ভারতে ২০১৭র কিছু সেরা স্মার্টফোন

দ্বারা Aparajita Maitra | আপডেট করা Nov 01 2017
ভারতে  ২০১৭র কিছু সেরা স্মার্টফোন

দেশে ডিজিটাইজেশান বাড়তে তাহাক্র সঙ্গে সঙ্গেই স্মার্টফোনের প্রযুক্তিও উন্নত থেকে উন্নততর হয়ে উঠছে, যে স্মার্টফোনফোন বেশি শক্তিশালী হয় সেই সব স্মার্টফোনের চাহিদাও অনেক বেশি হয়। এখন স্মার্টফোন মানুষের বেশির ভাগ দরকারের সঙ্গী। এইখন বাজারে স্মার্টফোনের এত রকমের বৈচিত্র আছে যে অনেকে বুঝতে পারনে না যে কোন স্মার্ট ফোনটি ভাল। কার ক্যামেরা ভাল বা কার ব্যাতারি বা কোনটি সামগ্রিক ভাবে ভাল। আপনিও যদি স্মার্টফোন কিনতে চান তবে আপনার এই সমস্যার সমাধানের চেষ্টা করছি। তবে আসুন দেখা যাক যে এখনকার লেটেস্ট কোন স্মার্টফোন ভাল আর কোনটি কেমন তা একবার দেখে নেওয়া যাক। 

ভারতে  ২০১৭র কিছু সেরা স্মার্টফোন

Samsung Galaxy S8

এই স্যামসং ফোনটি এই সময়ের অন্যতম সেরা একটি ফোন। এই ফোনে এক্সিয়ন্স 8895 চিপসেট আছে যা এই স্মার্টফোনটিকে আরও স্মার্ট করেছে। এই চিপসেটের ফলে ফোনটি অনেক দ্রুতগতির।

ভারতে  ২০১৭র কিছু সেরা স্মার্টফোন

Samsung Galaxy S8

এই ফোনটিতে 18.5:9 ইউনিভিসাম রেশিও আছে যা ফোনটিকে কমপ্যাক্ট বানিয়েছে। তবে এই ফোনটি আইফোন 7 প্লাসের ক্যামেরার মতন অত ভাল নয় তবে এই ফোনটির ক্যামেরাও বেশ ভাল। আর এর সঙ্গে এটি লো লাইটেও ভাল ছবি তোলে। 

ভারতে  ২০১৭র কিছু সেরা স্মার্টফোন

Samsung Galaxy S8+

এটি একটি বড়ক্স্রিন যুক্ত ফোন যাদের বড় স্ক্রিনের ফোন পছন্দ তাদের এই ফোনটি অবশ্যই পছন্দ হবে। এই এস 8 + ফোনটিতে 6.2 ইঞ্চির ডিসপ্লে আর QHD রেজিলিউশান আছে। এর AMOLED প্যানেলটি দেখতে ভাল আর এতে এক্সিয়ন্স 8895 এসওসি আছে যা ডিভাইসটিকে ফাস্ট বানিয়েছে। 

ভারতে  ২০১৭র কিছু সেরা স্মার্টফোন

Google Pixel XL

এই স্মার্টফোনটিতে 5.5 ইঞ্চির ডিসপ্লে আছে যা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 821 দ্বারা চালিত হয়। আর এই জন্য এই ফোনটি বেস ফাস্ট। এই ফোনটিও একটি ফাস্ট আর বড় ডিসপ্লে যুক্ত ফোন হিসবে আপনাদের জন্য ভাল অপশান হতে পারে।

ভারতে  ২০১৭র কিছু সেরা স্মার্টফোন

Google Pixel XL

এই স্মার্টফোনটির ক্যামেরা কেমন তা একবার দেখে নেওয়া যাক এই ফোনটিতে 12 MP’র  রেয়ার আর 8 MP’র ফ্রন্ট ক্যামেরা দেওইয়া হয়েছে। এই ফোনের ক্যামেরা ভাল আর এই ফোনটি দেখতে বেশ ভাল এই ফোনটি লুকের দিক থেকে দেখতে গেলে অন্যান্য অনেক ফোনের থেকে বেশ কিছুটা এগিয়ে। এটি আকর্ষণীয় দেখতে। 

ভারতে  ২০১৭র কিছু সেরা স্মার্টফোন

HTC U11

আপনি যদি ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনবেন ভাবছেন যা শুধু দেখার দিক থেকে নয় পারফরমেন্সের দিক দিয়েও বেশ ভাল তবে আপনি HTC U11 ফোনটি কিনতে পারেন। এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 SoC আছে। যা 6GB র‍্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত। 

ভারতে  ২০১৭র কিছু সেরা স্মার্টফোন

OnePlus 5

ওয়ানপ্লাস 5 এখন বাজারে উপলব্ধ স্মার্টফোন গুলির মধ্যে ফাস্টেস্ট স্মার্টফোন। এই ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে। আর এটি একটি সেরা অ্যান্ড্রয়েড স্মার্টফোন। এই ফোনটির ক্যামেরা লো লাইটেও ভাল ছবি তোলে।

