প্রায় সব স্মার্টফোনই লিকুইডের সমস্যায় পরেই, আর ততক্ষন এই সমস্যা থাকবে যতক্ষননা এটি ওয়াটারপ্রুফ হয়। আর বাজারে এই ধরনের বেশ কিছু ডিভাইস আছে যা ওয়াটার রেজিস্টেন্স সাপোর্ট করে। আর তাই আপনারা যদি বাথরুম বা সুইমিংপুলে স্মার্টফোন ব্যাবহার করতে চান তবে আপনাদের জন্য এই ধরনের স্মার্টফোনই ভাল। আর ভারতে এই সময়ে এমন অনেক স্মার্টফোন আছে যা ওয়াটার প্রুফ স্মার্টফোন। আর এই স্মার্টফোন গুলি ভাল সেলফিও নিতে পারে। আসুন তবে এই ধরনের কিছু স্মার্টফোন দেখে নেওয়া যাক।
Samsung Galaxy S7 স্মার্টফোনটির ফিচার্সের দিকে যদি দেখি তবে দেখা যাবে যে এই ফোনে 4GB র্যাম আর 32GB স্টোরেজ আছে। আর এর সঙ্গে এই ফোনে 5.1ইঞ্চির কোয়াড HD ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে 12MPর রেয়ার আর 5MPর ফ্রন্ট ক্যামেরা আছে। আর এই ফোনে 3000mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনটিতে Exynos 8890 প্রসেসার আছে।
Galaxy S7 স্মার্টফোনে আপনারা IP68 সার্টিফিকেশান পাবেন আর এর সঙ্গে এটি ওয়াটার আর ডাস্ট প্রুফযুক্ত ফোন আর এটি একটি ডুয়াল সিমের স্মার্টফোন।
Galaxy S7 Edge স্মার্টফোনে 5.5 ইঞ্চির একটি QHD কার্ভড ডিসপ্লে দেওয়া হয়েছে আর এই স্মার্টফোনে এক্সিয়ন্স 8890 প্রসেসারের সঙ্গে 4GB র্যাম আছে। আর এই স্মার্টফোনের ব্যাকে 12MPর ডুয়াল পিক্সাল ক্যামেরা f/1.7 অ্যাপার্চারের সঙ্গে আছে। আর এই স্মার্টফোনে 5MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে এটি ওয়াইড অ্যাঙ্গেল যুক্ত।
আর এর সঙ্গে এই ফোনটি IP68 সার্টিফিকেটের সঙ্গে আছে আর এই স্মার্টফোনটি ওয়াটারপ্রুফ।
Moto X Play
এই স্মার্টফোনটিতে 5.5 ইঞ্চির একটি FHD ডিসপ্লে আছে আর এটি 440ppi পিক্সাল ডেনসিটি যুক্ত। আর এই ফোনে কোয়াল্কম 615 প্রসেসারের সঙ্গে 1.7GHz অক্টা-কোর প্রসেসার আছে। আর এই স্মার্টফোনে 2GB র্যাম আর কোয়াল্কমস 615 প্রসেসার আছে। আর এই স্মার্টফোনটি ওয়াটারপ্রুফ স্মার্টফপ্নে আর এটি রিপেলেন্ট ন্যানো-কাটিং যুক্ত যা জলের ক্ষত থেকে একে বাচায়।
Moto X Style
এই ডিভাইসে আপনারা 3000mAh য়ের ব্যাটারি আছে আর এটি 5.7 ইঞ্চির ডিসপ্লে যুক্ত। আর এর রেজিলিউশান 1440x2560 পিক্সাল। আর এই ডিভাইসে রেয়ার ক্যামেরা 21মেগাপিক্সালের আর এর ফ্রন্ট ক্যামেরা 5মেগাপিক্সালের। আর এই ডিভাইসটিত্যে স্ন্যাপড্র্যাগন 808 হেক্সা কোর প্রসেসার আছে।
Moto X Play স্মার্টফোনের মতন এই স্মার্টফোনটিও ওয়াটার রিপেলেন্ট ন্যানো-কোটিং যুক্ত আর এটি IP52 সার্টিফায়েড।
এই সোনির স্মার্টফোনটিতে 5.2 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 810 প্রসেসার,3GB র্যাম আর 32GB স্টোরেজ আছে।
Sony Xperia Z5 স্মার্টফোনটিতে টেক ফর্মের মতনই অন্য প্রিমিয়াম স্মার্টফোনের মতন ওয়াটার রেজিস্টেন্স যুক্ত।
Samsung Galaxy S8 স্মার্টফোনটিতে আপনারা একটি 5.8 ইঞ্চির ডিসপ্লে আর 3000mAh য়ের ব্যাটারি যুক্ত। আর এই স্মার্টফোনে আপনারা এক্সিয়ন্স 8895 SoC আছে আর এটি একটি ওয়াটার প্রুফ স্মার্টফোন। আর এই স্মার্টফোনে আপনারা 4GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ আছে।
