হায়াদ্রাবাদে BSNL শুরু করেছে ওয়াই-ফাই হটস্পট পরিষেবা

দ্বারা Team Digit | আপডেট করা May 05 2017
হায়াদ্রাবাদে BSNL শুরু করেছে ওয়াই-ফাই হটস্পট পরিষেবা

এবার BSNL নিয়ে এল তাদের ওয়াই-ফাই পরিষেবা. ভারতীয় টেলিকম বাজারে যেদিন থেকে রিলায়েন্স জিও এসছে তবে থেকে বাকি টেলিকম কোম্পানিরাও টিকে থাকার জন্য একের পর এক নতুন প্ল্যান বা পরিষেবা নিয়ে আসছে. এবার BSNL নিয়ে এল তাদের নতুন ওয়াই-ফাই হটস্পট পরিষেবা. থেকে পিছিয়ে নেই তা প্রমান করতেই এবার বিএসএনএল তাদের এই নতুন পরিষেবা লঞ্চ করল.

হায়াদ্রাবাদে BSNL শুরু করেছে ওয়াই-ফাই হটস্পট পরিষেবা

BSNL এই বছর অন্যান্য টেলিকম কোম্পানিদের করা টক্কর দিতে এগিয়ে আসছে. আসলে BSNL গত মাসেই বলেছিল যে এই বছর অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানায় তাদের 4G পরিষেবা শুরু করবে. এর সঙ্গে BSNL বলেছিল যে, তারা Rs.4,300 কোটি দামের 75,000 ওয়াই-ফাই হটস্পটও লাগাবে

হায়াদ্রাবাদে BSNL শুরু করেছে ওয়াই-ফাই হটস্পট পরিষেবা

 এখন খবর পাওয়া গেছে যে, BSNL হায়াদ্রাবাদে 6টি জায়গায় ওয়াই-ফাই হটস্পট লাগিয়েছে. BSNL এর ওয়াই-ফাই ভাউচারের দাম Rs.10 থেকে শুরু করে Rs.500 টাকা বলা হচ্ছে. 

হায়াদ্রাবাদে BSNL শুরু করেছে ওয়াই-ফাই হটস্পট পরিষেবা

BSNL বলেছে যে এই ওয়াই-ফাই কানেক্টিভিটি থেকে 4G র থেকেও ভাল স্পিড পাওয়া যাবে.

হায়াদ্রাবাদে BSNL শুরু করেছে ওয়াই-ফাই হটস্পট পরিষেবা

The Hindu র রিপোর্ট অনুসারে, BSNL হায়াদ্রাবাদে তাদের ওয়াই-ফাই পরিষেবা শুরু করে দিয়েছে. এখন এই পরিষেবা 6টি জায়গায় শুরু হয়ে গেছে. এই ওয়াই-ফাই এর মাধ্যমে ইউজার্সরা প্রতিদিন ফ্রিতে 100MB ডাটা ব্যবহার করতে পারবে.

হায়াদ্রাবাদে BSNL শুরু করেছে ওয়াই-ফাই হটস্পট পরিষেবা

এর পরে তাদের ভাউচার কিনতে হবে. যে BSNL ইউজার্সরা এই পরিষেবা ব্যবহার করবে তাদের নম্বরেই চার্জ করা হবে. অন্য গ্রাহকদের এর জন্য ওয়াই-ফাই পোর্টালে গিয়ে রিচার্জ করতে হবে.

হায়াদ্রাবাদে BSNL শুরু করেছে ওয়াই-ফাই হটস্পট পরিষেবা

 একদিনের ভ্যালিডিটির ভাউচারের দাম Rs.10 করা হয়েছে, এতে 100MB ডাটা পাওয়া যাবে.

হায়াদ্রাবাদে BSNL শুরু করেছে ওয়াই-ফাই হটস্পট পরিষেবা

সেখানে 30 দিনের ভ্যালিডিটির প্ল্যানের জন্য Rs.599 দামের ভাউচার পাওয়া যাবে যাতে 10GB ডাটা পাওয়া যাবে. খুব তাড়াতাড়ি কোম্পানি এর জন্য ফিজিকাল ভাউচারও নিয়ে আসবে.