ডুয়াল ক্যামেরার সঙ্গে এই সময়ে একাধিক ফোন আছে আর এই সময়ে ট্রিপেল রেয়ার ক্যামেরার ফোনও বেশ সধারন ব্যাপার হ্যে গেছে। আর এই সময়ে আপনারা কোয়াড ক্যামেরার ফোনও পাবেন। আর এবার এখানে আমরা আপনাদের 20 হাজার টাকার মধ্যে এমন কিছু ফোনের বিষয়ে জানাব যা আপনারা ডুয়াল, ট্রিপেল আর কোয়াড ক্যামেরার সঙ্গে কিনতে পারবেন। আর এখানে আপনারা এমন ফোনও পাবেন যা মাইক্রো শট নিতে পারে। তবে আসুন আর দেরি না করে এবার এই সব দারুন ফোন গুলি দেখে নেওয়া যাক।
Realme C2
Realme C2 ফোনটিতে আপনারা একজতি 6.1 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এই ফোনে এর সঙ্গে পাবেন HD+ ডিসপ্লে। আর এই ফোনে আছে ডুয়াল ক্যামেরা সেটআপ যা আপনাদের 13+2MP র ক্যামেরা অফার করে। আর এই ফোনে এর সঙ্গে আপনারা ফ্রন্টে একটি 5MP র ক্যামেরা পাবেন। আর এই ফোনটিতে ট্রিপেল সিম স্লট দেওয়া হয়েছে।
Xiaomi Redmi Note 7S
এই সাওমি ফোনটিতে আপনারা একটি 6.3 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে পাবেন। আর এই ফোনে এর সঙ্গে আছে একটি 2.5D কার্ভড ব্যাক আর এই ফোনে আপনারা ফ্রন্ট আর ব্যাকে কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান পাবেন। আর এই ফোনে আপনারা পাবেন মেন ক্যামেরাতে একটি 48MP র ক্যামেরা।
এই ফোনটি একটি ডুয়াল ক্যামেরার ফোন আর এই ফোনে আপনারা এর সঙ্গে একটি 5MP র ক্যামেরা পাবেন আর এর সঙ্গে ফোনে আছে একটি 13MP র ফ্রন্ট ক্যামেরা।
Realme 3 Pro
এই ফোনটিতে আপনারা পাবেন 6.3 ইঞ্চির ডিউড্রপ নচ আর এই ফোনে আছে এর সঙ্গে কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান। আর এই ফোনে আপনারা পাবেন ডুয়াল রেয়ার ক্যামেরা আর এই ফোনে আছে মেন 16MP র ক্যামেরার সঙ্গে একটি 5 মেগাপিক্সালের ক্যামেরা।
Redmi Note 7 Pro
এই রেডমি ফোনটিতে আপনারা একটি 6.3 ইঞ্চির ডিসপ্লে পাবেন। ফোনে আছে কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান আর এই ফোনে এর সঙ্গে আছে 48MP র মেন ক্যামেরা। ফোনের ডুয়াল ক্যামেরার দ্বিতীয় ক্যামেরা 5 মেগাপিক্সালের। আর এই ফোনে আপনারা পাবেনে একটি 13MP র ফ্রন্ট ক্যামেরা।
Samsung Galaxy M20
আপনারা এই স্যামসাং ফোনে একটি 6.3 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এর সঙ্গে এই ফোনে আপনারা Exynos 7904 চিপসেট পাবেন। ফোনে আছে 13+5MP র ডুয়াল ক্যামেরা। আর এর সঙ্গে ফোনের ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা দেওয়া হয়েছে।
Motorola One Vision
এই মোটোরোলা ফোনে আপনারা একটি 6.3 ইঞ্চির ডিসপ্লে পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আছে 2.2GHz octa-core Samsung Exynos 9609 SoC। আর এই ফোনে মেন 48MP র ক্যামেরার সঙ্গে একটি 5MP র ক্যামেরা পাবেন। আর এই ফোনে আপনারা ফ্রন্টে একটি 25MP র ক্যামেরা পাবেন।
Realme X
Realme X ফোনে আছে একটি 6.53 ইঞ্চির স্ক্রিন আর এই ফোনে এর সঙ্গে আপনারা একটি 16MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন। ফোনে আছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সার। ফোনে 48MP র রেয়ার ক্যামেরা আছে এর সেকেন্ডারি ক্যামেরাটি 5MPর।
এই ফোনে আছে 6.53 ইঞ্চির FHD+ স্ক্রিন আর এই ফোনে আপনারা পাবেন একটি 16MP র ফ্রন্ট ক্যামেরা।
Samsung Galaxy M30s
এই স্যামসাং ফোনের সব থেকে বড় বৈশিষ্ট্য এই ফোনের ব্যাতারি। আর এই 6.4 ইঞ্চির ডিসপ্লে যুক্ত ফগনে আপনারা পাবেন অ্যান্ড্রয়েড 9 পাই। আর এই ফোনে আছে ট্রিপেল রেয়ার ক্যামেরা।
স্যামসাংয়ের এই ট্রিপেল রেয়ার ক্যামেরার ফোনে আপনারা পাবেন 48MP+5+8MP র ক্যামেরা। আর এই ফোনে আপনারা পাবেন ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা।
