2022 সালে, স্মার্টফোন কোম্পানিরা বেশিরভাগই টপ নচ এবং স্পেসিফিকেশন সহ 5G ডিভাইসগুলি লঞ্চ করার চেষ্টা করেছে। এই বছর, বেশিরভাগ ব্র্যান্ডই বিভিন্ন দামে সুপার ফাস্ট ফোন লঞ্চ করেছে। 2022 সালে হাজার হাজার 5G ফোন লঞ্চ করা হয়েছিল, কিন্তু তাদের মধ্যে কয়েকটিরই আলাদা ডিজাইন ছিল। চলুন দেখে নেওয়া যাক 2022 সালের সেরা ডিজাইনের কিছু ফোন।
কার চোখে কোনটা ভাল লেগে যায় বলা মুশকিল! কারণ সৌন্দর্যের বিষয়টা পুরোটাই মানুষের দেখার উপর নির্ভর করে। আর এটা অনেকটাই সত্য। তবে সব স্মার্টফোন লুক বা ডিজাইন আকর্ষণীয় হয় যে এমনটা নয়। আজ এই প্রতিবেদন থেকে দেখে নিন এমন 14টি ফোন যেগুলোর ডিজাইন আপনার মনে ধরবেই ধরবে।
2022 সালে লঞ্চ হওয়া অন্যতম আকর্ষণীয় ফোন এটি। এখানে একটি পিল শেপের পাঞ্চ হোল ডিজাইন রয়েছে যেটাকে ডায়নামিক আইল্যান্ড বলা হচ্ছে। আর এটাই যেন গোটা ফোনের লুক একদম পাল্টে দিয়েছে।
iPhone 14 Pro Max এ iPhone 14 Pro এর তুলনায় বড় ডিসপ্লে আছে, সঙ্গে উল্লিখিত একই ফিচার আছে। ফলে এই ফোনটিও লুক বা ডিজাইনের দিক থেকে বেশ নজর কাড়বে।
এই ফোনের নতুন ইন্ডিভিজুয়াল লেন্স ডিজাইন, ফ্রস্ট ফিনিশ ম্যাট ব্যাক প্যানেল এই ফোনটিকে অন্যতম আকর্ষণীয় ফোন করে তুলেছে।
এই ফোনটির ডিজাইন বা লুক তো আপনার নজর কাড়বেই কাড়বে। এতে রয়েছে কমপ্যাক্ট ফর্ম ফ্যাক্টর, তেমনই আছে ফোল্ডেবেল স্ক্রিন, ভাইব্রেন্ট রঙ, ইত্যাদি।
এটি Samsung এর Flodable Flagship 2022 স্মার্টফোন। এই ফোনের সাধারণ অথচ সুন্দর ডিজাইন আপনার ভাল লাগতে বাধ্য। একটা স্লিম প্রোফাইল আছে এই ফোনে ফলে সহজেই এটা ধরা যায়। সঙ্গে আছে রাউন্ড কোনা। গ্রেগ্রিন, ব্ল্যাক, বেইজ রঙে এই ফো। উপলব্ধ রয়েছে।
এই ফোনে বোল্ড ডিজাইন মিলবে, Google Pixel 6 এর তুলনায় এই ফোনটি আরও সুন্দর দেখতে। এই ফোনের পিছনে একটি সুনির্দিষ্ট ক্যামেরা বার আছে। স্টেনলেস স্টিল দিয়ে তৈরি সেটা, ফলে নজর তো কাড়বেই।
বর্তমানে বাজারের সব থেকে গর্জিয়াস ফোনটি হল এই Oppo Reno 8 Pro। এর ইউনিবডি গ্লাস ডিজাইন, ক্যামেরা আইল্যান্ড সবটাই বেশ আকর্ষণীয়। সঙ্গে রয়েছে ভিনটেজ সিনেমা ক্যামেরার জন্য কাটআউট সেন্সর বোর্ডের এবং ফ্ল্যাশ।
এই ফোনের ক্যামেরা আইল্যান্ড আপনার দৃষ্টি আকর্ষণ করবে। এখানে একটি নতুন ধরনের রিয়ার ডিজাইন দেখা যাবে ক্যামেরা মডিউলের জন্য।
OnePlus কোম্পানির সেরা লুক যুক্ত ফোন হচ্ছে এটি। এখানে স্লিকডিজাইন আছে সঙ্গে রয়েছে ডুয়াল প্যানেল। ফলে এটা এই ফোনকে একদম ফ্রেশ একটা লুক দেবে।
এই ফোনের ডিজাইন বলুন বা রঙ সবটাই বেশ অন্যরকম। এই ফোনটিকে সূর্যের আলোয় ধরলে তার রঙ বদলে যায় কারণ এতে আছে রঙ বদলানো AG গ্লাস।
চেনা ফোনের ডিজাইন থেকে এই ফোনের ডিজাইন একদম আলাদা। এতে ট্রান্সপারেন্ট ব্যাক রয়েছে সঙ্গে Glyph ইন্টারফেস মিলবে যা আপনি অন্য কোনও স্মার্টফোনে পাবেন না।
এটি একটি প্রিমিয়াম হাই পারফরমেন্স স্মার্টফোন সঙ্গে আছে Flagship ডিজাইন। ট্রাই কালার স্ট্রিপ দেখা যায় এই ফোনের ব্যাক প্যানেলে যা এটাকে আরও আকর্ষণীয় করে তোলে।
এটা অন্যতম পাতলা ফোন বাজারের। এই ফোনের ফ্রন্ট এবং ব্যাক প্যানেলে কার্ভ দেখা যায়। এটা একাধিক রঙে উপলব্ধ রয়েছে, সোলার গোল্ড, কসমিক গ্রে, ইত্যাদি রঙে মেলে এই ফোনটি।
এই ফোনে লেজার লাইট ডিজাইন রয়েছে যা এটাকে CD এর মতো লুক দেবে। এছাড়া এতে ইন্ডিভিজুয়াল ক্যামেরা লেন্স রয়েছে।