয়াতেই থেমে থাকবে না সোশাল মিডিয়া সম্রাট ফেসবুক। নতুন করে তারা নেমে পড়েছে নতুন পরিষেবা দিতে যাতে আরও বেশি মানুষ একে অপরের সঙ্গে জুড়ে থাকতে পারে সহজেই.

এবার ফেসবুক আর এয়রটেলের যৌথ উদ্যোগে ভারতে শুরু হচ্ছে ওয়াই-ফাই পরিষেবা...

আসলে এবার Facebook ভারতে এক্সপ্রেস ওয়াই –ফাই পরিষেবা লঞ্চ করার জন্য ভারতের সবথেকে বড় টেলিকম কোম্পানি Airtel এর সঙ্গে চুক্তি করেছে.

এবার ফেসবুক আর এয়রটেলের যৌথ উদ্যোগে ভারতে শুরু হচ্ছে ওয়াই-ফাই পরিষেবা...

এই সার্ভিসের মাধ্যমে Facebook সারা দেশে 20,000 ইন্টারনেট হটস্পট তৈরি করবে. এই হটস্পটকে আগামী কয়েক মাসের মধ্যে ইনস্টল করা হবে. এই সার্ভিস ব্যবহার করার জন্য ইউজার্সদের টাকা দিতে হবে.

এবার ফেসবুক আর এয়রটেলের যৌথ উদ্যোগে ভারতে শুরু হচ্ছে ওয়াই-ফাই পরিষেবা...

ভারতের জনসংখ্যা 1.3 বিলিয়ন কিন্তু ট্রাই অনুসারে মাত্র 390 মিলিয়ান জনসংখ্যার মানুষ ইন্টারনেট ব্যবহার করে. ফেসবুকের এশিয়া প্যাসিফিকের কানেক্টিভিটি সলিউশন হেড মনিষ শেঠ বলেছেন যে এই সার্ভিসে ভারতীয় এন্টারপ্রেনারদের সুবিধা হবে যারা কম দামে  বেশি স্পিডের ইন্টারনেট পরিষেবা চায়.

এবার ফেসবুক আর এয়রটেলের যৌথ উদ্যোগে ভারতে শুরু হচ্ছে ওয়াই-ফাই পরিষেবা...

এই সার্ভিসটি ব্যবহার করার জন্য Express Wi-Fi retailer এর সঙ্গে সাইন আপ করতে হবে. এছাড়া আপনি ডেলি, উইকলি আর মান্থলি প্যাক নিতে পারবেন. এরপরে য়বচারে রেজিস্ট্রেশন আর লগইন করতে হবে.