Xiaomi Mi A3
এই ফোনটিতে কোম্পানি একটি 6.08 ইঞ্চির ডিসপ্লে দিয়েছে আর এই ফোনে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এই ফোনে আপনারা পাবেন 48MP র সেন্সার যা Sony IMX586 sensor যুক্ত। আর এই ফোনের 8 মেগাপিক্সালের ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেয় আর ফোনে আছে একটি 2MP র ক্যামেরা। আর ফোনের ফ্রন্টে আছে 32MP র ক্যামেরা।
Vivo Z1 Pro
এই ফোনে আপনারা পাবেন কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 712। আর এই ফোনে আছে এর সঙ্গে ট্রিপেল রেয়ার ক্যামেরা। যা 16মেগাপিক্সালের ক্যামেরার সঙ্গে একটি 8 মেগাপিক্সলাএর আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়েছে আর একটি 2 মেগাপিক্সালের লেন্স দিয়েছে। আর এই ফোনে আপনারা পাবেন একটি 32MP র ফ্রন্ট ক্যামেরা।
Samsung Galaxy A50
এই স্যামসাং ফোনে আপনারা একটি 6.4 ইঞ্চির ইনফিনিটি U ডিসপ্লে পাবেন। ফোনে আছে 32GB আরভ64GB র স্টোরেজ অপশান। আর এই ফোনে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন। আর ফোনে আছে 25MP র ক্যামেরা আর সঙ্গে একটি 5মেগাওপিক্সাল আর একটি 8 মেগাপিক্সালের ক্যামেরা। ফোনে 4000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে যা ফাস্ট চার্জ সাপোর্ট করে।
Nokia 7.2
এই নোকিয়া ফোনে আপনার একটি 6.3 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে পাবেন আর এই ফোনে আছে HDR10+ সাপোর্ট। আর এই ফোনে আপনারা গোরিলা গ্লাস 3 য়ের প্রোটেকশান পাবেন। আর এই ফোনে আছে ট্রিপেল রেয়ার ক্যামেরা যা 48MP র মেন ক্যামের পাচ্ছে আর সঙ্গে একটি 8 মেগাপিক্সাল আর একটি 5 মেগাপিক্সালের ক্যামেরা আছে। ফোনের ফ্রন্টে সেলফি নেওয়ার জন্য আছে একটি 20 মেগাপিক্সালের ক্যামেরা।
Samsung Galaxy M40
এই স্যামসাং ফোনে আপনারা একটি 6.3 ইঞ্চির ফুল HD+ TFT LCD ইনফিনিটি O ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আছে একটি 3,500mAh য়ের ব্যাটারি। ফোনে আপনারা 16 মেগাপিক্সালের সেলফি ক্যামেরা পাবেন। আর এই ফোনে আছে ট্রিপেল রেয়ার ক্যামেরা যা 32+5+8 মেগাপিক্সালের ক্যামেরা অফার করে।
Realme 5
এই ফোনে আপনারা এই ফোনটিতে 6.5 ইঞ্চির মিনি ড্রপ ফুল স্ক্রিন ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আছে 12মেগাপিক্সালের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সলাএর ওয়াইড ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সলাএর পোট্রেট আর একটি 2 মেগাপিক্সালের ম্যাক্রো লেন্স। আর এই কোয়াড ক্যামেরা ফোনের ফ্রন্টে আছে একটি 13 মেগাপিক্সলাএর ক্যামেরা।
Relame 5 Pro
এই ফোনটিতে আপনারা পাবেন একটি 6.3 ইঞ্চির বড় ডিসপ্লে আর এর সঙ্গে এই ফোনে আছে একটি কোয়াড ক্যামেরা সেটআপ। আর এই কোয়াড ক্যামেরার মেন ক্যামেরা 48Mp র আর সঙ্গে আছে 8MP র ক্যামেরা যা আল্ট্রা ওয়াইড ইমেজ নেয়, আর এর সঙ্গে আছে 2MP র ক্যামেরা আর একটি 2MP র ম্যাক্রো লেন্স।
এই ফোনে আপনারা পাবেনে একটি 16MP র ফ্রন্ট ক্যামেরা। ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 71AIE চিপসেট দেওয়া হয়েছে।
Realme XT
এই ফোনে আপনারা একটি 64MP র ক্যামেরা পাবেন। আর এই মেন ক্যামেরা সঙ্গে এই ফোনে একটি 8MP র আল্ট্রা ওয়াইড সেন্সার দেওয়া হয়েছে আর এর সঙ্গে আছে একটি 2MP র ডেপথ সেন্সার আর একটি 2MP র ম্যাক্রো সেন্সার। আর এই ফোনে আপনারা একটি 4K ভিডিও শুট করতে পারবেন। আর এই ফোনে আপনারা ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা পাবেন।