ভারত সঞ্চার নিগম লিমিটেড INMARSAT এর মাধ্যমে স্যাটেলাইট ফোন সার্ভিস শুরু করে দিয়েছে।
প্রথম দিকে এই পরিষেবা শুধু সরকারি এজেন্সির জন্য পাওয়া যাবে। সবার জন্য এই পরিষেবা অন্য ফেজে দেওয়া হবে।
এই পরিষেবার মাধ্যমে সেই সব যায়গায় ইন্টারনেট দেওয়া হবে যেখানে নেটওয়ার্ক পাওয়া যায়না। এই অঞ্চল গুলিতে INMARSAT এর মাধ্যমে এই পরিষেবা দেওয়া হবে।
আপনাদের জানিয়ে রাখি যে INMARSAT এর কাছে 14টি স্যাটেলাইট আছে।
BSNL এর এই পরিষেবা ডিজাস্টার, স্টেট পুলিশ, রেলওয়ে, বর্ডার সিকিউরিটি ফোর্স আর অন্যান্য সরকারি এজেন্সির জন্য প্রথম ফেজে শুরু করে দেওয়া হবে। এই পরিষেবা লঞ্চিং এর সময় টেলিকম মিনিস্টার মনোজ সিনহাও উপস্থিত ছিলেন।
মনোজ সিনহা জানিয়েছেন যে, কিছু সময় পরে লোকেরা ফ্লাইট আর শিপে এই পরিষেবা ব্যাবহার করতে পারবে। আপনাদের বলেদি যে BSNL অনেক দিন ধরে আর্থিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে। BSNL এর আর্থিক মন্দা প্রায় 6,121 কোটি থেকে 4,890 কোটি হবে। ইনকামের ক্ষেত্রে অবশ্য 5.8 শতাংশ বৃদ্ধি হয়েছে।
TRAI অনুসারে BSNL আর MTNL বিলিয়ান ওয়ারলেস সাবস্ক্রাইবার মার্কেটে 9 শতাংশের অংশিদার। দেশে 1.2 বিলিয়ান ওয়ারলেস সাবস্ক্রাইবার আছে।