ইয়ারবাড এখন কেবল ডিভাইস হিসেবেই সীমাবদ্ধ নেই। হয়ে উঠেছে স্টাইল স্টেটমেন্টের অংশ। আজকাল প্রতিটি ব্র্যান্ডই তাদের ক্রেতাদের জন্য বিভিন্ন রেঞ্জের ওয়্যারলেস ইয়ারবাড অফার করে। প্রতিটি ডিভাইসের রয়েছে আলাদা আলাদা ডিজাইন ও ফিচার।
আপনি যদি মিড বাজেট রেঞ্জে নতুন কোনো ব্র্যান্ডেড ইয়ারবাড কেনার কথা ভেবে থাকেন তবে আমরা আজ আপনার সামনে তুলে ধরছি 6,000 টাকা রেঞ্জের মধ্যে ওয়াটারপ্রুফ ফিচারসমেত ইয়ারবাডের খোঁজ, জেনে নিন।
Realme Buds Q2 ডিভাইসে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশনের সুবিধা 25dB পর্যন্ত। এই ইয়ারবাডে রয়েছে ট্রান্সপারেন্সি মোড যা ইউজারদের এক ক্লিকেই অ্যাম্বিয়েন্ট সাউন্ড এনাবেল করতে সাহায্য করে। এই ওয়াটারপ্রুফ ফিচারসমেত ইয়ারবাডে রয়েছে টানা 28 ঘণ্টার মিউজিক প্লে ব্যাক টাইম। সেইসঙ্গে মিলবে ফাস্ট চার্জের সুবিধা। Amazon-এ থেকে এটা পাওয়া যাবে 2,499 টাকায়।
Oppo Enco W51 ডিভাইসে রয়েছে Bluetooth 5.0 ফিচার। এই ইয়ারবাড কম্প্যাটিবেল অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের সঙ্গে। এই ডিভাইসে রয়েছে 7mm ডাইনামিক ড্রাইভার যা অফার করে থিক বাস ফিচার। এছাড়া এতে রয়েছে IP54 রেটিং যা ডিভাইসকে রক্ষা করে সোয়েট ও স্প্ল্যাশের সঙ্গে। Oppo Enco W51 ইয়ারবাড দেয় টাচ কন্ট্রোল ফিচার যা ফোন কল অ্যাক্সেপ্ট করতে, ট্র্যাক চেঞ্জ করতে ও ভলিউম কন্ট্রোল করতে সাহায্য করে। এই ইয়ারবাডে রয়েছে ডুয়াল মাইক্রোফোন ফিচার, বিশেষত নয়েজ ক্যান্সেলেশনের জন্য। এই ডিভাইসে সিঙ্গেল চার্জে দেয় টানা 4 ঘণ্টার ব্যাটারি ব্যাক আপ। পাওয়া যাবে 3,990 টাকায়।
এই ওয়্যারলেস ইয়ারবাডে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশনের সুবিধা যা দেয় টানা 20 ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ। এই ডিভাইসে রয়েছে নয়েজ ক্যানসেলেশন চিপ ও ডুয়াল মাইক নয়েজ ক্যানসেলেশনের জন্য। এছাড়া রয়েছে 10 mm বাস বুস্ট ড্রাইভার। Amazon-এ পাওয়া যাবে 4,499 টাকায়
এই ইয়ারবাডে রয়েছে টু- টোন ডিজাইন ও অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনের সুবিধা । এই ডিভাইস দেয় 10mm ডায়মন্ড-ক্লাস হাই-ফাই ড্রাইভার সঙ্গে বাস্ট বুস্ট প্লাস বাস্ট এনহ্যান্সমেন্ট সলিউশন। এই ইয়ারবাডে রয়েছে স্মার্ট ওয়্যার ডিটেকশন ও ইনটেলিজেন্ট টাচ কন্ট্রোল ফিচার। এই ডিভাইসে রয়েছে IPX5 রেটিং ও ওয়াটার রেজিস্টেন্স ফিচার। এছাড়া রয়েছে টানা 5 ঘণ্টার প্লেব্যাক টাইম, সিঙ্গেল চার্জের ক্ষেত্রে। সেইসঙ্গে রয়েছে ফাস্ট চার্জের সুবিধা। পাওয়া যাবে 3,989 টাকায়।
এই ইয়ারবাডে রয়েছে কাস্টমাইজড R2 চিপসেট ও অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশনের জন্য দুটি মাইক্রোফোনের ফিচার। Dizo GoPods আসছে ট্রান্সপারেন্সি মোড সমেত যার দ্বারা ইউজারেরা মিউজিক শোনার সময় অ্যামবিয়েন্ট সাউন্ড শুনতে পারে। এই ইয়ারবাডে রয়েছে IPX5 রেটিং ও ওয়াটার রেজিস্টেন্স বেনিফিট। সিঙ্গেল চার্জে দেবে টানা 5 ঘণ্টা মিউজিক প্লেব্যাক ফিচার। মাত্র 3,299 টাকায় কেনা যাবে।
এই ইয়ারবাডে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশনের সুবিধার সঙ্গে ট্রিপল মাইক ফিচার। এই ডিভাইস দেবে স্মার্ট ইন ইয়ার ডিটেকশন ফিচার যা দেবে অটোমেটিক প্লে ও পজের সুবিধা। এছাড়া এতে রয়েছে ট্রান্সপারেন্সি মোড যা দেবে একটি সিঙ্গেল চার্জে টানা 7 ঘণ্টার ব্যাটারি লাইফ। কেনা যাবে পাওয়া যাবে 5,955 টাকায়।
Boat Airdopes 501 ডিভাইসে রয়েছে 30dB পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশনের সুবিধা। এই ইয়ারবাডে রয়েছে অ্যামবিয়েন্ট ও গেমিং মোড। এছাড়া রয়েছে টানা 4.5 ঘণ্টা পর্যন্ত সিঙ্গেল চার্জে টানা ব্যাটারি ব্যাকআপের সুবিধা। Amazon থেকে কেনা যাবে 3,990 টাকায়।
Dizo GoPods Neo
কালারফুল মিরর ফিনিশ ডিজাইন ও 10mm ড্রাইভারসমেত এই ইয়ারবাডে রয়েছে বাস বুস্ট প্লাস টেকনোলজি। এই ইয়ারবাড দেয় ইনটেলিজেন্ট টাচ কন্ট্রোলের সুবিধা ও গুগল পেয়ার ফাস্ট ফাংশানালিটি ফিচার। এই ইয়ারবাডে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশনের জন্য রয়েছে দুটি মাইক্রোফোন। এছাড়া রয়েছে সিঙ্গেল চার্জে টানা 5 ঘণ্টার মিউজিক প্লেব্যাক টাইম।পাওয়া যাবে 2,499 টাকায়।
এই ওয়্যারলেস ইয়ারবাডে রয়েছে কোয়াড মাইক ও নয়েজ ক্যানসেলেশন সাপোর্ট। সেইসঙ্গে রয়েছে টানা 20 ঘণ্টার ব্যাটারি লাইফ, চারজিং কেসের সঙ্গে। পাওয়া যাবে 1,599 টাকায়।