দিনের পর দিন যতই স্মার্টফোন বিভিন্ন ফিচার্স নিয়ে সামনে আসুক আর তা জনপ্রিয় হোক না কেন, গেমিংও স্মার্টফোনে জনপ্রিয় তবুও আজও PC গেমিং এর জনপ্রিয়তায় কোথাউ ভাঁটা পরেনি. আজকাল তো PC তে গেমিং এর আলাদা অপশনও থাকে. অনেক গেমের জন্য টাকা দিতে হলেও অনেক এমন গেমও আছে যার জন্য কোন টাকা দেওয়ার দরকার হয়না. আসুন দেখা যাক তেমন কিছু ফ্রি PC গেমের ডিটেলস.
Dota
গেমিং এর দুনিয়ায় এই গেমটি সবথেকে বেশি খেলা হয় এমন একটি গেম. এই গেমটিতে 100র বেশি ক্যারেক্টার আছে.
Paladins
এটি একটি মাল্টিপ্লেয়ার গেমিং এর খুব ভাল বিকল্প. এই গেমটিতে অনেক গুলি ক্যারেক্টার আছে যাদের গেমের প্রোগ্রেসের সঙ্গে আনলক করা যায়.
League of Legends
এই গেমটি অনেকাংশে Dota 2 এর মতন. তবে Dota 2 এর থেকে এই গেমের ক্যারেক্টার কাস্টমাইজড বেশি ভাল.
Hearthstone
এটি একটি টর্ন বেসড কার্ড গেম যাতে অনেক কার্ডের ভেরিয়েশান আছে. এই গেমটিকে PC আর স্মার্টফোন দুটিতেই খেলা যায়.
Team Forstress 2
এই গেমটি Half life2 এর টিম তৈরি করেছে. এই গেমটির লঞ্চ হওয়ার 10 বছর হয়েগেছে.
Warframe
এই গেমটিতে গেমারকে Tenno র ক্যারেক্টারের মতন করে খেলতে হয়. এই গেমে বিভিন্ন মিশনের ভেরিয়ান্ট আছে.
Path of Exile
PC তে খেলার জনি এটি একটি ভাল গেম. এই গেমটিতে অনেক বেশি ক্যারেক্টার আর মিশন আছে.
Smite
এই গেমটিও Dota 2 গেমের মতনই. এই গেমটিতে গার্ডসদের নিজেদের মধ্যে লাড়াই করতে দেখা যায়.
World of Tanks
এই গেমটি বিংশ শতকের মধ্য ভাগের ট্যাঙ্কের দেখা মেলে. এই গেমটি অন্যান্য MMO গেমসের মতনই.
Pacman
এই গেমটি অনেক সময় ধরে খেলা সম্ভব. পিসি গেম যারা ভালবাসেন তাদের জন্য এই গেমটি একটি ভাল বিকল্প.
Spelunky
এই গেমটি গত এক দশক ধরে সবথেকে ভাল গেম হিসাবে পরিচিত. এই গেমটি খেলার জন্য এর কন্ট্রোলের ওপর নিয়ন্ত্রন রাখা দরকার.
Eve Online
এই গেমটি মহাকাশ যুদ্ধের গেম. সারা পৃথিবী জুড়ে এই গেমটির 5,00,000 র বেশি সব্স্ক্রপিশন আছে.
Relic hunters zero
এটি একটি টু স্টিক শুটার গেম. এই গেমটি খেলার জন্য 6টি ক্যারেক্টার আছে. এই গেমটিতে আপনকে স্পেস ডক্স আর টার্টলকে শুট করতে হবে.
Expendabros
এই গেমটি দুটি এক্সপেন্ডেবেলস মুভির ওপর তৈরি হয়েছে. এই গেমে একসঙ্গে চারজন প্লেয়ারের সঙ্গে খেলা যায়.
Star Wars: The Old Republic
এই গেমটি বিশ্ব জুড়ে খুবই জনপ্রিয়. এটি একমাত্র গেম যা স্টারওয়ার্সের ক্যারেক্টার থাকা সত্বেও ফ্রি.
Killer Instinct
আপনি যদি অর্কড স্টাইল গেম পছন্দ করেব তো এই গেমটি আপনার জন্য একটি ভাল বিকল্প হতে পারে. এই গেমটি আপনি ফ্রিতে খেলতে পারবেন.
Fallout Shelter
এই গেমটি আগে শুধু স্মার্টফোনের জন্য লঞ্চ করা হয়েছিল পরে এটিকে পিসির জন্যও তৈরি করা হয়.