সব ভাল জিনিসই একদিন না একদিন শেষ হয়। নাসা সম্প্রতি একটি কথা ঘোষান করেছে যে তাদের ক্যাসিনি মহাকাশ যানের শেষ দিন এসে গেছে। ২০ বছর ধরে এই যান আমাদের মাহাকাকাশের বিষয়ে অনেক কিছু জানিয়েছে ছবি তুলেছে অনেক গর উপগ্রহ ও মাহাকাশের বিভিন্ন জিনিসের। শনি গ্রহের চারদিকে ঘুরে তোলা তার কিছু অসাধারন ছবি এবার দেখে নেওয়া যাক।
শনি গ্রহের চাঁদ টাইটানের ছবি (December 4th, 2015)
এই গ্রহের উত্তর গোলার্ধ , আকা “দা রোশ” (April 29, 2013)
শনি এবং তার সব থেকে বড় উপগ্রহ টাইটান (August 29th, 2012)
শনি গ্রহ ও তার পাঁচটি উপগ্রহ (September 12, 2011)
শনি গ্রহের সব থেকে ছোট চাঁদ আকা দ্যা “dumpling moon.” (March 7th, 2017)
শনি গ্রহের ছায়ার ছবি (February 3rd, 2016)
শনির চাঁদ হেলেনা এটি সব থেকে ছোট (September 17th, 2010)