Samsung Galaxy S8 Plus স্মার্টফোনের ফিচার্সের দিকে আমরা যদি দেখি তবে দেখা যাবে যে এই ফোনে 6.2 ইঞ্চির কোয়াড HD ইনফিনিটি ডিসপ্লে আছে। আর এই ডিসপ্লের রেজিলিউশান 2960x1440 পিক্সাল। আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9 । আর এই ডিভাইসে এক্সিয়ন্স 8895 চিপসেট দেওয়া হয়েছে। আর এটি অক্টা-কোর প্রসেসার যুক্ত যার ক্লক স্পিড 2.3GHz । আর এই ডিভাইসটি ওয়াটারপ্রুফ আর IP68 সার্টিফায়েড যুক্ত।
LGর এই ডিভাইসটিতে 5.7 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ডিভাইসে স্ক্রিনের অ্যাস্পেক্ট রেশিও 18:9 আর এর রেজিলিউশান 2880x1440p। আর এই স্মার্টফোনটি ওয়াটার আর ডাস্ট রেজিস্টেন্স যুক্ত। আর এই স্মার্টফোনটিও IP68 সার্টিফায়েড।
Apple iPhone 7 স্মার্টফোনের ফিচার্সের দিকে যদি দেখি তবে দেখা যাবে যে এই স্মার্টফোনে 4.7 ইঞ্চির ডিসপ্লে আছে। আর এই ডিসপ্লের রেজিলিউশান 1334x750 পিক্সাল। আর এই সঙ্গে এটি ডাস্ট আর ওয়াটার রেজিস্টেন্স যুক্ত ফোন। iPhone 7 ফোনটিতে আপনারা 12মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা পাবেন আর এর সঙ্গে এই ফোনে একটি 7মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি IP67 সার্টিফায়েড।
HTC U11+ স্মার্টফোনে 6ইঞ্চির 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এটি কোয়াড কড় HD+ ডিসপ্লে যুক্ত ফোন। আর এটি সুপার LCD 6, কর্নিং গোরিলা গ্লাস 5 যুক্ত। আর এই ডিসপ্লের রেজিলিউশান 2880x1440 পিক্সাল। আর এর সঙ্গে এই ফোনে 3930 mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।
এই ফোনে আপনারা 12MP র রেয়ার ক্যামেরা আর 8MP র ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। আর এতে ইউজাররা দুটি সিম ব্যাবহার করতে পারবেন। এতি হাইব্রিড সিম স্লটের ফোন আর এটি OTG আর কুইক চার্জ সাপোর্ট যুক্ত। আর এই ফোনটি IP68 সার্টিফায়েড আর এটি ওয়াটার আর ডাস্ট রেজিস্টেন্স যুক্ত ফোন।
Sony Xperia XZ Prmium স্মার্টফোনে 19 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আছে আর এটি সুপার স্লো মোশান ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। আর এই ডিভাইসে 5.5ইঞ্চির 4k HDR ডিসপ্লে আছে। আর এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার আছে। আর এই স্মার্টফোনটি IP68 সার্টিফায়েড।
Sony Xperia XZ
Sony Xperia XZ স্মার্টফোনের ফিচার্সের দিকে আমরা যদি তাকাই তবে দেখা যাবে যে এই ফোনে 5.2ইঞ্চির ফুল HD ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ডিসপ্লের রেজিলিউশান 1920x1080 পিক্সাল। আর এটি স্ন্যাপড্র্যাগন 820 প্রসেসার, অ্যাড্রিনো 530 GPU আর 3GB র্যাম যুক্ত। আর এই ফোনটি একটি ডুয়াল সিম সাপোর্ট যুক্ত ফোন। আর এই ফোনে 64GB ইন্টারবনাল স্টোরেজ আছে। আর এই স্মার্টফোনটি IP68 সার্টিফায়েড স্মার্টফোন।
Motorola Nexus 6
এই স্মার্টফোনে 5.96 ইঞ্চির ডিসপ্লে আছে আর এর রেজিলিউশান 1440x2560 পিক্সাল। আর এই স্মার্টফোনটি কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশান যুক্ত। আর এই ডিভাইসটি ওয়াটার রেজিস্টেন্স যুক্ত।
এই স্মার্টফোনটিতে 5.5 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হেয়ছে আর এই ডিভাইসটি Apple 10 Soc যুক্ত। আর এই ডিভাইসে কোম্পানি IP67 সার্টিফিকেশান দিয়েছে। আর এই স্মার্টফোনে 3GB র্যাম আর 32Gb স্টোরেজ দিয়েছে।