ভারতে  ২০১৭র কিছু সেরা স্মার্টফোন

OnePlus 5

এই স্মার্টফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এই ডিভাইসের ফ্রন্ট সাইডে আছে, যা বেস ফাস্ট আর ভাল রেসপন্স দেয়। 

ভারতে  ২০১৭র কিছু সেরা স্মার্টফোন

Apple iPhone 7

আইফোন 7,আইফোন 7 প্লাসের মতন ডুয়াল রেয়ার ক্যামেরা যুক্ত নয় তবে এই ফোনে আইফোন 7 এর মতন বাকি ফিচার আছে। এই ফোনটিতে 12MP’ এর রেয়ার ক্যাএম্রা আছে আর এই ফোনের ডিসপ্লের ব্রাইটনেশ বেশ ভাল। আর এর সঙ্গে অ্যাপেল এই ফোনটিতে স্টিরিও স্পিকার দিয়েছে। 

ভারতে  ২০১৭র কিছু সেরা স্মার্টফোন

Sony Xperia XZ Premium

সোনির এই ফোনটি এই স্মার্টফোনের তালিকায় আরও একটি ভাল ফোন। এই ফোনটিতে 5.5 ইঞ্চির ডিসপ্লে আছে। এতে 4 GB র‍্যাম আর 64 GB’র স্টোরেজ আছে।

ভারতে  ২০১৭র কিছু সেরা স্মার্টফোন

Sony Xperia XZ Premium

এই ফোনটিতে 19 MP’র রেয়ার ক্যামেরা আর 13 MP’র ফ্রন্ট ক্যামেরা আছে এই ফোনের ব্যাটারি 3230 mAH এর। 

ভারতে  ২০১৭র কিছু সেরা স্মার্টফোন

Apple iPhone 7 Plus

অ্যাপেল আইফোন 7 প্লাস আইফোন 6 এস প্লাসের মতন বলে মনে হতে পারে, কিন্তু ডিজাইন বাদ দিয়ে যদি ফোনটির দিকে দেখা যায় তবে দেখা যাবে যে এই ফোনে অনেক কিছু নতুন দেওয়া হয়েছে। এই ফোনটিতে ২টি প্রধান আপডেট করা হয়েছে। 

ভারতে  ২০১৭র কিছু সেরা স্মার্টফোন

Apple iPhone 7 Plus

এই ফোনের প্রথম প্রধান আপডেট হল যে এই ফোনটি এমন প্রথম আইফোন যাতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যা বেশ ভাল ছবি তোলে। আর এই ফোনের দ্বিতীয় প্রধান আপডেট এই যে এই স্মার্টফোনটি নতুন A10 চিপ দ্বারা চলে। A10 বেশ ফাস্ট আর এটি এর অ্যান্ড্রয়েড প্রতিযোগীদের পিছনে ফেলে দিয়েছে। আর এর সঙ্গে এটি IP67 সার্টিফিকেশান যুক্ত, যা একে ডাস্ট আর ওয়াটারপ্রুফ বানিয়েছে। এই ডিভাইসের ব্যাতারি লাইফও বেশ ভাল। 

ভারতে  ২০১৭র কিছু সেরা স্মার্টফোন

LG G6

LG G6 স্ন্যাপড্র্যাগন 821 এ চলে। আর এই ফোনটিতে 4GB র‍্যাম আছে। আর এর ডিজাইন আর অ্যাস্পকেট রেশিও বেশ ভাল।

ভারতে  ২০১৭র কিছু সেরা স্মার্টফোন

LG G6

এই এলজিফোনটিতে 13MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে আর এর ফ্রন্ট ক্যামেরা 5MP’র। এই ফোনের ব্যাটারি 3300 mAH এর। আর এই ডিভাইসটির ডিসপ্লে সাইজ 5.7 ইঞ্চি যা একে একটি ভাল বড় স্ক্রিনের ফোন তৈরি করেছে। 

ভারতে  ২০১৭র কিছু সেরা স্মার্টফোন

Samsung Galaxy S7 Edge

স্যামসং গ্যালাক্সি S7 এডজ ফোনটিও আমাদের এই স্মার্টফোনের তালিকায় হাজির আছে। তবে লুকের ক্ষেত্রে এই ফোনটি S8 এর থেকে পিছিয়ে থাকলেও এটি ভাল ডিজাইন যুক্ত। আর এটি দেখতেও অত খারাপ নয়। 

ভারতে  ২০১৭র কিছু সেরা স্মার্টফোন

Samsung Galaxy S7 Edge

এই ফোনটিতে 4GB র‍্যাম আর 32GBস্টোরেজ আছে যা মাইক্রোসডি কার্ড দিয়ে এক্সপেন্ড করা যায়। এই ফোনের ব্যাটারি 3600mAh এর আর এর রেয়ার ক্যামেরা 12MP’র আর এটি একটি ওয়াটার প্রুফ ফোন।